সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সুযোগ-সুবিধা
সৎ এবং সুন্দর পরিবেশে জীবন যাপন এবং দেশের হয়ে কাজ করার জন্য অন্য যেকোন চাকরির চেয়ে নি:সন্দেহে সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর পদের চাকরি আকর্ষণীয়।
সুযোগ-সুবিধা: বাংলাদেশে অবস্থানকালে অন্যান্য রাজস্বখাতের সরকারি চাকুরীতে যে সকল সুযোগ সুবিধা সবাই পায়, সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর পদের চাকরিতে আপনি তাই পাবেন।মূল বেতন ও বোনাসের পাশাপাশি গ্রেড অনুযায়ী বরাদ্দকৃত সরকারি বাসা, পদায়নকৃত দেশে চিকিৎসা খরচ, সন্তানের শিক্ষা খরচ ভাতা, মন্ত্রণালয়-মিশন-মন্ত্রণালয় বদলি হলে/দায়িত্ব পালনের সময় আপনি ও আপনার পরিবার (নিজ, স্বামী/স্ত্রী ও দুই সন্তান) বিধি মোতাবেক পোষাক ভাতা (প্রথম পোস্টিং এর ক্ষেত্রে), বিমান ভাড়া, মালামাল পরিবহণ ভাতা সহ টিএ ডিএ পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ-সুবিধা: পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির একটি বিশেষ প্রাপ্তি মিশন সুবিধা। মন্ত্রণালয়ে অবস্থানের দুই বছরের মধ্যে দেশের বাইরে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮১ টি মিশনের (বাংলাদেশের দূতাবাস) যেকোন একটিতে পোস্টিং অর্ডার পেতে পারেন। মিশনে অবস্থানের সময়কাল সাধারণত ৫/৬ বছর। মিশন শেষে আপনাকে আবার মন্ত্রণালয়ে বদলি করা হবে। আবার ১-২ বছরের মধ্যে অন্য একটি মিশনে বদলি করা হবে। এভাবে চাকুরীর মোট বয়স ৩০ বছর হলে ৪-৫ টি মিশনে কাজ করার সুযোগ পেতে পারেন। মিশনে আপনি আপনার স্ত্রী/স্বামী ও সন্তানদের সাথে নিয়ে যেতে পারবেন। মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নিজ খরচে বাবা, মা ও গৃহ পরিচারিকাও নিয়ে যাওয়ার অনুমতি পেতে পারেন
ব্যাখ্যা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হইবেন। তবে ব্যক্তিগত কর্মকর্তা, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হইবে।
One Comment