তথ্যপ্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে প্রশ্ন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। এটি ১২ মে বাংলাদেশি টাইম রাত ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হলঃ

১.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) বহনকারী রকেটের নাম
উওরঃ ফ্যালকন-৯।
২. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) এর মেয়াদকাল
উওরঃ ১৫ বছর।
৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) নিজস্ব কক্ষপথে পৌঁছে
উওরঃ ২১ মে ২০১৮।
৪.মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) এর অবস্থান
উওরঃ ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশে।
৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) এর ট্রান্সপন্ডার রয়েছে
উওরঃ ৪০টি।
৬.বাংলাদেশ ব্যবহার করবে
উওরঃ ২০টি ট্রান্সপন্ডার।
৭.বাংলাদেশ ভাড়া নিতে পারবে
উওরঃ ২০টি ট্রান্সপন্ডার।
৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) বাংলাদেশ বুঝে পায়
উওরঃ ৯ নভেম্বর ২০১৮।
৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়
উওরঃ ১ অক্টোবর ২০১৯।
১০. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) মূল অবকাঠামো তৈরী করে
উওরঃ ফ্রান্সের মহাকাশ সংস্থা ‘থ্যালেস অ্যালেনিয়া স্পেস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)