বিষয় ভিত্তিক প্রশ্নসাম্প্রতিক MCQ

আগাম আসরগুলাে প্রতি বছর ১/২ টি প্রশ্ন থাকে

কাতারে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল

আয়ােজক দেশ – কাতার, আসর – ২২তম।
উদ্বোধনী ম্যাচ – ২১ নভেম্বর ২০২২ (আল-বাইত স্টেডিয়াম)
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের জাতীয় দিবসে – ১৮ ডিসেম্বর ২০২২ (লুসাইল
স্টেডিয়াম, কাতার)।
অংশগ্রহণ করবে – ৩২টি দেশ এবং ভেন্যু – ৮টি।
বিশ্বকাপ ফুটবলের প্রথম আয়ােজক মুসলিম দেশ – কাতার।
কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম – লুসাইল স্টেডিয়াম।
Note: ২০১৮ সালে ২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- রাশিয়ায় (চ্যাম্পিয়ন হয়- ফ্রান্স)

২৩তম বিশ্বকাপ ফুটবল-২০২৬

আয়ােজক দেশ – যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
অংশগ্রহণ করবে – ৪৮ টি দেশ, ভেন্যু -১২টি
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
মােট ম্যাচ হবে-৮০টি (যুক্তরাষ্ট্র-৬০টি, কানাডা-১০টি, মেক্সিকো-১০টি)।
২০২৬ সালে প্রথমবারের মতাে ফুটবল বিশ্বকাপ আয়ােজন করবে – কানাডা।

পরবর্তী আয়ােজন

১. টুর্নামেন্টঃ ২৪ তম বিশ্বকাপ ফুটবল
সালঃ ২০৩০
আয়ােজকঃ আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি।

২.টুর্নামেন্টঃ ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট
সালঃ ২০২৩
আয়ােজকঃ ভারত।

৩.টুর্নামেন্টঃ ১৫তম এশিয়া কাপ।
সালঃ ২০২২ |
আয়ােজকঃ শ্রীলঙ্কা

৪. টুর্নামেন্টঃ ৮ম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ বিশ্বকাপ |
সালঃ ২০২২ |
আয়ােজকঃ অস্ট্রেলিয়া

৫. টুর্নামেন্টঃ ৯ম নারী বিশ্বকাপ ফুটবল
সালঃ ২০২৩ |
আয়ােজকঃ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

৬. টুর্নামেন্টঃ ১২তম মহিলা বিশ্বকাপ ক্রিকেট |
সালঃ ২০২১ |
আয়ােজকঃ নিউজিল্যান্ড।

৭. টুর্নামেন্টঃ ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক |
সালঃ ২০২৪ |
আয়ােজকঃ প্যারিস, ফ্রান্স।

৮. টুর্নামেন্টঃ ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক |
সালঃ ২০২৮ |
আয়ােজকঃ লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র

৯. টুর্নামেন্টঃ ২৪তম শীতকালীন অলিম্পিক |
সালঃ ২০২২ |
আয়ােজকঃ বেইজিং , চীন।

১০. টুর্নামেন্টঃ ২৫তম শীতকালীন অলিম্পিক |
সালঃ ২০২৬ |
আয়ােজকঃ মিলান এবং কর্টিনা, ইতালি

১১. টুর্নামেন্টঃ ১৩তম সাফ চ্যাম্পিয়ন শীপ |
সালঃ ২০২১ |
আয়ােজকঃ মালদ্বীপ।

১২. টুর্নামেন্টঃ ২২তম কমনওয়েলথ গেমস |
সালঃ ২০২২ |
আয়ােজকঃ বার্মিংহাম, যুক্তরাজ্য

৬ষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)