বিভিন্ন পরীক্ষার সমাধান

বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পরীক্ষার সমাধান

বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পরীক্ষার সমাধান। সময়: ৬০ মিনিট । পদের নাম: ওয়েম্যান [প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য .৫ নম্বর কাটা যাবে] ।পরীক্ষার তারিখ: ১০.০৬.২০২৩ । পূর্ণমান: ৭০।

১. ‘মজলুম’ শব্দের অর্থ কী?
ক. অসহায়
গ. অত্যাচারিত
খ. জনপ্রিয়
ঘ. বিপদাপন্ন
উ. গ

২. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
উ. ঘ √3/a2

৩. অনুপাতের একক কোনটি?
ক. মিটার
গ. কেজি
খ. ইঞ্চি
ঘ. একক বিহীন
উ. ঘ

৪. প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি
অঞ্চলে ভাগ করা হয়েছে?
ক. ১টি
গ. ৩টি
ঘ. ৪টি
উ. খ

৫. What is the plural form of ‘LIFE?
ক. Lifes
খ. Lives
গ. Live
ঘ. Life
উ. খ

৬. ‘The Tempest’ is written by-
ক. William Shakespeare
খ. John Milton
গ. G.B Shaw
ঘ. Ben Johnson
উ. ক

৭. কোনটি সত্য?
ক. ভাজ্য = ভাগফল × ভাগশেষ
খ. ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
গ. ভাজক = ভাজ্য + ভাগফল
ঘ. ভাগফল = ভাজ্য – ভাজক
উ. খ

৮. ‘পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা
গ. পরিঃ+ঈক্ষা
খ. পরি+ঈক্ষা
ঘ. পরী+ঈক্ষা
উ. খ

৯. ০.০০১/.১x.১ = কত?
ক. ০.০০১
খ. 0.01
গ. ০.১
ঘ. ১
উ. গ

১০. ‘সনেট’ এ কয়টি চরণ থাকে?
ক. ১৬
গ. ১৪
খ. ২৪
ঘ. ২০
উ. গ

১১. ‘সমুদ্রে মাছ আছে’ এখানে ‘সমুদ্রে’ কোন কারক?
উ. গ
ক. কর্মকারক
গ. অপাদান কারক
খ. করণকারক
ঘ. অধিকরণ কারক
উ. ঘ

১২.কোন ত্রিভুজের তিনটি বাহুর প্রত্যেকটিকে ক্রমান্বয়ে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
কত?
ক. ১৮০°
গ. ৩৬০°
খ. ১২০°
ঘ. ২৯০°
উ. গ

১৩. ‘ফিরিঙ্গি’ কাদের বলা হয়?
ক. ফরাসিদের
গ. পর্তুগিজদের
খ. মগদের
ঘ. দিনেমারদের
উ. গ

১৪. ‘বনফুল’ কার ছদ্মনাম? ক. প্রমথ চৌধুরী
গ. যতীন্দ্রমোহন বাগচী
খ. মোহিতলাল মজুমদার
ঘ. মধুসূদন দত্ত
ব্যাখ্যা: বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ‘বনফুল’।

১৫. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
ক. (ভূমি × উচ্চতা)
খ. (দৈর্ঘ্য x প্রস্থ)
গ. (ভূমি × উচ্চতা)
ঘ. ২ × (দৈর্ঘ্য x প্রস্থ)
উ. গ

১৬. মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. মধ্যযুগ
গ. আধুনিক যুগ
খ. প্রাচীন যুগ
ঘ. স্বর্ণযুগ
উ. ক

১৭.ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির
পরিমাণ কত?
ক. লাভ ২৫%
গ. ক্ষতি ২৫%
খ. লাভ ৫০%
ঘ. ক্ষতি ৫০%
উ. ঘ

১৮.‘দান করার ইচ্ছা’ এককথায় প্রকাশ করুন-
ক. দিত্সা
গ. দানবীর
খ. দিসা
ঘ. দোসা
উ. ক

১৯.মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. ৭
গ. ১০
খ. ৮
ঘ. ১১
উ. ঘ

