ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নামঃ ম্যাস র্যাপিড ট্রানজিট
বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প সংযুক্ত করেছেঃমতিঝিল-উত্তরা
ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্যঃ ২০.১০ কি.মি.
মেট্রোরেল এর অর্থায়নের উৎসঃ বাংলাদেশ ও জাপান
বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয় ২৯ আগস্ট ২০২১ মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবেঃ ৬০,০০০ যাত্রী
মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেঃ ১৬ ডিসেম্বর ২০২২।
ঢাকার তিনটি মেট্রোরেল প্রকল্প: (মাস র্যাপিড ট্রানজিট)
ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ। ১৮ ডিসেম্বর ২০১২ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয় দেশের প্রথম মেট্রোরেল। ১৫ অক্টোবর ২০১৯ একনেক সভায় আরো দুটি মেট্রোরেল প্রকল্প অনুমোদিত হয়। মেট্রোরেল প্রকল্প তিনটি।
MRT Line-6 = রুট: উত্তরা-মতিঝিল (পুরোটাই উড়াল পথে)। দৈর্ঘ্য : ১৯.৮৩ কিলোমিটার। নির্মাণ শেষ (সম্ভাব্য): ২০২৪।
MRT Line-5= হেমায়েতপুর-আমিনবাজার-গাবতলী-মিরপুর-কচুক্ষেত-বনানী-গুলশান- ভাটারা। দৈর্ঘ্য: ২০ কিলোমিটার। নির্মাণ শেষ (সম্ভাব্য): ২০২৮।
MRT Line-1= বিমানবন্দর-খিলক্ষেত-নতুনবাজার-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। দৈর্ঘ্য: ৩১ কিলোমিটার। নির্মাণ শেষ (সম্ভাব্য): ২০২৬।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ)-২২/ বাংলাদেশ রেলওয়ে (সহকারী স্টেশন মাস্টার)-২২/ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১/ সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১/]
(ক) ২০.১০
(খ) 20.50
(গ) ২৫
(ঘ) ২৫.১০
উত্তর: ক
২. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ; ইউনিট-বি (গ্রুপ-১)-২০-২১/ ঢাকা বিশ্ববিদ্যালয় (খ ইউনিট) ২০১৮-১৯]
ক. ম্যাস র্যাপিড ট্রানজিট
খ. প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট
গ. কম্পিউটার র্যাপিড ট্রানজিট
ঘ. পাসারবাই র্যাপিড ট্রানজিট
উত্তর: ক
৩. বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প ঢাকার কোন কোন অঞ্চলকে সংযুক্ত করেছে? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ; ইউনিট-বি (গ্রুপ-১)-২০-২১)]
ক. মতিঝিল-গুলশান
গ. সায়েদাবাদ-আশুলিয়া
খ. মতিঝিল-উত্তরা
ঘ. গুলিস্তান-গুলশান
উত্তর: খ
৪. মেট্রোরেল এর অর্থায়নের উৎস – [কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১/ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১/]
ক. বাংলাদেশ ও এডিবি
গ. বাংলাদেশ ও বিশ্বব্যাংক
খ. বাংলাদেশ ও চীন
ঘ. বাংলাদেশ ও জাপান
উত্তর: ঘ
৫. বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয় কখন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক)-২১/]
ক. ১৫ আগস্ট ২০১
গ. ২৯ আগস্ট ২০১
গ. ৩১ আগস্ট ২০২১
ঘ. ৩১ জানুয়ারি ২০২১
উত্তর: গ
৬. মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে – [বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১]
ক. ৬০,০০০ যাত্রী
খ. ৪০,০০০ যাত্রী
গ. ৭০,০০০ যাত্রী
ঘ. ৩০,০০০ যাত্রী
উত্তর: ক
সম্ভাব্য প্রশ্নোত্তর
১. ঢাকা মেট্রো কি নামে পরিচিত?
উত্তর ঢাকা মেট্রো ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত।
২. মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?
উত্তর: ২০১৩ সালে
৩. কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়।
উত্তর: ২০১৬ সালে
৪. কত সালে MRT line-6 এর নির্মাণকাজ শুরু হয়।
উত্তর: ২০১৬ সালের ২৬ জুন
৫. কত সালে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে?
উত্তর: ২০১২ সালের ১৮ ডিসেম্বর
৬. প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার
৭. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু’দিক থেকে ঘণ্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব হবে?
উত্তরঃ ৬০ হাজার
৮. এমআরটি-৬ এর চূড়ান্ত রুট কি কি?
উত্তরঃ উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ্যাংক পর্যন্ত।
৯. এ রুটের স্টেশন কয়টি?
উত্তরঃ ১৬টি
১০. রুটের স্টেশন কি কি ?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ।
১১. ট্রেন চালানোর জন্য ঘণ্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে ?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট
১২. বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি?
উত্তরঃ পাঁচটি
১৩. এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪. কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন?
উত্তরঃ ২০১৬ সালের ২৬ জুন।
১৫. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।
১৬. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোন জায়গা থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।
১৭. মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।
১৮. মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে ?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।
১৯. মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত?
উত্তরঃ ১ লক্ষ ৮ শত পার ডে।
২০. মেট্রোরেলের প্রকল্প বাজেট কত
উত্তরঃ ২.৮ বিলিয়ন
মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা
২২. মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।
২৩. মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।
২৪. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
One Comment