বিভিন্ন পরীক্ষার সমাধান

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অডিটর পরীক্ষার সমাধান

CGDF এর অডিটর পদের পরীক্ষার সমাধান

পরীক্ষার নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) । পদের নামঃ অডিটর | সময়: ৬০ মিনিট | পূর্ণমান: ১০০ | পরীক্ষার তারিখ: ০৭.০১.২০২২।

১। নীচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক. ২৬৩

গ. ২৫৩

ঘ. ২৪১

উত্তর: গ

২।  একজন ব্যাটম্যান ২১ টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?

ক. ১৫

খ. ১৬

গ. ১৭

ঘ. ১৮

উত্তর: ক

৩। কোনটি সবচেয়ে ছােট?

ক। ২/১১

খ। ৩/১১

গ। ২/১৩

ঘ। ৪/১৫

উত্তর: গ

৪। √১+√১ এর বর্গ কত?

ক.√২

খ. ৪

গ. √৩

ঘ. ২

উত্তর: খ

৫। যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না।

ক. ১৬%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ২৪%

উত্তর: খ

৬। কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যােগ করলে ৯০ হয়?

ক. ১৬

খ. ১৮

গ. ২০

ঘ. ২৪

উত্তর: খ

৭। কোন সংখ্যা ৪/৭ অংশ ৮০ এর সমান?

ক. ১৪০

খ. ১৬০

গ. ২০

ঘ. ২৪০

উত্তর: ক

৮। ০১ x ২/৫=

ক. .০০৫

খ. .০০৪

গ. .০০৬

ঘ. কোনটিই নয়

উত্তর: খ

৯. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y এবং z এর মানের গড় কত হবে?

ক. ৬

খ. ৯

গ. ১০

ঘ. ১২

উত্তর: গ

১০. এক নটিক্যাল মাইলে কত মিটার?

ক. ১৮৫৩.১৮ মি.

খ. ১৬৫০.২০ মি.

গ. ১৯৫৩.১৮ মি.

ঘ. ১৭৫০.১৮ মি.

উত্তর: ক

১১. ১ কিলােগ্রাম কত পাউন্ডের সমান?

ক. ২

খ. ২.২১

গ. ২.৩২

ঘ. ১.৯৮

উত্তর: খ

১২. a + b = 7, ab = 10 হলে a2+b2 +3ab = কত ।

ক. 29

খ. 49.

গ. 59

ঘ. 69

উত্তর: গ

১৩। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?

ক. ১৮

খ. ২৪

গ. ২৮

ঘ. ৩২

উত্তর: খ

১৪. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?

ক. ১২৮ মি.

খ. ১৪৪ মি.

গ. ৬৪ মি.

ঘ. ৯৬ মি.

উত্তর: ক

১৫. ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া। সংখ্যাটি কত?

ক. ৭

খ. ১৫

গ. ১০

ঘ. ১২

উত্তর: খ

১৬. একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?

ক. ২৫৬

খ. ৩৮৪

গ. ২৫২

ঘ. ২৬৫

উত্তর: খ

১৭. এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেমি?

ক. ০.০৯২৯

খ. ৭.৩২

গ. ৬.৪৫

ঘ. ৬৪.৫০

উত্তর: গ

১৮. ৯০ কোন সংখ্যার ৭৫%?

ক. ১২০

খ. ১২৫

গ. ১৫০

ঘ. ২৭৫

উত্তর: ক

১৯. নিচের কোনটি ০.৪৫ এর সমান?

ক. ০.০৪৫%

খ. ০.৪৫%

গ. ৪.৫%

ঘ. ৪৫%

উত্তর: ঘ

২০. ৫ এর কত শতাংশ ৭ হবে?

ক. ৪০

খ. ১২৫

গ. ৯০

ঘ. ১৪০

উত্তর: ঘ

২১। শুদ্ধ বাক্য কোনটি?