২০.বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
ক. ৩ গুণ
গ. ৫ গুণ
খ. ৪ গুণ
ঘ. ৮ গুণ
উ. খ

২১.বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক. ২টি
গ. ৪টি
খ. ৩টি
ঘ. ৫টি
উ. গ

২২.‘White elephant’ means:
ক. Elephant of white color
খ. E-commerce
গ. A black hole
ঘ. Very costly
উ. ঘ

২৩.’একাত্তরের দিনগুলি’ কার লেখা?
ক.জসীমউদ্দীন
খ. সুফিয়া কামাল
ঘ. আলাওল
গ. জাহানারা ইমাম
উ. গ

28. The synonym of ‘Dormant’ is-
ক. Favour
খ. Very active
গ. Inactive
ঘ. Dishonest
উ. গ

২৫.a২be, ab২c, abc২ এর ল. সা. গু কোনটি?
ক. abe
খ. Abc2
গ. 1
ঘ. abc
উ. খ

২৬.রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত ?
ক. ১৮৬৩
গ. ১৮৬২
খ. ১৮৬১
ঘ. ১৭৬১
উ. খ

২৭.‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?
ক. শেখ মুজিবুর রহমান
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আবুল মনসুর আহমদ
উ. ক

২৮. Neither Noor nor Nuri…qualified for the post.
ক. are
খ. were
গ. is
ঘ. Have
উ. গ

২৯.১ হেক্টর = কত একর?
ক. ৩.৬৩
গ. ৪.৩৯
খ. ২.৪৭
ঘ. ১.০৫
উ. খ

৩০. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. দম্পতি
গ. রাজপথ
খ. সিংহাসন
ঘ. প্রভাত
উ. ক

৩১.একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
ক. ৬৫
গ. ৪৮
খ. ৩৬
ঘ. ১০০
উ. গ

৩২.বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস-
ক. মিথেন
গ. কার্বন ডাই-অক্সাইড
খ. নাইট্রোজেন
ঘ. হিলিয়াম
উ. গ

৩৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
গ. চুয়াডাঙ্গা
খ. মেহেরপুর
ঘ. যশোর
উ. খ

৩৪.নিম্নের কোন সংখ্যাটি মৌলিক নয়?
ক. ১
গ. ৩
খ. ২
ঘ. ৫
উ. ক

৩৫.কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. ইতি
গ. পরি
খ. অব
ঘ. অতি
উ. ক

৩৬.চলিত শব্দ কোনটি?
ক. বলবেন
গ. বলিয়াছিলেন
খ. বলিবেন
ঘ. বলাইয়াছিলেন
উ. ক

৩৬ . 3 + 125 = কত?

ক. ৩০
খ. ২৪
গ. ৩৬
ঘ. ৪২
উ. খ

৩৮. নবায়নযোগ্য শক্তি কোনটি?
ক. তেল
খ. গ্যাস
গ. কয়লা
ঘ. সমুদ্রের ঢেউ
উ. ঘ

৩৯. The greater the demands, ….. the price.
ক. high
খ. the higher
গ. higher
ঘ. the highest
উ. খ
৪০.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক. প্রধানমন্ত্রী
গ. সংসদ নেতা
খ. স্পিকার
ঘ. রাষ্ট্রপতি
উ. ঘ

৪১. দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
ক. ৩০
গ. ৬০
খ, ৩৬
ঘ. ৭৫
উ. ক

৪২.The nightingale is a singing bird. In this
sentence ‘singing’ is a/an-
ক. participle
খ. verbal noun
গ. gerund
ঘ. adverb

৪৩. Choose the right spelling ?
ক. Lieutenant
খ. Committe
গ. Lieutinant
ঘ. Comitiee
উ. ক

৪৪. ‘গোধূলি’ এর ইংরেজি শব্দ কোনটি-
ক. Sunset
খ. Twilight
গ. Evening
ঘ. Afternoon
উ. খ

৪৫. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬
খ. ১৩৫
গ. ১৩৭
ঘ. ১৩৮
উ. ক

