চাকরির খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৩ সনের ৪৭ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে শিক্ষক নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে।

১. পদের নামঃ সহযােগী অধ্যাপক
পদের সংখ্যাঃ ইংরেজি-০১
বিভাগঃ ইংরেজি
বেতনঃ ৫০,০০০-৭১,২০০/ গ্রেড ৪
বয়সঃ নেই ।

২. পদের নামঃ সহকারী অধ্যাপক
পদের সংখ্যাঃ ওশানােগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি-০১ জন
বিভাগঃ
বেতনঃ ৩৫,৫০০-৬৭,০১০/ গ্রেড ৬
বয়সঃ নেই ।

৩. পদের নামঃ প্রভাষক
পদের সংখ্যাঃ গণিত -০১ জন
বিভাগঃ গণিত
বেতনঃ ২২০০০-৫৩০৬০/ গ্রেড ৯
বয়সঃ অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর।

৪. পদের নামঃ প্রভাষক
পদের সংখ্যাঃ মেরিটাইম ল’ এন্ড পলিসি-০১ জন
বিভাগঃ
বেতনঃ ২২০০০-৫৩০৬০/ গ্রেড ৯
বয়সঃ অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর ।

৫. পদের নামঃ প্রভাষক
পদের সংখ্যাঃ বাংলা-০১ জন
বিভাগঃ বাংলা
বেতনঃ ২২০০০-৫৩০৬০/ গ্রেড ৯
বয়সঃঅনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর ।

৬. পদের নামঃ প্রভাষক
পদের সংখ্যাঃ নেভাল আর্কিটেকচার এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং-০৩ জন
বিভাগঃ
বেতনঃ ২২০০০-৫৩০৬০/ গ্রেড ৯
বয়সঃ অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর ।

আবেদনের শর্তাদিঃ

১। শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদনের শর্তাবলি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
(www.bsmrimu.edu.bd) দেখুন।

২। সংশ্লিষ্ট বিষয়ে যােগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব:) কর্মকর্তাগণও আবেদন করিতে পারিবেন।

৩। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ০৫ জুন ২০১২।

৪। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম (৫নং মােহরা ওয়ার্ডের হামিদচর এলাকার মৌজা চর রাঙ্গামাটিয়া ও বাকলিয়া, থানাঃ বন্দর, জেলাঃ চট্টগ্রাম)-এ নির্মাণাধীন। তবে ২০২৩ সাল হইতে চট্টগ্রামে অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তরিত হইবে।

৫। উপরােল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পাইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)