চাকরিচাকরির খবর

শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বড় নিয়োগ, পদ সংখ্যা ১০০০ টি

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ১০০০ জনের  নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।Secondary Educational Development Program (SEDP) এর আওতায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন Geographical Information System (GIS) Mapping of Secondary Educational Institutions and Compliance Verification Survey শীর্ষক স্কিমের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য স্নাতক ডিগ্রীধারী বেকার যুবক/স্নাতক পর্যায়ে অধ্যনরত শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১. পদের নাম: গণনাকারী
পদসংখ্যা: ১০০০
যোগ্যতা: স্নাতক ডিগ্রীধারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে।
বেতন স্কেল: প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে নূন্যতম ১,০০০ (এক হাজার) টাকা করে সম্মানী প্রদান করা হবে। কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সঃ ১৮-৩৫ বছর
কর্মস্থল: নিজ জেলা

আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://202.72.235.221:8089/job-portal/active-jobs ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের শুরু তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৪।

আবেদনের শেষ তারিখঃ  ১২ এপ্রিল, ২০২৪।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)