৪৬. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. নদ
খ. শিক্ষক
গ. কবিরাজ
ঘ. ননদ
উ. গ

৪৭.Passive form of ‘His conduct annoyed me’-
ক. I was annoyed by his conduct.
খ. I am annoyed at his conduct.
গ. I had been annoyed at his conduct.
ঘ. I was annoyed at his conduct.
উ. ঘ

৪৮.‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. সত্যজিত রায়
খ. ফররুখ আহমেদ
গ. সুকুমার রায়,
ঘ. কাজী নজরুল ইসলাম
উ. গ

৪৯. ‘War and Peace’ বইটি কার লেখা?
ক. Leo Tolstoy
খ. Karl Marx
গ. George Eliot
ঘ. Charles Dickens
উ. ক

৫০. ‘পাণিনি’ ছিলেন?
ক. নাট্যকার
খ. কবি
গ. ব্যাকরণবিদ
ঘ. শিক্ষক
উ. গ

৫১……among you are from class ten?
ক. Who
খ. Which
গ. Whose
ঘ. By color
উ.ক

৫২. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
ক. অগভীর সতর্ক নিদ্রা
খ. গভীর নিন্দ্রার ন্যায়
গ. দুশ্চিন্তাগ্রস্থ নিদ্ৰা
ঘ. কাকের নিন্দ্রার ন্যায়
উ. ক

৫৩. The word ‘Lunar’ is related to-
ক. Sun
গ. Planet
খ. Moon
ঘ. Star
উ. খ

৫৪. a-[2b-{3c-(a-2b+3c)}] এর মান কত?
ক. A+b
খ. 0
গ. a+b+c
ঘ. C
উ. খ

৫৫. Which of the following is feminine
gender?
ক. host
খ. Cock
গ. drake
ঘ. Mare
উ. ঘ

৫৬. ‘সে ভাত খায়নি’- translate into English.
ক. He did not eat rice.
খ. He has not eaten rice.
গ. He had not eaten rice.
ঘ. He does not eat rice.
উ. খ

৫৭. প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি?
ক. কবিতা
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. নাথ সাহিত্য
ঘ. চর্যাপদ
উ. ঘ

৫৮. What is the past form of ‘EAT’……
ক. Eaten
খ. Eat
গ. Ate
ঘ. Eater
উ. গ

৫৯. কোন ভগ্নাংশটির মান বড়?
উ. গ

৬০ Like her brother she is also… heiress.
ক. the
গ. a
খ. An
গ. a
ঘ. none
উ. খ

৬১. Parts of speech কয় প্রকার-
ক. ৬
খ. ৭
গ. ১০
ঘ. ৮
উ. ঘ

৬২.একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের
সমান। কোণটির মান কত?
ক. ৩০°
খ. ৪৫°
গ. ৬০°
ঘ. ৯০
উ. ক

৬৩. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্থাবর
খ. অরণ্য
গ. সমুদ্র
ঘ. পর্বত
উ. ক

৬৪. log3(G) এর মান কত?
ক. 2
খ. -2
গ. 3
-3
উ. খ

৬৫. Who wrote the first English dictionary ?
ক. A.T.Dev
খ. Samuel Johnson
গ. William Shakespeare
ঘ. Chaucer
উ. খ

৬৬. কোনটি গুণোত্তর ধারা নয়?
ক. ১/৫, ১/২৫, ১/১২৫
খ. ৩, ৯, ২৭
গ. ৭, ৪২, ৮৪
ঘ. ১/২, ১/৪ ১/৮
উ. গ

৬৭.৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার
পার্থক্য কত?
ক. ১১১১
খ. ১১১
গ. ১১
ঘ. ১
উ. ঘ

৬৮. No sooner had he left than I-
ক. had come
খ. Came
গ. have come
ঘ. Come
উ. খ

৬৯. কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ, ছ
খ. ড, ঢ
গ. ব, ভ
ঘ. দ, ধ
উ. ক

৭০.বাংলা ভাষার স্বরবর্ণ কতটি?
ক. ১৪
খ. ১৫
গ. ১১
ঘ. ২০
উ. গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)