চাকরিচাকরির খবর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি – পদ ৩০৩ টি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।  বিভিন্ন ক্যাটাগরির ৩০৩ টি অসমারিক পদে জনবল নিয়ােগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

১। পদের নামঃ ইমাম/আরটি (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ফাজিল পাশ।

২। পদের নামঃ অফিস সহকারী (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৯ টি
শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি/ সমমান পাস।

৩। পদের নামঃ মিডওয়াইফ (মহিলা)
পদ সংখ্যাঃ ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

৪। পদের নামঃ সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৯ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

৫। পদের নামঃ গ্রীজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

৬। পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩ (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৯ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার/ ইলেক্ট্রনিক্স ডিপ্লোমা পাস।-

৭। পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪
পদ সংখ্যাঃ ২৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/ সমমান পাস।

৮। পদের নামঃ সহকারী কিউরেটর (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/ সমমান পাস।

৯। পদের নামঃ ড্রাফটসম্যান (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১০। পদের নামঃ বয়লার অপারেটর (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।
বেতনঃ ১০২০০-২৪৬৮০/-

১১। পদের নামঃ এসি মেকানিক
পদ সংখ্যাঃ ০৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১২। পদের নামঃ সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৩। পদের নামঃ সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৪। পদের নামঃ সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৫। পদের নামঃ ইলেক্ট্রিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৬। পদের নামঃ কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৭। পদের নামঃ ক্যাটালগার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৮। পদের নামঃ ইলেক্ট্রো মেডিক্যাল টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

১৯। পদের নামঃ যানবাহন চালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

২০। পদের নামঃ যানবাহন চালক (ল্যান্স নায়েক সমমান) (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

২১। পদের নামঃযানবাহন চালক (সিপাহী সমমান) (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

২২। পদের নামঃ জলযান মেকানিক/ ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

২৩। পদের নামঃ সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাস।

২৪। পদের নামঃ ইউএসএম (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

২৫। পদের নামঃ ওয়েল্ডার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

২৬। পদের নামঃ টেইলর (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

২৭। পদের নামঃ পেইন্টার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

২৮। পদের নামঃ কার্পেন্টার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

২৯। পদের নামঃ প্লাম্বার
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩০। পদের নামঃ ফিটার গ্যাস (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩১। পদের নামঃ বুটমেকার (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩২। পদের নামঃ অফিস সহায়ক (এম এল এস এস) (পুরুষ)
পদ সংখ্যাঃ ০৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩৩। পদের নামঃ ওয়ার্ড বয় (পুরুষ)
পদ সংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩৪। পদের নামঃ বাবুটি (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩৫। পদের নামঃ মালা (পুরুষ)
পদ সংখ্যাঃ ১০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

৩৬। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/ সমমান পাস

শারীরিক যোগ্যতাঃ
উচ্চতাঃ
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার (৫’-6″)।
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার (৪’-৮”)।

বুকের মাপঃ
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮ ৮৬.৩৬ সেঃ মিঃ (৩২”-৩৪”)।
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২০ ৮১.২৮ সেঃ মিঃ (৩০”-৩২”)।
(৩) উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেঃ মিঃ (২” কমপক্ষে)

ওজনঃ
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কোড তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

দৃষ্টিশক্তিঃ
৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

আবেদনের বয়সসীমাঃ  ৩১-৩-২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার বয়সসীমা ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র নং ০৫.০০.০০০০.০১১.০১.০-১৪৯ তারিখ ২২-৯-২০২২ অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স ২৫-৩-২০২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মোবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, HSC & SSC Board Code, Home District Code, Upazila Name, Freedom Fighter Code ব্যবহার করে আবেদনপত্র পূরণ করবেন।

বিজিবি নিয়োগ ২০২৩

আবেদনের সময়সীমাঃ 
আগামী ২৮ নভেম্বর ২০২২ তারিখ ১০০০ ঘটিকা হতে ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিট্রেশন সম্পন্ন করবেন ?

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)