বিষয় ভিত্তিক প্রশ্ন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ (১৩তম)

১৩তম বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ (World Cup Cricket-2023) নিয়ে বিস্তারিত তুলে ধরা হলঃ

স্বাগতিক দেশঃ ভারত
মোট অংশগ্রহণকারী দেশঃ ১০টি। দেশগুলো হলো – অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান ।
মোট ম্যাচঃ ৪৮টি
মোট ভেন্যুঃ ১০টি
উদ্বোধনী অনুষ্ঠানঃ ৫ অক্টোবর ২০২৩
ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩; ভেন্যুঃ আহমেদাবাদ, ভারত স্কোরঃ ভারত: ২৪০/১০; অস্ট্রেলিয়া-২৪১/৪।
চ্যাম্পিয়নঃ অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)
রানার্স আপঃ ভারত
সর্বাধিক রানঃ বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১১ ম্যাচে)
সর্বাধিক উইকেটঃ মো. সামি (ভারত) ২৪টি উইকেট (৭ ম্যাচে)
ম্যান অব দ্য টুর্নামেন্টঃ বিরাট কোহলি (ভারত)।
ম্যান অব দ্য ফাইনালঃ ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)
সর্বোচ্চ দলীয় রানঃ ৪২৮/৫ (দ. আফ্রিকা)
সর্বনিম্ন দলীয় রানঃ ৫৫/১০ (শ্রীলংকা)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)