বিষয় ভিত্তিক প্রশ্নসাম্প্রতিক MCQ

কোভিট-১৯ নিয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর

বিগত ২ বছরের বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় এবং বিসিএসে আসা সবগুলাে কোভিট-১৯ সম্পর্কিত প্রশ্নোত্তর  দেখে নিনঃ

১. কোভিট-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কেম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? [৪৩তম বিসিএস)।
ক. বেক্সিমকো
খ. স্কয়ার
গ. ইনসেপ্টা
ঘ. একমি
উত্তর: গ
২. কোনটি করােনা ভাইরাস ভ্যারিয়েন্ট নয়? (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)-২২)
ক. জিটা
খ. অমিক্রন
গ. মিউ
ঘ. ডেন্টা
উত্তর: গ
৩. জাতিসংঘের কোন সংস্থা করােনা ভাইরাসকে Pandemic ঘােষনা করেন? (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অফিস সহায়ক)-২১/ কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)
ক. ECOSOC
খ. FAO
গ. WHO
ঘ. HRC
উত্তর: গ
৪. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার স্টোর কিপার)-২১/ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-সহকারী সচিব সহকারী পরিচালক (প্রশাসন)-২১/ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১)
ক. ২০ ডিসেম্বর, ২০১৯
খ. ১৮ ফেব্রুয়ারি, ২০২০
গ. ৮ মার্চ, ২০২০
ঘ. ০১ এপ্রিল, ২০২০
উত্তর: গ
৫. কোভিড-১৯ এ কোয়ারেন্টাইন সময়কাল কত দিন? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১]।
ক. ১৬
খ. ১৫
গ. ১৪
ঘ. ১৭
উত্তরঃ গ
৬. What is the name of the latest variant of COVID-19? (বাংলাদেশ ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ)-২১)
A. Gamma
B. Beta
C. Omicron
D. Delta
Ans. C
৭. Omicron, the new variant of COVID-19 is originated from (পল্লী বিদ্যুতায়ন বাের্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১)।
a. China
b. UK
c. America
d. South Africa
Ans. d
৮. The formula of antiviral COVID19 oral medicine, ‘Molnupiravir’ will be shared with the developing countries by Bio Therapeutics and- (সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১)
A. Merck
B. AstraZeneca
C. Moderna
D. Pfizer
Ans: A
৯. করােনাে ভাইরাস টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কি- (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১/ বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১ )
ক. নিরাময়।
খ. স্বাস্থ্যসুখ
গ. কোভিডবিডি
ঘ. সুরক্ষা
উত্তর: ঘ
১০. বাংলাদেশের করােনা ভাইরাস এর প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়। (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান সহকারী)-২১)।
ক. ২৮ মার্চ ২০২১
খ. ১৮ মার্চ ২০২১
গ. ১৮ মার্চ ২০২০
ঘ. ২৮ মার্চ ২০২০
উত্তর: গ
১১. বাংলাদেশের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়? (সিনিয়র স্টাফ নার্স নিয়ােগ পরীক্ষা-২০২১/ বিটিআরসি উপ-সহকারী পরিচালক (কারিগরি) পদে নিয়ােগ পরীক্ষা-২০২১
ক. ২৫/০১/২০২১
খ. ২৭/০১/২০২১
গ. ২১/০১/২০২১
ঘ. ২২/০১/২০২১
উত্তর: খ
১২. বাংলাদেশে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- (BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১ )।
ক. অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা – কোভিশিন্ড
খ. সিনােভ্যাক্সের করােনাভ্যাক।
গ. ফাইজারের বায়ােএনটেক
ঘ. জনসন এন্ড জনসন-জনসেন।
উত্তরঃ ক
১৩.বাংলাদেশে কোভিট-১৯ ভ্যাকসিন প্রথম গ্রহন করে কে? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)
ক. রােমেনা কোস্টা
খ. সিস্টার জেবা।
গ. সিস্টার পারিজাত
ঘ. রুনাে ভেরােনিকা কোস্টা ।
উত্তর: ঘ
১৪. বাংলাদেশের কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান সহকার)-২১)।
ক. ১২-১৭ বছর
খ. ১১-১৬ বছর
গ. ১২-১৮ বছর |
ঘ. ১১-১৮ বছর
উত্তর: ক
১৫. করােনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনােভ্যাক বায়ােটেক’ কোন দেশের প্রতিষ্ঠান? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) এস্টিমেটর সাব – এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) – ২০২০)।
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর: ঘ ব্যাখ্যা: সিনােভাক বায়ােটেক হলাে চীনদেশ ভিত্তিক করােনা ভ্যাক্সিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। করােনার ভ্যাকসিন উৎপাদনকারী কয়েকটি – প্রতিষ্ঠান ও দেশের নাম হলাে
