চাকরিচাকরির খবরবিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি

বিজিবি সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হোন। ১০১তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ।

১। পদের নামঃ সিপাহি (জিডি)
পদ সংখ্যাঃ অফিশিয়াল নোটিশে দেখুন।
শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।
বেতনঃ বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
আবেদনের বয়সসীমাঃ  ০৭-১-২০২৪ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ০৮-১-২০০১ হতে ০৭-১-২০০৬ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।

প্রার্থীর শারীরিক মাপঃ (পুরুষ প্রার্থী)

উচ্চতাঃ ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)  ।
বুকের মাপঃ স্বাভাবিক ৮১.২৮ মিটার (৩২ ইঞ্চি), স্ফীত ৮৬.৩৪ মিটার (৩৪ ইঞ্চি) ।
ওজনঃ  ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/৬

প্রার্থীর শারীরিক মাপঃ (নারী প্রার্থী)

উচ্চতাঃ ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) ।
বুকের মাপঃ স্বাভাবিক ৭১.১২ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ৭৬.২০ মিটার (৩০ ইঞ্চি) ।
ওজনঃ  ৪৭ .১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/

আবেদনের নিয়মাবলীঃ আবেদনকারী প্রার্থীগণকে  https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারেন  ।

পরীক্ষার ফিঃ ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমাঃ  ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১০.০০ ঘটিকা হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)