বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ।
১। পদের নামঃ জিডি (পি) ।
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
২। পদের নামঃ ইঞ্জিনিয়ারিং।
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
৩। পদের নামঃ লজিস্টিক/এটিসি / এডিডাব্লিউসি।
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
৪। পদের নামঃ ফিন্যান্স।
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
৫। পদের নামঃ এমওডিসি (এয়ার)।
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
বেতনঃ প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য
বয়সঃ ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে) বয়সের ক্ষেত্রে (এফিডেভিট ) গ্রহণযােগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা।
বেতনঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০/=৳ প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আর্কষনীয় বেতন ও ভাতাদি।
সকল শাখার জন্যঃ শারীরিক যােগ্যতা (ন্যুনতম) (পুরুষ)
ক। উচ্চতা : কমপক্ষে ৬৪ ইঞ্চি।
খ। ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
গ। বুকের মাপ : ৩২ ইঞ্চি।
প্রসারণঃ ন্যূনতম ২ ইঞ্চি।
ঘ। চোখঃ দু চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)- ৬/৬, এটিসি ও এডিডব্লিউসি- ৬/১২ পর্যন্ত এবং লজিস্টিক ও ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত। সকল শাখার জন্য Color Perception Standard 1।
শারীরিক যােগ্যতা (ন্যুনতম) (পুরুষ)
ক। উচ্চতা : জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি। অনান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।
খ। ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
গ। বুকের মাপ : .২৮ ইঞ্চি।
প্রসারণঃ ন্যূনতম ২ ইঞ্চি।
ঘ। চোখঃ দু চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)- ৬/৬, এটিসি ও এডিডব্লিউসি- ৬/১২ পর্যন্ত এবং লজিস্টিক ও ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত। সকল শাখার জন্য Color Perception Standard 1।
পরীক্ষার পদ্ধতিঃ
- ১। প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র ফিন্যান্স শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা
- ২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা
- ৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা
- ৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)
- ৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
- ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
পরীক্ষার তারিখঃ
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ https://joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিঃ ১০০০/- টাকা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০১ মে ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।