বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন
বঙ্গবন্ধুকে নিয়ে বিগত ৩০ বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন ও উওর।
১.কে সম্মােহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত? (বিবাে: ১৭)
ক. ফজলুল হক
খ, মাওলানা ভাসানী
গ, এরশাদ
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর: ঘ
২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?।[৩৪ তম বিসিএস]
ক. ১ মার্চ, ১৯১৯
খ. ১৭ মার্চ, ১৯২০
গ. ১৪ আগষ্ট, ১৯৪৭
ঘ, ২১ জুন, ১৯৪১
উত্তর: খ
৩.কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? নির্বাচন কমিশন সচিবালয়ের স্টোর কিপার: ১৯।
ক. বিশ্ব নারী দিবস
খ. জাতীয় শিশু দিবস
গ. বিশ্ব পরিবেশ দিবস
ঘ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উত্তর: খ
৪. কবে জাতীয় শিশু দিবস পালিত হয়? [বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯]
ক. ১৭ জুন।
খ, ১৭ ফেব্রুয়ারি।
গ, ১৭ মার্চ
ঘ, ১৭ এপ্রিল
উত্তর: গ
৫. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? [সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক: ১৭]।
ক. খুলনা
খ, গােপালগঞ্জ |
গ, ফরিদপুর
ঘ, নড়াইল
৬.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান -[ প্রাণিসম্পদ অধিদপ্তরের পােস্ট্রি টেকনিশিয়ান: ২০]।
ক, টুঙ্গিপাড়া
খ, টঙ্গি |
গ, টাঙ্গাইল
ঘ, টঙ্গিবাড়ী
উত্তর: ক
৭.বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? [১৪তম প্রভাষক নিবন্ধন]
ক, মধুমতি
গ, কুমার।
ঘ. ভৈরব
উত্তর: খ
৮.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন? (এলজিআরডি মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী: ১৭)
ক. গােপলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে
গ. শ্রী রাম কান্দি প্রাথমিক বিদ্যালয়ে
গ. টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
ঘ, গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে
উত্তর: ঘ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ২১]
ক. প্রেসিডেন্সি কলেজ
খ. ইসলামিয়া কলেজ
গ. রিপন কলেজ
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তর: খ
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেফতার হন? (চবি: ১৭-১৮)
ক. ১৯৩৬
খ. ১৯৩৮
গ, ১৯৫২
ঘ, ১৯৬২
উত্তর: খ
১১. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? (চবি: ১৬-১৭)।
ক, ঢাকা
খ. নারায়ণগঞ্জ।
গ, ফরিদপুর
ঘ, চট্টগ্রাম
উত্তর: গ
১২.বঙ্গবন্ধুর জেলজীবনের উপর রচিত বইয়ের নাম কী? (ববিপ্রবি; ১৯-২০)
ক. ৫০৫৩ দিন
খ. ৫০৫০ দিন। |
গ, ৩০৫৩ দিন
ঘ, ৩০৫০ দিন
উত্তর: গ
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জীবনে মােট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? (সিএজি কার্যালয়ের অডিটর; ২১)
ক. ৮ বছর |
খ. ১০ বছর ।
গ, ১২ বছর
ঘ, ১৪ বছর
উত্তর: গ
১৪.কোন জেলে বঙ্গবন্ধুর বিচারকার্য সম্পন্ন করে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়েছিল? (ইবি: ১৭-১৮)
ক, লায়ালপুর (ফয়সালাবাদ)
খ, ফরিদপুর |
গ, ঢাকা
ঘ.করাচি
উত্তর: ক
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? (আইইআর’র উপজেলা প্রােগ্রাম কো-অর্ডিনেটর: ২০ )
ক. ৯ জানুয়ারি, ১৯৭২
খ. ১০ জানুয়ারি, ১৯৭৩
গ. ১০ জানুয়ারি, ১৯৭২
ঘ, ৮ জানুয়ারি, ১৯৭২
উত্তর: ঘ
১৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১২)
ক. ১ জানুয়ারি, ১৯৭২
খ, ১০ জানুয়ারি, ১৯৭২
গ. ২৩ মার্চ, ১৯৭২
ঘ, ১৭ এপ্রিল, ১৯৭২।
উত্তর: খ
১৬.বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন দিবস কোনটি? (পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২০)
ক, ১০ ডিসেম্বর
খ, ১০ জানুয়ারি
গ, ১০ মার্চ
ঘ, ১০ জুন।
উত্তর: খ
১৭.বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করে? (গণপূর্ত অনিদপ্তরের হিসাব সহকারী: ১৬)
ক, নােবেল পদক
খ, জুলি ও কুরি পদক
গ, ম্যাগসেসে পদক
ঘ, মাদাম কুরি পদক
উত্তর: খ
১৮.শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? (৪২তম বিসিএস)।
ক. ফ্রিডম পদক।
খ, ম্যাগসেসে পদক
গ. জুলি ও কুরি পদক
ঘ, জওহরলাল নেহেরু পদক।
উত্তর: গ
১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ‘জুলি ও কুরি’ পুরষ্কার লাভ করেন?(১১তম প্রভাষক নিবন্ধন)
ক. ১০ অক্টোবর, ১৯৭২
খ. ৭ নভেম্বর, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ, ২৫ ডিসেম্বর, ১৯৭২
উত্তর: ক
২০.বঙ্গবন্ধুকে কখন ‘জুলি ও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়? [৪১তম বিসিএস]
ক, ২০ মে, ১৯৭২
খ. ২১ মে, ১৯৭২
গ. ২২ মে, ১৯৭২।
ঘ, ২৩ মে, ১৯৭২
উত্তর: ক
২১. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি’ আখ্যা দিয়েছিল?।[৩৯তম বিসিএস]
ক, টাইম।
খ. নিউজ উইকস ।
গ. ইকোনােমিষ্ট |
ঘ, পলিটিক্যাল উইকলি
উত্তর: খ
২২.১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু কোন বিমা কোম্পানিতে চাকরি নিয়েছিলেন? (বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১৫)
ক, আলফা ইস্যুরেন্স
খ, প্রগতি ইন্দুরেন্স
গ, উত্তরা ইসুরেন্স
ঘ, হাবিব ইলুরেন্স
উত্তর: ক
২৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? ।(ইবি: ১৬-১৭)।
ক, ১৩ আগস্ট, ১৯৭৫
খ, ১৪ আগস্ট, ১৯৭৫
গ. ১৫ আগস্ট, ১৯৭৫
ঘ, ১৬ আগস্ট, ১৯৭৫
উত্তর: গ
২৪.জাতীয় শােক দিবস – (সমবায় অধিদপ্তরের মাঠ সহকারী: ১৮)
ক, ২৬ মার্চ
খ. ১৫ আগষ্ট
গ. ২৪ সেপ্টেম্বর
ঘ, ২১ ফেব্রুয়ারি
উত্তর: খ
২৫.২০২১ সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে চালু হওয়া ‘শেখ রাসেল দিবস পালিত হয় – (সিএজি কার্যালয়ের অডিটর; ২১)
ক. ১৮ অক্টোবর
খ. ১৯ অক্টোবর।
গ, ২১ অক্টোবর।
ঘ, ২৩ অক্টোবর।
২৬.২০১৬ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী? (বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রােগ্রামার: ১৭)
ক. ৪০তম
খ, ৪১তম।
গ, ৪২তম।
ঘ, ৪৩তম
উত্তর: খ
২৭.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?/ বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থ কোনটি? (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯)
ক. অসমাপ্ত আত্মজীবনী
খ, আমার জীবনী
গ, সংগ্রাম
ঘ, আমার বাংলাদেশ
উত্তর: ক
২৮.অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক – (৩৫তম বিসিএস)
ক. আবুল মনসুর আহমেদ
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ, শেখ মুজিবুর রহমান।
ঘ, তাজউদ্দীন আহমদ
উত্তর: গ
২৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ একটি -(বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯) ক. নাটক।
খ, উপন্যাস।
গ. প্রবন্ধ
ঘ, আত্মজীবনীমূলক গ্রন্থ
উত্তর: ঘ
৩০.কবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয়? (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৮)