১৬. Covid-19 রােগের জন্য কোন ভাইরাস দায়ী? (রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. SARS CoV-1
খ. SARS-CoV-2
গ. MAS-CoV-2
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১৭. করােনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ-২০২১/ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান ,রেডিও টেকনিশিয়ান , ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়ােগ পরীক্ষা-২০২০] ক. উহান
খ. উনবেন
গ. কেনিয়া
ঘ. হুবেই
উত্তর: ঘ
১৮. কোন ভেরিয়েন্ট বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করােনা আক্রান্ত হয়েছে? (খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১)
ক. B. ১.১.৭
খ. B, ১ ৩৫১.
গ. B. ১, ৬১৭,২।
ঘ. B, ১,১, ৫২৯
উত্তর: গ
১৯. করােনা ভাইরাস প্রতিরােধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১] ক. চীন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. সৌদি আরব।
উত্তর: খ
২০. Covid-19 এ পৃথিবীতে এ যাবৎ আনুমানিক কত লােক মারা গিয়েছে? (এনএসআই (কম্পিউটার অপারেটর)-২১)
ক. ১ মিলিয়ন
খ. ২ মিলিয়ন
গ. ২.৫ মিলিয়ন
ঘ. ৪.৯ মিলিয়ন
উত্তর: ঘ
২১.কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার করা হয়? (ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ-ইউনিট)-২০
ক. অলেম টুরেসি
খ. সারাহ গিলবার্ট
গ. হ্যামিলটন বিনেট
ঘ. আদর পূনেওয়ালা
উত্তর: খ
২২. কোভিট-১৯ এর অক্সফোর্ড অ্যাস্ট্রজেনিক টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? (এনএসআই (ওয়াচার কনস্টেবল ফিল্ড স্টাফ)-২১)।
ক. ইংল্যান্ড
খ. ভারত
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ক
২৩. কোভিট-১৯ এর ৩ ডােজের টিকা ‘আবদালা’-র আবিষ্কারক দেশ হলাে (ঢাকা বিশ্ববিদ্যালয় (খইউনিট)-২০-২১)
ক. স্পেন
খ. কিউবা
গ. রাশিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ খ
২৪. করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে? (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমােশন অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১)।
ক. চীন
খ. রাশিয়া
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. ইসরায়েল।
উত্তর: খ
২৫. According to Pfizer pharmaceutical company, its Covid-19 vaccine has efficacy rate of-[Dhaka Bank (Probassionary Officer) – 2021] ক. 95%
খ. 91.5%
গ. 80%
ঘ. 85%
উত্তর: ক
২৬. Covid-19 এ পৃথিবীতে এ যাবৎ আনুমানিক কত লােক মারা গিয়েছে? (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১
ক. ১ মিলিয়ন।
খ. ২ মিলিয়ন।
গ. ২.৫ মিলিয়ন
ঘ. ৩.৩ মিলিয়ন
উত্তর: ঘ
২৭. বাংলাদেশের প্রথম করােনা রােগী সনাক্ত হয় কোন তারিখে? (পায়রা বন্দর কর্তৃপক্ষের অধীনেবিভিন্ন পদে নিয়ােগ পরীক্ষা-২০২০)
ক. ৭ মার্চ ২০২০
খ. ১১ মার্চ ২০২০
গ. ১০ মার্চ ২০২০
ঘ. ৮ মার্চ ২০২০
উত্তর: ঘ।
২৮. ভারতের কোন রাজ্য করােনা নিয়ন্ত্রণে সফল? (পায়রা বন্দর কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন পদে নিয়ােগ পরীক্ষা২০২০)
ক. Moharastra
খ. Bihar
গ. Tamilnadu
ঘ. Kerala
উত্তরঃ ঘ
২৯. করােনা ভাইরাসকে কী নামে আন্তর্জাতিক ভাবে আখ্যায়িত করা হয়েছে? (পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়ােগ পরীক্ষা-২০২০] ক. Covid-19
খ. Nobel
গ. Corona 19
ঘ. Novel 19
উত্তর: ক
৩০. করােনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে? (আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়ােগ পরীক্ষা-২০২০)
ক. ইতালী
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. জাপান।
উত্তর: গ
৩১. করােনাভাইরাসে আক্রান্ত প্রথম রােগী কোথায় শনাক্ত হয়? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্য অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)।
উত্তর: উহানে
৩২. কোন রােগের ক্ষেত্রে প্রথম কোয়ারইন্টাইন প্রথা চালু হয়? (পায়রা বন্দর কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন পদে নিয়ােগ পরীক্ষা-২০২০)
ক. Plague
খ. Spanish Flue
গ. Small Pox
ঘ. Cholera
উত্তর: ক
৩৩. What is the name of the Russian developed CORONA vaccine? (এনআরবিসি ব্যাংকে প্রবেশনারী অফিসার ২০২১)।
ক. COVAX
খ. GAVI
গ. Pfizer
ঘ. Sputnik
উত্তর: ঘ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)