ক. অধ্যায়নই ছাত্রদের তপস্যা

খ. অধ্যয়নই ছাত্রদের তপস্যা

গ. ছাত্রদের অধ্যয়ন তপস্যা

ঘ. ছাত্রগণের অধ্যায়ণই তপস্যা

উত্তর: খ

২২। ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. জল।

খ. কান্না

গ. জ্যোতি

ঘ. নেত্রবারি

উত্তর: ঘ

২৩। ‘আরােহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. নিচে নামা।

খ. ওঠা

গ. অবরােহণ।

ঘ. উপরে ওঠা

উত্তর: গ

২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক. কাবিলের বােন

খ. প্রতিদিন একদিন

গ. আর্তনাদে বিবর্ণ।

ঘ. কোনােটিই নয়

উত্তর: ক

২৫, নিচের কোনটি তৎসম শব্দ?

ক. পাত্র।

খ. চামার

গ. হাত

ঘ. দুধ

উত্তর: ক

২৬. “এ যে আমাদের চেনা লােক”- বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?

ক. বিশেষ্য

খ. বিশেষণ।

গ. সর্বনাম

ঘ. অব্যয়

উত্তর: খ

২৭“যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য?

ক. জটিল বাক্য

খ. সরল বাক্য

গ. যৌগিক বাক্য।

ঘ. মিশ্র বাক্য

উত্তর: গ

২৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক. সংস্কৃত

খ. ইতস্তত

গ. কুলটা

ঘ. সতীশ

উত্তর: গ

২৯। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?

ক. রাজপুত্র

খ. বিয়েপাগল

গ. ছাত্রাবাস

ঘ. মৃগশিশু

উত্তর: ক,গ

৩০.। নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?

ক. একচোখা

খ. দোনলা

গ. সামীপ্য

ঘ. ঊনপাঁজুরে

উত্তর: গ

৩১। “তােমাকেই ঢাকা যেতে হবে”- কোন ধরনের বাচ্য?

ক. কর্তৃবাচ্য

খ. কর্মবাচ্য।

গ. ভাববাচ্য

ঘ. সম্বন্ধ-কর্তা ভাববাচ্য

উত্তর: গ

৩২। ‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ কী?

ক. উহ্ঙ্খ ল

খ. রাগ বাড়ানাে

গ. বেখাপ্পা।

ঘ. পাগলামি

উত্তর: ঘ

৩৩. এক কথায় প্রকাশ কর- “কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে

ক. স্বার্থপর

খ. অকৃতজ্ঞ।

গ. আত্মনিষ্ঠ

ঘ. কোনােটিই নয়

উত্তর: গ

৩৪। “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”-এই বৈষ্ণবপদের রচয়িতা কে?

ক. জ্ঞানদাস

খ. চণ্ডীদাস।

গ. গােবিন্দ দাস

ঘ. দ্বিজ চণ্ডীদাস

উত্তর: ক

৩৫। কোনটি ‘মর্সিয়া সাহিত্য?

ক. মধুমালতী

খ. চন্দ্রাবতী

গ. লায়লী-মজনু

ঘ. জঙ্গনামা

উত্তর: ঘ

৩৬. ‘রামায়ণ’ কে রচনা করেন?

ক. মালিক মুহাম্মদ জায়সী

খ. বাল্মীকি

গ. আলাওল

ঘ. কৃত্তিবাস।

উত্তর: খ

৩৭. তিলােত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র?

ক. কপালকুণ্ডলা

খ. বিষবৃক্ষ।

গ. আনন্দমঠ

ঘ. দুর্গেশনন্দিনী।

উত্তর: ঘ

৩৮. চর্যাপদে কত জন কবির পদ রয়েছে?

ক. ৩৪ জন।

খ. ৩০ জন

গ. ২৫ জন।

ঘ. ২৪ জন

উত্তর: ঘ

৩৯. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

ক. ভারতচন্দ্র রায়

খ. নরহরি চক্রবর্তী

গ. বিজয়গুপ্ত

ঘ. মুকুন্দরাম

উত্তর: ক

৪০. জাপান যাত্রী’ এর রচয়িতা কে?

