পরীক্ষার খবর

রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার এর কাজ ও পরীক্ষা পদ্বতি

বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে ২৮০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ  করছে।আসুন জেনে নিই এই পদের পরীক্ষা পদ্বতি

তপশিল-১ এর ক্রমিক নং- ২২৩, ২৫১, ২৯০, ৩৫৭, ৩৭৮, ৪৪৪, ৪৪৫, ৫১৩, ৫১৪, ৫৮১ এবং ৬৩২ দ্রষ্টব্য)।

এ্যাসিসটেন্ট কেমিস্ট, ল্যাবরেটরি এ্যাসিসটেন্ট, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২, ওয়ার্ক মিস্ত্রী, মেইনটেইনার সিগন্যাল (এমএস), টেলিকম মেইনটেইনার (টিসিএম) গ্রেড-২ আমিন এবং রেকর্ড কিপার পদে সরাসরি নিয়ােগের জন্য পরীক্ষার বিষয়, নম্বর ও সময়:

পরীক্ষার নাম: লিখিত পরীক্ষা

পরীক্ষার বিষয় এবং পরীক্ষার নম্বরঃ

১। বাংলা =১৫
২। ইংরেজী =১৫
৩। গণিত =১৫
৪। সাধারণ জ্ঞান =১০
৫।বিজ্ঞান (পদার্থ, রসায়ন) =১৫
মােট= ৭০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
মৌখিক পরীক্ষা =৩০
সর্বমােট= ১০০ নম্বরের পরীক্ষা হবে।

সর্বনিম্ন পাশ নম্বর= ৫০%

সময়=৯০ মিনিট

রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার

বাংলাদেশ রেলওয়ের রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার এর কাজ কি : সহকারী লোকোমোটিভ মাস্টার মূলত একজন রেলের ড্রাইভার বা চালক। এই পদের মূল কাজ হল ট্রেন পরিচালনা করা এবং ট্রেন কে  এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। তবে এই পদে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আপনাকে সরাসরি ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। আপনাদের কে একটি ট্রেনিং সেন্টারে পাঠাবে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি , হালিশহর ,চট্রগ্রাম এই একাডেমি তে সহকারী লোকোমোটিভ মাস্টারদের কে আগে প্রযাপ্ত পরিমান ট্রেনিং দেওয়া হবে। এখান থেকে ট্রেনিং শেষ করার পর প্রথমে মাল বাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এরপর যাত্রীবাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সহকারী লোকোমোটিভ মাস্টারদের কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)