ক. জুন, ২০১১
খ. জুলাই, ২০১১
গ, জুন, ২০১২।
ঘ. জানুয়ারি, ২০১৩
উত্তর: গ
৩১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন? (জাককানইবি: ১৭-১৮)
ক, ১৯৬৭ সালের শুরুতে
খ, ১৯৬৭ সালের মাঝামাঝি
গ, ১৯৬৭ সালের শেষে
ঘ. ১৯৬৭ সালের ফেব্রুয়ারি।
উত্তর: খ
৩২. কোন জেলে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন? (ইবি: ১৭-১৮)
ক. ঢাকা সেন্ট্রাল জেলে
খ, গাজীপুর জেলে।
গ, আগরতলা জেলে
ঘ, লাহাের জেলে।
উত্তর: ক
৩৪.বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনার বর্ণনা রয়েছে? (রাবি: ১৭-১৮ )
ক. ১৯৫৫ সাল।
খ. ১৯৫২ সাল
গ, ১৯৬৬ সাল
ঘ. ১৯৬৯ সাল
উত্তর: ক
৩৫.শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভুমিকা কে লিখেছেন? (জাবি: ১৮-১৯)
ক. শেখ হাসিনা।
খ, আনিসুজ্জামান
গ. ড. মুনতাসির মামুন।
ঘ, বঙ্গবন্ধু
৩৬.কোন শিল্পী অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন? (জাবি: ১৯-২০)
ক, সমর মজুমদার
খ, কাইয়ুম চৌধুরী
গ. শাহাবুদ্দীন আহমেদ
ঘ, ধ্রুব এষ
উত্তর: ক
৩৭. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন – (বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১৫।)
ক. জামিলুর রেজা চৌধুরী
খ, ফকরুল আলম
গ, আশরাফ হােসেন
ঘ. আনিসুজ্জামান
উত্তর: খ
৩৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কী? (চিবি: ১৯-২০)
ক. কাজুহিরাে ওয়াতানাবাে
খ, হাইয়ামি ওয়াতানাবাে
গ, ইশিকাওয়া ওয়াতানাবাে
ঘ, কুনেমিরাে ওয়াতানাবাে
উত্তর: ক
৩৯.বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয়েছে?।(সেসিপ’র সহকারী পরিদর্শক: ১৭)
ক. ১০
খ.১৩
গ, ১৬ (১৭ ভাষায় প্রকাশিত)
ঘ, ১৭
উত্তর: গ
৩৯.অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? (সেসিপ’র সহকারী পরিদর্শক: ১৯।)
ক. স্প্যানিশ ।
গ. অসমীয়া ।
ঘ, মারাঠি
উত্তর: ঘ
৪০.অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি ভাষায় নাম – [জাককানইবি: ১৯-২০]
ক. অপূর্ণ আত্মজীবনী
খ, অপূর্ণ স্মৃতিকথা |
গ, অসমাপ্ত স্মৃতিকথা
ঘ, অপূর্ণ আত্মকথা (অপর্ণা ভেলনকার)
উত্তর: ঘ
৪১.বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে?।(বেবিচকের হিসাব সহকারী: ২১)
ক. বাংলা
খ. ইংরেজি
গ. দর্শন
ঘ, রাষ্ট্রবিজ্ঞান
উত্তর: খ
৪২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনের লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন? (১২তম বিজেএস)
ক, কারাগারের রােজনামচা।
খ, কারাগারের রাতদিন।
গ. অসমাপ্ত আত্মজীবনী।
ঘ, থালা-বাটি কম্বল,
উত্তর: ঘ
৪৩. জেলখানার সম্বল কারাগারের রােজনামচা’ গ্রন্থের রচয়িতা কে?/ Prison Diaries’ বইটি কে লিখেছেন? (বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৮)।
ক, মওলানা ভাসানী
খ. শহীদ সােহরাওয়ার্দী
গ. এ. কে. ফজলুল হক
ঘ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর: ঘ
৪৪.কারাগারের রােজনামচা’ হলাে – (বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯)
ক. নাটক।
খ.উপন্যাস
গ, দিনলিপি
ঘ.গান
উত্তর: গ
৪৫. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?/বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় গ্রন্থ কোনটি? (পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২)
ক. আমি বিজয় দেখেছি
খ. অসমাপ্ত আত্মজীবনী
