বিভিন্ন পরীক্ষার সমাধান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরীক্ষার সমাধান

পরীক্ষার নাম: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)। পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। সময় : ৩০ মিনিট । পূর্ণমান : ৫০ । পরীক্ষার তারিখ: ০৫-০৩-২০২২। বি:দ্র: টেকনিক্যাল প্রশ্ন ব্যতিত সমাধান দেয়া হয়েছে।

১.‘চর্যাপদ’ হলাে মূলত
ক. গানের সংকলন।
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন।
ঘ. কোনােটাই নয়
উত্তরঃ ক

২.‘বইপড়া’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ।
ঘ. অব্যয়ীভাব
উত্তর: গ
৩. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
ক. ১১ জ্যৈষ্ঠ
খ. ২২ শ্রাবণ
গ. ১২ ভাদ্র।
ঘ. ২৫ বৈশাখ
উত্তর: ক

৪. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- কে বলেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রামকৃষ্ণ পরমহংস।
ঘ. বিবেকানন্দ।
উত্তরঃ ক
৫. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর।
গ. শামসুর রাহমান
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার।
উত্তরঃ ক
৬. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুর কবরস্থানে।
খ. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তরঃ ঘ |
৭.“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- ছড়াটি কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র
খ. সুফিয়া কামাল।
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ |
৮. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. মুমর্ষ
খ. মূমুর্ষ
গ. মুমূর্ষ ঘ. মুমুর্ষ
উত্তর: গ
৯. অপাদান কারক কোনটি?
ক. বনে বাঘ আছে
খ. ট্রেন স্টেশন ছেড়েছে
গ. গৃহহীনে গৃহ দাও
ঘ. জিজ্ঞাসিব জনে জনে
উত্তরঃ খ |
১০. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
ক. চিলেকোঠার সিপাই
খ. আগুনের পরশমণি।
গ. 4poca haverom
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: খ
11. The antonym of the word ‘meek’ is
a. lazy
b.strong
c. fierce
d. weak
Ans. c
12. What is the plural of the word ‘index’?
a. indices
b.Indexes
c. index
d. indexs
Ans. b
13. The poor much in winter.
a. suffer
b.Suffers
c. suffering
d. suffered
Ans. a
14. Complete the sentence: If I were you, I_take the money.
a. shall
b. will
c. would
d. may
Ans. c
15. The term ‘lingua franca’ is related to
a. business
b.Paintings
c. language
d.literature
Ans. C
16. Please look_the word in the dictionary.
a. up
b. into
c. to
d. for
Ans. a
17. What kind of noun is ‘Dhaka’?
a. Proper
b. Common
c. Collective
d. Material
Ans. a
18. Two and Two_four.
a. makes
b. made
c. make
d. are
Ans. a
19. Adverb of ‘strengthen’ is
a. strong
b. stronger
c. strongly
d. strength
Ans. c
20. I wanted the poster –
a. hang
b. to be hanged
c. to be hunged
d. to be hung
Ans. d
২১. যদি প্রারম্ভিক মজুদ, সম্মানী মজুদ এবং বিক্রীত গণ্যের খরচ যথাক্রমে ৬০০ টাকা এবং ৪০০০ টাক হয় তাহলে বিক্রয় যােগ্য পণ্যের খরচ কত?
ক. ৩০০০ টাকা
খ. ৩৮০০ টাকা
গ. ৪৮০০ টাকা
ঘ. ১৪০০ টাকা
২২. একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, ১০/৩০ শর্তে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে যার মধ্যে
২,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট পণ্যের মূল্য বাট্টাকালীন পরিশােধ করা হয় বাট্টার পরিমাণ কত?
ক. ১৪২ টাকা
খ. ১০০ টাকা
গ. ১৪০ টাকা
ঘ. ১৩০ টাকা
উত্তর:
২৩. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ৭০,০০০ টাকা, কারখানার উপরি খরচ ৮০,০০০ টাকা এবং বিক্রয় ও প্রশাসনিক উপরি খরচ প্রত্যেক্ষ মজুরির ৩০%, বিক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত?
ক. ৪২%
খ. ২০%।
গ. ৩০% |
ঘ. ২৫%
উত্তর:
২৪.। এপ্রিলের ১২ তারিখে স্বীকৃত ৬০ দিনের একটি নােটের মেয়াদ পূর্তি হবে জুনেরঃ
ক. ১০ তারিখ
খ. ১১ তারিখ।
গ. ১৪ তারিখ
ঘ. ১২ তারিখ
উত্তর:
২৫.. ক ও খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যতে ২০% মুনাফার অংশীদারিত্বে কারাবারে যােগদান করে। ক, খ, ও গ এর নতুন মুনাফার অনুপাত কত? ক. ৩ : ২ : ১
খ. ১: ১: ১ গ. ২ : ২: ১
ঘ. ১: ২: ২ ২৬.

