বিভিন্ন পরীক্ষার সমাধান

মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পরীক্ষার সমাধান

পরীক্ষার নাম: টিবি-এল ও এএসপি কর্মসূচী (স্বাস্থ্য অধিদপ্তর) নিয়োগ পরীক্ষা-২০২২ । তারিখ: ০৮/০১/২০২২ ।
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।সময় : ৬০ মিনিট। পূর্ণমান : ৮০ |টেকনিক্যাল প্রশ্ন ছাড়া সমাধান দেয়া হয়েছে।

১. ‘অক্ষির সমীপে’এর সংক্ষেপ রূপ হল
ক. সমক্ষ
খ. পরােক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
উত্তর: ক
২. ‘সমাস’ ভাষাকে –
ক. বিস্তৃত করে
খ. সংক্ষেপ করে
গ. অর্থবােধক করে
ঘ. ভাষা রূপ ক্ষুন্ন করে
উত্তর: খ
৩.দিন দিন = প্রতিদিন কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. দ্বন্দ্ব।
গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
৪.‘সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিস্ময়
খ. নির্ভয়
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়
উত্তর: ঘ।
৫. ‘নবােঢ়া’ এর সন্ধি বিচ্ছেদ করুন:
ক. নব + ঊঢ়া
খ. নব + উর।
গ. নব + উরা
ঘ. নবাে + উড়া
উত্তর: ক
৬. ‘কৌশলে কর্যোদ্ধার’ কোনটির অর্থ?
ক. গাছে তুলে মই কাড়া
খ. এক ক্ষুরে মাথা মােড়ানাে
গ. ধরি মাছ না ছুঁই পানি।
ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তর: গ |
৭. কর্মে যার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক. ক্লান্তহীন।
খ. অক্লান্ত।
গ. অক্লান্তকর্মী।
ঘ. অবিশ্রাম
উত্তর: গ |
৮. ‘শেষের কবিতা’র রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী আনােয়ার হােসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ
৯.‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
ক. ইতি + আদি
খ. ইতি + ঈ
গ. ইতি + আদী
ঘ. ইতী + আদী
উত্তর: ক |
১০. ‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. আমি, সে ও তুমি
খ. আমি, তুমি ও সে
গ. সে, তুমি ও আমি
ঘ. তুমি, সে ও আমি
উত্তর: খ |
১১. Which one is correct sentence?
ক. Time and tide waits for none
খ. Time and tide wait for none
গ. Time and tide do not wait for anyone
ঘ. Time and tide does not wait for anyone
উত্তর: খ
১২. “লতিফ আমার চেয়ে তিন বছরের বড়” এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
ক. Latif is three years older than me
খ. Latif is senior to me by three years
গ. Latif is senior than me by three years
ঘ. Latif is more aged than me by three years
উত্তর: খ
১৩. He is university student. Which article is appropriate?
ক. a.
খ. an
গ. the
ঘ. none of them
উত্তর: ক
১৪. Which one is correct spelling?
ক. psychology
খ. psichology
গ. phechology
ঘ. phychalogy
উত্তর: ক
১৫. “He is poor but honest”. Here “but” is….
ক. conjunction
খ. preposition
গ. adverb
ঘ. interjection
উত্তর: ক
১৫. Fill up the blank in the sentence: “Everyone should respect
teachers”.
ক. his
খ. one’s
গ. own
ঘ. their
উত্তর: ক
১৬. Antonym of the word “Console” is…
ক. pretend sympathy
খ. betray
গ. aggravate grief
ঘ. vilify
উত্তর: গ
১৭. “Valiant” mean
ক. craven
খ. Fearful
গ. dauntless
ঘ. oscillate
উত্তর: গ
১৮.”Popular”এর Verb কোনটি?
ক. Popular
খ. populary
গ. popularize
ঘ. popularity
উত্তর: গ
১৯. “সততা সর্বোকৃষ্ট পন্থা” নিচের কোনটির অনুবাদ?
ক. Honesty is the best virtue
খ. Honesty is the best way
গ. Honesty is the well way
ঘ. Honesty is the best policy
উত্তর: ঘ।
২১. বঙ্গবন্ধু কত সালে ৬ দফা আন্দোলন শুরু করেন।
ক. ১৯৬২
খ. ১৯৬৯
গ. ১৯৫৪
ঘ. ১৯৬৬
উত্তর: ঘ |
২২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়।
ক. বঙ্গজননী
খ. বঙ্গমাতা
গ. বঙ্গজায়া।
ঘ. বঙ্গমায়া
উত্তর: খ |
২৩.কম্পিউটারকে আক্রমন করে যে ভাইরাস, সেটা কি?
ক. ডিএনএ ভাইরাস
খ. আরএনএ ভাইরাস
গ. মেটা ভাইরাস
ঘ. কোনটি নয় ।
উত্তর: ঘ
২৪.“আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারী ” গানটির রচয়িতা কে?
ক. আলতাফ মাহমুদ |
খ. আব্দুল রফিক চৌধুরী |
গ. আব্দুল গাফেফর চৌধুরী
ঘ. আব্দুল লতিফ
উত্তর: গ |
২৫.কোনটি করােনা ভাইরাসে ভ্যারিয়েন্ট নয়?
ক. জিটা
খ. অমিক্রন
গ. মিউ
ঘ. ডেল্টা
উত্তর: গ | ২
৬. বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলা?
ক. বগুড়া
খ. সিলেট
গ. রংপুর
ঘ. দিনাজপুর
উত্তর: ঘ।
২৭. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
ক. ফুটবল
খ. ক্রিকেট
গ. সাতার
ঘ. কাবাডী।
উত্তর: ঘ
২৮.। | অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থের রচয়িতা কে?
ক. তাজউদ্দিন আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. জাহানারা ইমাম।
ঘ. বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
উত্তর: ঘ |
২৯.হন্ডুরাস কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. ইউরােপ
গ. উত্তর আমেরিকা।
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তর: গ
৩০. বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
ক. তামিম ইকবাল।
খ. মুশফিকুর রহিম।
গ. সাকিব আল হাসান।
ঘ. মমিনুল হক।
উত্তর: ঘ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)