ক. জসীমউদ্দীন

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. ইব্রাহীম খাঁ

ঘ. আহমদ ছফা

উত্তর: খ

৪১. হামিদুজ্জামান খান কোন ভাষ্কর্যের স্থপতি?

ক. সাবাস বাংলাদেশ

খ. মিশুক

গ. স্টেপস

ঘ. জাতীয় স্মৃতিসৌধ

উত্তর: গ

৪২. মুজিববর্ষের ক্ষনগণনা শুরু হয় কত তারিখে?

ক. ১০/১/২০১৯

খ. ১০/১/২০২০

গ. ১০/১/২০২১

ঘ. ১০/২/২০২০

উত্তর: খ

৪৩. ‘নােয়া ১৮’ কী?

ক. আন্তর্জাতিক টিভি চ্যানেল

খ. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানাে স্যাটেলাইট

গ. বাংলাদেশের তৈরি প্রথম রকেট

ঘ. কোনটিই নয়

উত্তর: ঘ

৪৪. বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে?

ক. ৭০টি দেশে

খ. ৭৫টি দেশে

গ. ৬৮টি দেশে

ঘ. ৫৮টি দেশে

উত্তর: ব্যাখ্যা: সঠিক উত্তর- ৬০টি দেশে।

৪৫. ‘জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি?

ক. শেনজেন।

খ. কার্টাগেনা।

গ. কায়রাে চুক্তি।

ঘ. তাসখন্দ চুক্তি

উত্তর: খ।

৪৬. প্রতিসরণ’ এ উদাহরণ

ক. আকাশ নীল দেখা

খ. আকাশে রংধনু দেখা

গ. পানিতে নৌকার ছায়া দেখা

ঘ. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা

উত্তর: ঘ

৪৭. নবায়নযােগ্য জ্বালানির উৎস নয়

ক. বায়ােগ্যাস

খ. কয়লা

গ. তেল

ঘ. কোনটিই নয়

উত্তর: ক

৪৮. নাইট্রিক এসিড ব্যবহৃত হয়

ক. পাকস্থলীতে খাদ্য হজমে

খ. সােনার গহনা তৈরিতে।

গ. মাইক বাজানাের কাজে

ঘ. আচার সংরক্ষণের কাজে

উত্তর: খ।

৪৯। ‘সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়?

ক. এসকরবিক এসিড ।

খ. ডেটুরিন

গ. ইরােসিক এসিড।

ঘ. লিনােলিক এসিড

উত্তর: গ

৫০। পিসিকালচার-

ক. চিংড়িচাষ বিষয়ক বিদ্যা

খ. মৎস্যচাষ বিষয়ক বিদ্যা

গ. পাখিপালন বিষয়ক বিদ্যা

ঘ. কোনটিই নয়

উত্তর: খ

৫১। ‘সােয়াইন ফ্লু রােগের বাহক

ক. শূকর

খ. বাদুড়

গ. এডিস মশা

ঘ. মুরগি

উত্তর: ক

৫২. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে?

ক. অশােক

খ. শশাঙ্ক।

গ. মগদ

ঘ. ধর্মপাল

উত্তর: খ

৫৩। বাংলার কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?

ক. শামসুদ্দীন ইলিয়াস শাহ

খ. নাসিরুদ্দীন মাহমুদ শাহ।

গ. আলাউদ্দিন হােসেন শাহ

ঘ. গিয়াস উদ্দিন আজম শাহ

উত্তর: গ

৫৪. ঐতিহাসিক ছয়দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

ক. শাসনতান্ত্রিক কাঠামাে

খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

গ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা ।

ঘ. বিচার ব্যবস্থা।

উত্তর: ঘ

৫৫. ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি?

ক. অবকাঠামােগত

খ. প্লাটফর্মভিত্তিক।

গ. সফটওয়ার।

ঘ. উপরের সবগুলাে।

উত্তর: ঘ

৫৬. বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মােট কয়টি হটস্পটে বিভক্ত করা

হয়েছে?

ক. ৫টি

খ. ৬টি।

গ. ৮টি

ঘ. ৭টি

উত্তর: খ।

৫৭। ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি?

