চাকরিচাকরির খবর

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) এর অধীনে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

১. পদের নামঃ সহকারী প্রকৌশলী
পদ সংখ্যাঃ ২২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এসসি ইন ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ডিগ্রি।
বেতনঃ গ্রেড-০৮ মূল বেতন: ৫২,০০০/-

২. পদের নামঃ সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.এসসি ইন সিএসই/আইটি/ইসিই/ইটিই বা সমমানের ডিগ্রি।
বেতনঃ গ্রেড-০৮ মূল বেতন : ৫২,০০০/-

৩. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/শ্রম কল্যাণ ও এডমিন/স্টোর)
পদ সংখ্যাঃ ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে HR/Management or any other relevant subject এ ০৪(চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩(তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি। এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রির সাথে পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে।
বেতনঃ গ্রেড-০৮ মূল বেতন : ৫২,০০০/-

৪. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (ইএসটি)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে Environmental Science / Environmental Engineering or any other relevant subject এ ০৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি।
বেতনঃ গ্রেড-০৮ মূল বেতন : ৫২,০০০/-

৫. পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী
পদ সংখ্যাঃ ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ডিগ্রি।
বেতনঃ গ্রেড-১০ মূল বেতন: ৪০,০০০/-

৬. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান/তদূর্ধ্ব ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনী/বিজিবি এর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/মাস্টার ওয়ারেন্ট অফিসার বা বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টার পর্যায়ের কর্মকর্তা হতে হবে । সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা/নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতাসম্পন্ন এবং প্রতিরক্ষা/আধাসামরিক বাহিনীর আইন প্রয়োগকারী কর্মকর্তাগণ অগ্রাধিকার পাবেন। চাকুরি হতে অবসর গ্রহণের প্রমাণপত্র (পেনশন বুক এর সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি/গ্রহণযোগ্য ডকুমেন্ট) দাখিল করতে হবে।
বেতনঃ গ্রেড-০৮ মূল বেতন: ৫২,০০০/-
বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর।

আবেদনের বয়সসীমাঃ সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর (২৭/০৮/২০১৩ খ্রি. তারিখে)।

আবেদনের নিয়মাবলীঃ  আগ্রহী প্রার্থীগণকে (http://cpgchi.teletalk.com.bd) হতে নির্ধারিত আবেদন ফরম’ পূরণপূর্বক আবেদন করতে হবে।

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ ১,০০০/-(এক হাজার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ ০৬/০৮/২০১৩ হতে ২৭/০৮/২০১৩ খ্রি. তারিখ (রাত: ১১.০০ ঘটিকা) পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)