গ. আমি শেখ মুজিব বলছি
ঘ. কারাগারের রােজনামচা।
উত্তর: গ
৪৬. কবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রােজনামচা’ প্রকাশিত হয়? [জাককানইবি: ১৯-২০]
ক. ২৭ মার্চ, ২০১৭
খ. ৭ মার্চ, ২০১৭
গ. ২৮ মার্চ, ২০১৭
ঘ, ১৭ মার্চ, ২০১৭ |
উত্তর: ঘ
৪৭.‘কারাগারের রােজনামচা’ রচনাটির নামকরণ করেন কে? (রাবি: ১৭-১৮)।
ক. শেখ মুজিব।
খ. শেখ ফজিলাতুন্নেসা
গ, শেখ হাসিনা
ঘ. শেখ রেহানা
উত্তর: ঘ
৪৮.‘কারাগারের রােজনামচা’র ভূমিকা লিখেছেন – (জাবি: ১৯-২০)।
ক. আনিসুজ্জামান
খ, শেখ হাসিনা।
গ, শেখ মুজিবুর রহমান।
ঘ, মহিউদ্দিন আহমেদ
উত্তর: খ
৪৯.বঙ্গবন্ধুর লেখা কারাগারের রােজনামচা’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে? (কুবি: ১৯-২০)।
ক, অধ্যাপক নজরুল ইসলাম
খ, অধ্যাপক হরুন-অর-রশিদ
গ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম
ঘ, অধ্যাপক ড. ফকরুল আলম
উত্তর: ঘ
৫০.বঙ্গবন্ধু কারাগারের রােজনামচা গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন? ।(জবি: ১৭-১৮)
ক. ১৯৬৯ – ১৯৭১
খ. ১৯৭০ – ১৯৭১
গ, ১৯৬৬ – ১৯৬৮
ঘ, ১৯৬২ – ১৯৬৮
উত্তর: গ
৫১.বঙ্গবন্ধুর আত্মজীবনীর তৃতীয় গ্রন্থের নাম কী?/বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গ্রন্থ কোনটি?।[শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২০]
ক. অসমাপ্ত আত্মজীবনী (The Unfinished Memoirs)
খ, কারাগারের রােজনামচা (Prison Diaries)
গ, আমি শেখ মুজিব বলছি।
ঘ, আমার দেখা নয়াচীন (New China 1952)
উত্তর: ঘ
৫২.কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশিত হয়? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা; ২০]
ক. ২ জানুয়ারি, ২০১৯
খ. ২ ফেব্রুয়ারি, ২০২০
গ. ২ মার্চ, ২০২১
ঘ. ১৭ মার্চ, ২০২১
উত্তর: খ
৫৩.‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন? (এনআরবিসিবি’র অফিসার: ২০)
ক. ১৯৪৯ সালের চীন ভ্রমণ
খ, ১৯৫০ সালের চীন ভ্রমণ
গ, ১৯৫২ সালের চীন ভ্রমণ
ঘ. ১৯৫৭ সালের চীন ভ্রমণ
উত্তর: গ
৫৪.‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের ভূমিকা লিখেছেন – (বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ২১)
ক. আনিসুজ্জামান।
খ, শেখ হাসিনা।
গ, শেখ মুজিবুর রহমান
ঘ. মহিউদ্দিন আহমেদ
উত্তর: খ
৫৫. বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে? [যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী: ২০ ]
ক, অধ্যাপক নজরুল ইসলাম
খ, অধ্যাপক হরুন-অর-রশিদ
গ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম
ঘ, অধ্যাপক ড. ফকরুল আলম
উত্তর: ঘ
৫৬.নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? [স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১]
ক, আমার দেখা নয়াচীন।
খ, কারাগারের রােজনামচা
গ. অসমাপ্ত আত্মজীবনী
ঘ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
উত্তর: ঘ
৫৮.বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? [জাবি: ০৯-১০ ]
ক, ধানমন্ডি, ঢাকা
খ, টুঙ্গিপাড়া, গােপালগঞ্জ
গ, সদর, বরিশাল।
ঘ. মুজিবনগর, মেহেরপুর
উত্তর: ক
৫৯.‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?( গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী: ১৬)
ক, টুঙ্গিপাড়া, গােপালগঞ্জ
খ. মুজিবনগর, মেহেরপুর
গ, কলকাতা, ভারত
ঘ, সাভার, ঢাকা
উত্তর: গ
