চাকরির খবর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহ অস্থায়ী
ভিত্তিতে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

০১| উপগ্রন্থাগারিক
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য
বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির বা সমমানের Cumulative Grade Point Average (CGPA)সহ স্নাতকোত্তর ডিগ্রি
অথবা অন্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের Cumulative Grade Point Average (CGPA) এ স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের Cumulative Grade Point Average (CGPA) স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা stavalcata Cumulative Grade Point Average (CGPA)সহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনঃ ২২০০০-৫৩০৬০

০২| ফিল্ড অফিসার
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণির বা সমমানের Cumulative Grade Point Average (CGPA) স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের Cumulative Grade Point Average (CGPA) স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের Cumulative Grade Point Average (CGPA)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অনুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের Cumulative Grade Point Average (CGPA)সহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনঃ ২২০০০-৫৩০৬০

বয়সঃ ০১.০৩.২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযােদ্ধা বা শহীদ মুক্তিযােদ্ধাগণের পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

নলাইনে আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীগণ http://nbc.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরুপঃ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩ এপ্রিল ২০২২.খ্রি. সকাল ১০.০০টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৩ মে ২০২২ খ্রি. বিকাল ৫.০০টা।

পরীক্ষার ফিঃ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যেকোনাে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ দুই)টি SMS করে ০১-০২ পর্যন্ত ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৪/- টাকাসহ মােট ২২৪/-(দুইশত চব্বিশ) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।

বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)