ক. ভারত

খ. কুয়েত

গ. ভিয়েতনাম।

ঘ. জাপান

উত্তর: ক

৫৮. কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত?

ক. কৃষিক্ষেত্রে অনিশ্চিয়তা

খ. ভূমিকম্প

গ. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

ঘ. মরুকরণ

উত্তর: গ।

৫৯. ই-গভর্নেন্স এর উদ্দেশ্য

ক. সুশাসন নিশ্চিত করা

খ. জবাবদিহীতা নিশ্চিত করা।

গ. প্রশাসনকে গতিশীল করা

ঘ. সব কয়টি

উত্তর: ঘ

৬০. ‘কসমিক ইয়ার’

ক. মহাশুন্য থেকে আগত রশ্মির সময়কাল

খ. ছায়াপথের নিজ অক্ষে বিবর্তনকাল

গ. ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

ঘ. কোনটিই নয়।

উত্তর:

৬১। Which is the feminine form of’ Captain’?

ক.Coward

খ Knight

গ.Czarina

ঘ. None of them

উত্তর: ঘ

৬২। “All spoke in his favour” – here `all’ is

ক.pronoun

খ.noun

গ.adverb

ঘ.none of them

উত্তর:ক

৬৩. A doctor who treats eye diseases

ক.curator

খ.optician

গ ophthalmologist

ঘ.polyglot

উত্তর:গ

৬৪. Fill in the gap with the correct form of verb: “the police….. informed yesterday.”

ক. is

খ. are

গ. was

ঘ. were

উত্তর: ঘ

৬৫. Who is the author of “A Farewell to Arms”.

ক. T.S Eliot

খ John Milton

গ. Plato

ঘ Ernest Hemingway

উত্তর: ঘ

৬৬. A speech full of too many words is

ক। A big speech

খ.Maiden speech

গ.An unimportantspeech

ঘ.A verbose speech

উত্তর: ঘ

৬৭. What is the meaning of ‘ soft soap”?

ক। flattery for self-motives

খ. To speak ill of others

গ. To speak high of others

ঘ.to recognize others good deeds

উত্তর: ক

৬৮. Which one of the following words dissimilar to other three?

ক.Leukemia

খ. Cataract

গ.Diphtheria

ঘ.Leukocyte

উত্তর: ঘ

৬৯. Which one of the four below is most unlike the other three?

ক.steady

খ ephemeral

গ.temporary

ঘ. short-lived

উত্তর: ক

৭০. Water is to Oxygen as salt to

ক. Iron

খ sodium

গ.calcium

ঘ. protein

উত্তর:

৭১। ‘Hold water’ means

ক.keep water

খ.drink water

গ.bear examination

ঘ. store water

উত্তর: গ

৭২. Trace the odd pair in the following

ক.Hospital and patient

খ.teacher and student

গ.nest and bird

ঘ. prison and culprit

উত্তর: খ

৭৩। What is the synonym of ‘jovial

ক.A jolly

খ.Gay

গ.Jealous

ঘ. Happy

উত্তর: খ

৭৪. What is the synonym of ’emancipate’

ক.set free

খ.take back

গ.make worse

ঘ. enable

উত্তর: ক

৭৫. “What are you so angry——?” the word in the gap is

ক.about

গ.with

ঘ. for

উত্তর: ক

৭৬. “ There are — dangerous drivers.” the word in the gap is

ক.a very lot of

খ.very many of

গ.very much of

ঘ. a lot of

উত্তর: ঘ

৭৭। The phrase ‘Achilles Heel’ means

ক.a strong point

খ. a weak point

গ.a permanent solution

ঘ.a serious idea

উত্তর: খ

৭৮. “ Credit TK 50 — my account.” the word in the gap is

ক.in

খ.with

গ.against

ঘ। to

উত্তর: ঘ।

79. An ordinance is

ক. a book

খ an arms factory

গ. a rule

ঘ. a law

উত্তর: ঘ

৮০. Syntax means-

ক.manner of speech

খ sentence building

গ. supplementary tax

ঘ.synchronizing act

উত্তর: খ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)