৬০.বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হােস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৮]
ক, ২৩
গ. ২৫
ঘ, ২৪
উত্তর: ঘ
৬১.কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে রাখা হয়েছে? (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রারিক: ১৮)।
ক. কলকাতা, ভারত
খ. দিল্লী, ভারত
গ, লন্ডন, যুক্তরাজ্য
ঘ. কলম্বাে, শ্রীলংকা
উত্তর: খ
৬২.বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯)
ক. জহির রায়হান
খ, শামিমা আকতার
গ. আমজাদ হােসেন।
ঘ, আবদুল গাফফার চৌধুরী
উত্তর: ঘ ‘
৬৩.আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি’ উক্তিটি কার? (১১তম বিজেএস)
ক. ইয়াসির আরাফাত
খ. ফিদেল কাস্ত্রো
গ. জেমস এলেন।
ঘ. ডেনিসন প্রেনটিস
উত্তর: খ
৬৪.কোন সময়কালকে মুজিববর্ষ হিসেবে ঘােষণা দেওয়া হয়েছে? (১৫তম শিক্ষক নিবন্ধন )
ক. ২০১৯ – ২০ সাল
খ, ২০২০-২১ সাল
গ, ২০২১ – ২২ সাল।
ঘ, ২০২২ – ২৩ সাল
উত্তর: খ
৬৫.মুজিববর্ষ উদযাপনকাল হলাে -( বিআরইবির উপ-সহকারী প্রকৌশলী: ২০)
ক. ১৭ মার্চ, ২০২০ – ১৬ ডিসেম্বর, ২০২১
খ, ২৬ মার্চ, ২০২০ – ২৬ মার্চ, ২০২১
গ. ১৭ এপ্রিল, ২০২০ – ১৭ এপ্রিল, ২০২১
ঘ, ১০ জানুয়ারি, ২০২০ – ১০ জানুয়ারি, ২০২১
উত্তর: ক
৬৬. মুজিববর্ষ সমাপ্তির তারিখ কত? (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্টোর কিপার: ২১)
ক. ১৬ ডিসেম্বর, ২০২১
খ. ২৬ মার্চ, ২০২১
গ. ১৭ এপ্রিল, ২০২১
ঘ. ১০ জানুয়ারি, ২০২১
উত্তর: ক
৬৭. মুজিব শতবর্ষের লােগাের ডিজাইনার কে? (দুদকের সহকারী পরিচালক: ২০)
ক, সব্যসাচী হাজরা
খ. মুস্তাফা মনােয়ার
গ. হাশেম খান।
ঘ. শিল্পী শাহাবুদ্দিন
উত্তর: ক
৬৮.কোন সংস্থার সাথে যৌথভাবে ‘মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়? [জনতা ব্যাংকের অফিসার: ২০]
ক. ইউনিসেফ
খ, জাতিসংঘ
গ, ইউনেস্কো।
ঘ, আইএমএফ
উত্তর: গ
৬৯.ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? (চবি: ২০-২১)
ক. ৩৯তম,
খ, ৪০তম
গ, ২০৬তম
ঘ, ২০৭তম
উত্তর: খ
৭০.মুজিববর্ষ উদযাপনে ১০ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন ২০২১’ অনুষ্ঠান কবে পালিত হয়? (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ক্যাটালগার: ২১)
ক. ১৭ – ২৬ মার্চ, ২০২১
খ. ১৮ – ২৬ মার্চ, ২০২১
গ. ১৯ – ২৬ মার্চ, ২০২১
ঘ, ২০ – ২৬ মার্চ, ২০২১
উত্তর: ক
৭১.মুজিববর্ষের অনুষ্ঠানে কতজন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন?( মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২১)।
ক. ১ জন।
খ, ২ জন।
গ, ৩ জন (বাংলাদেশসহ)
ঘ, ৪ জন।
৭২.‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেস ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের মােড়ক উন্মােচন হয় – (চবি: ১৮-১৯)
ক. ৬ সেপ্টেম্বর, ২০১৮
খ. ৭ সেপ্টেম্বর, ২০১৮
গ. ৬ সেপ্টেম্বর, ২০১৭
ঘ. ৮ সেপ্টেম্বর, ২০১৮
উত্তর: খ
৭৩.’সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থে কত তারিখে গােয়েন্দা প্রতিবেদন সূচনা হ্য?( জাবি: ১৮-১৯)।
ক. ১৩ জানুয়ারি, ১৯৪৮
খ, ৭ মার্চ, ১৯৪১
গ. ১৫ এপ্রিল, ১৯৫০
ঘ, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
উত্তর: ক ‘
৭৪.সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের কোন খন্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে? [ঢাবি: ১৮-১৯]
ক. প্রথম |
খ. দ্বিতীয়
গ, চর্তুদশ।
ঘ, পঞ্চম |
উত্তর: খ