বিসিএস

৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ – পদ সংখ্যা ৩১৪০ টি

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

পদ সংখ্যাঃ ৩১৪০ টি।
ক) সাধারণ ক্যাডার: ৪৮৯ টা।
খ) বিসিএস সাধারণ শিক্ষা: ৪২৯ টা
গ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডার: ২০৭৪

৪৬তম বিসিএস এর পদসংখ্যা  গত ১০ বিসিএস এর মধ্যে সবচেয়ে বেশি । ৩১৪০ টি পদের মধ্যে সবচেয়ে বেশি পদ সংখ্যা স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন নেওয়া হবে ১,৬৮২ জন, আর সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৯২০ জনকে নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪ জনকে, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

আবেদনের বয়সসীমাঃ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: ০২,১১,২০০২ থেকে ০২,১১,১৯৯৩ এর মধ্যে)। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০২ থেকে ০২.১১.১৯৯১ এর মধ্যে। বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ও বি.সি.এস. (কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২,১১,২০০২ থেকে ০২.১১.১৯৯১ এর মধ্যে)।

আবেদনের নিয়ম: প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফিঃ যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে sms করে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিতে পারবেন। একই বিধিমালার বিধি ৯(৪) (খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা জমা দিবেন।

আবেদনের শুরু তারিখঃ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.১২.২০২৩ তারিখ, সকাল ১০.০০ মিনিট।

আবেদনের শেষ তারিখঃ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.১২.২০২৩ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিসিএস প্রিলিমিনারি টেস্টের সিলেবাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)