চাকরিচাকরির খবর

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩বি ডিইও ব্যাচে যোগ দিন।

১। পদের নামঃ ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা – পুরুষ।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

২। পদের নামঃ সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

৩। পদের নামঃ শিক্ষা শাখা = পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিমর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
(১) বাংলা (২) ইংরেজি (3) পদার্থ (৪) গণিত (৫) রসায়ন (৬) মনােবিজ্ঞান (৭) আইন । আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভােকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়) (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

৪। পদের নামঃ শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। (১) সিভিল ইঞ্জুিনিয়ারিং (2) আর্কিটেকচার।

বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

সকল শাখার জন্যঃ শারীরিক মান (ন্যুনতম)
পুরুষঃ
ক। উচ্চতা : ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
খ। ওজন : ৫০ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”)
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”)

মহিলাঃ
ক। ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
খ। ৪৭ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”)
:সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”)

(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ http://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ  জন্য ৭০০/- টাকা (অফেরৎযােগ্য)  জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ  Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০ জানুয়ারি ২০২৩।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)