চাকরির খবর

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Nuclear Power Plant Company Bangladesh Limited (NPCBL)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর স্বত্তাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ ২০৯ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

১.পদের নাম :মিনিবাস চালক 
পদের সংখ্যা :০৪
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ. সরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং মাঝারী গাড়ী চালনার লাইসেন্স প্রাপ্তির পর মিনিবাস চালনায় ১ (এক) বছরের অভিজ্ঞতা।
বেতন :১৭,৭০৫-২৪,০০০/-গ্রেড : ১৫

২.পদের নাম :জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) 
পদের সংখ্যা : ৯৯
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) মেশিন টুলস্ অপারেশন এন্ড মেইনটেন্যান্স/ মেকানিক্যাল টেকনােলজি বা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের শিক্ষা।
বেতন :১৭,০৪৫-. ২১,৬০০/-গ্রেড : ১৬

৩.পদের নাম :জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (ফিজিক্স/কেমিস্ট্রি) 
পদের সংখ্যা :১০
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমান ৰা ফিজিক্স/ কেমিস্ট্রি/ কেমিক্যাল টেকনােলজি বিষয়ে সমমানের শিক্ষা।
বেতন :১৭,০৪৫/- ২১,৬০০/-গ্রেড : ১৬

৪.পদের নাম :জুনিয়র টেকনিশিয়ান (পাল্প) 
পদের সংখ্যা : ১৬
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) (প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং বা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) ৰা সমমানের শিক্ষা
বেতন :১৭,০৪৫/- ২১,৬০০/-গ্রেড : ১৬

৫.পদের নাম :টেকনিক্যাল অ্যাটেনডেন্ট 
পদের সংখ্যা : ২৬
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (ভােকেশনাল/বিজ্ঞান) বা সমমানের শিক্ষা এবং যে-কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ (পাচ) বছরের অভিজ্ঞতা ।
বেতন :১৬,৫৫০- ২০,৪০০/-গ্রেড : ১৭

৬.পদের নাম :জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
পদের সংখ্যা : ৫০
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (ভােকেশনাল) বা মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের শিক্ষা
বেতন :১৬,২২০-১৮,৬০০/-গ্রেড : ১৮

৭.পদের নাম : হেলপার (মিনিবাস/বাস) 
পদের সংখ্যা : ০৪
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং মিনিবাস/বাস চালনায় হেলপার হিসেবে ১ (এক) বছরের অভিজ্ঞতা
বেতন :১৫,৫৫০- ১৬,৮০০/-গ্রেড : ২০

বয়সঃ ২০.১০.২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা : ক্রমিক নং ১ এর ক্ষেত্রে ৩৫ (পঁয়ত্রিশ) বছর এবং অন্যান্য সকল পদের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) বছর (তবে মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান-সন্ততিদের জন্য ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীকে http://rpcbl.teletalk.com.bd ঠিকানায় “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফিঃ এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযােগ্য ৫০০/- (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।।

আবেদনের সময়সীমা নিম্নরূপ: ২৮.০৯-২০২২ তারিখ থেকে ২০.১০.২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)