২৬.কোনটি উৎপাদন ব্যয়?
ক. অফিসের বিদুৎ খরচ
খ. বিজ্ঞাপন খরচ
গ. কারখানার হিসাব রক্ষকের বেতন
ঘ. আয়কর
২৭.দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়
ক. ১৯৯৪ সালে
খ. ১৭৯৪ সালে।
উত্তর:
২৮. দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়
ক. A = L + C -D + R।
খ. A + L = C + D + R
গ. A – E + = L + C – D + R
ঘ. A = L + OE
২৯.কার্যপত্র কত প্রকার?
ক. ৪ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ২ প্রকার
উত্তর:
৩০.আইনের ভিত্তিতে নিরীক্ষা কত প্রকার?
ক. ৫ প্রকার
খ. ২ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৩ প্রকার
৩১.কোনটি বৃহত্তম সংখ্যা?
ক. ১/৭
খ. ২/৭
গ. ৩/৭
ঘ. ১/৮
উত্তর: গ
৩২.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
ক. ১২৮ মিটার
খ. ১৪৪ মিটার
ঘ. ৯৬ মিটার
উত্তর: ক |
৩৩. ৫ বছর আগে ‘ক’ ও ‘খ’ এর গড় বয়স ছিল ১০ বছর। বর্তমানে ‘ক’ ‘খ’ ও ‘গ’ এর গড় বয়স ১৫ বছর। ২ বছর পরে ‘গ’ এর বয়স কত হবে?
ক. ১৫ বছর
খ. ১৭ বছর
গ. ২০ বছর
ঘ. ২২ বছর
উত্তর: খ |
৩৪. একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলাে। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক. ৫০০ টাকা
খ. ৫১২ টাকা
গ. ৫২০ টাকা
ঘ. ৫২৫ টাকা
উত্তর: ক
৩৫. যদি a + b = 5 এবং a b = V3 তবে a + b = কত?
ক. 4
খ. 42
গ. 6
ঘ. 4V8
উত্তর: ক
৩৬. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যােগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২০
উত্তর: খ
৩৭. ৫৬.৭% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন?
ক. ০.৫৬৭
খ. ০.০০৫৬৭
গ. ৫.৬৭
ঘ. ৫৬.৭
উত্তর: ক
৩৮. ৩:৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যর সমষ্টি ৫৬ হলে, সংখ্যা দুটির অন্তর কত?
ক. ১৫
খ. ৮
গ. ৪১
ঘ. ১৪
উত্তর: ঘ
৩৯. (০.৩ X ৩০)/১০ = কত ?
ক. ০.০৯
খ. ০.৯
গ. ০.০০৯
ঘ. ৯.০
উত্তর: খ
৪০. ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?
ক. ৫/৪
খ. ৫/৮
গ. ৫/১২
উত্তর: গ
৪১.ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
ক. ইটালি
খ. তিব্বত
গ. মরক্কো
ঘ. গ্রিস
উত্তর: গ
৪২.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
ক. উপগ্রহের নাম।
খ. নৌজাহাজের নাম।
গ. মহাকাশ যানের
ঘ. যুদ্ধ জাহাজের।
| উত্তরঃ ক
৪৩. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. বিল অব রাইটস।
খ.ম্যাগনাকার্টা
গ. পিটিশন অব রাইটস
ঘ.মুখ্য আইন
উত্তর: খ
৪৪. ‘নারিকা-১’ কী?
ক. ধান
খ. আদা
গ. জাহাজ
ঘ.নভাে খেয়াযান
উত্তরঃ ক |
৪৫. ‘আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর
ক. ৮ ফেব্রুয়ারি
খ. ৮ মার্চ।
গ. ৮ এপ্রিল
ঘ. ৮ আগস্ট
উত্তর: খ
৪৬. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে
ক. অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিন্ড
খ. সিনােভ্যাক্সে করােনাভ্যাক
গ. ফাইজারের বায়ােএনটেক
ঘ. জনসন এন্ড জনসন-জনসেন
উত্তর: ক
৪৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঈশ্বরদী, পাবনা
খ. ভেড়ামারা, কুষ্টিয়া
গ.• কেরানীগঞ্জ, ঢাকা
ঘ. কাপ্তাই, রাঙ্গামাটি
উত্তরঃ ক
৪৮.নিচের কোন দেশটি দক্ষিণ গােলার্ধে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া।
খ. ইন্দোনেশিয়া
গ. ইরাক।
ঘ. সৌদি আরব
উত্তর: ক
৪৯.ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি?
ক. বাইডেন।
খ. ম্লাদিমির পুতিন
গ. স্লাদিমির জোলেনাস্কি |
ঘ. জন মরিসন
উত্তর: গ
৫০. কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি,সকলেই পবিত্র স্থান মনে করে? ক. মক্কা
খ. জেদ্দা
গ. জেরুজালেম
ঘ. মদীনা
উত্তর: গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)