৮ ব্যাংকে বিশাল নিয়োগ, অফিসারের পদ ১৫৯৭ টি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৮ টি ব্যাংক/ ০১ টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সাল ভিত্তিক ‘অফিসার (সাধারণ) ‘ এর ১৫৯৭ টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
১। পদের নামঃ অফিসার (সাধারণ)- (২০২২ সাল ভিত্তিক)
পদ সংখ্যাঃ ১৫৯৭টি (সোনালী ব্যাংক পিএলসি এ ৬৪৩টি, জনতা ব্যাংক পিএলসি এ ১৬৪টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এ ০৫টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এ ০১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ৪৪৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ২৩১টি, প্রবাসী কল্যাণ ব্যাংক এ ৬৪টি, কর্মসংস্থান ব্যাংক এ ২০টি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এ ২০টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।
বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০——–৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
আবেদনের বয়সসীমাঃ বয়স (২০/০১/২০২৪ তারিখে) : মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে।।
পরীক্ষার ফিঃ পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য টাকা ২০০/-(টাকা দুইশত মাত্র) । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
(ক) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শেষ তারিখ ও সময় ২০/০১/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।
(খ) Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়ঃ ২৩/০২/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।