বিভিন্ন পরীক্ষার সমাধান

কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্টি অপারেটর পরীক্ষার সমাধান

পরীক্ষার নাম: কর্মসংস্থান ব্যাংক । পদের নাম : ডাটা এন্টি অপারেটর । সময় : ৩০ মিনিট । পূর্ণমান : ৪৫ । পরীক্ষার তারিখ: ০১.০৪.২০২২ ।

১. বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল’ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৩
খ. ১৯২৪
গ. ১৯২৫
ঘ. ১৯২৭
উত্তর: ক |

২.মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কোন ধরনের কাব্য?
ক. মহাকাব্য
খ. সনেট
গ. পত্রকাব্য
ঘ. গীতিকাব্য
উত্তর: গ |

৩.‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পৃথী
খ. নীর
গ. ক্ষিতি
ঘ. অবনি
উত্তর: খ |

৪. ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
ক. রূপকথা
খ. ছােটগল্প
গ. গ্রাম্যগীতিকা |
ঘ. উপকথা
উত্তর: ক |

৫. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১২
খ. ১০
গ.৯
ঘ. ১১
উত্তর: ঘ। |

৬.‘বনফুল’ কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. বলাইচাঁদ মুখােপাধ্যায়
গ. যতীন্দ্রমােহন বাগচী
ঘ. মােহিতলাল মজুমদার
উত্তর: খ

৭.কোনটি শুদ্ধ বানান?
ক. দন্দ
খ.বিরোদ্ধ
গ. দ্বন্দ্ব
ঘ. দন্ধ
উত্তর: গ।

৮. জসীমউদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী
খ. সােজন বাদিয়ার ঘাট
গ. নক্সী কাঁথার মাঠ।
ঘ. বালুচর
উত্তর: ক |

৯. ‘তুমি এতক্ষণ কী করেছ’ – এই বাক্যে কী’ কোন পদ?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তর: গ
১০. সূর্য এর প্রতিশব্দ কি?
ক.আগুন
খ. শশাংঙ্ক।
গ.সান
ঘ. আদিত্য
উত্তর: ঘ

১১. “আমার কোন কলম নাই” বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি?
ক. I have no pen to write.
খ. I have no writing pen.
গ. I have no pen for writing
ঘ. I have no pen to write with.
উত্তর: ঘ

১২. What is the meaning of “ad hoc”?
ক. Special Purpose
খ. Forever
গ. In the Meantime
ঘ. According to the Value.
উত্তর: ক

১৩.. Choose the correct spelling from the given options:
ক. Transeint
খ. Transient
গ. Trancient
ঘ. Transent
উত্তর: খ

১৪.AIDS is not a disease that can be … through the air or by Insects.
ক. circulated
খ. transferred
গ. transmitted
ঘ. disseminated
উত্তর: গ

১৫. Which is correct?
ক. Each student of the class took part in the picnic.
খ. Each student of the class had taken part in the picnic.
গ. Every student of the class was taken part in the picnic.
ঘ. Every student of the class took part in the picnic.
উত্তর: ক

১৬. The negative form of the sentence Neela is taller than Bushra is
ক. Bushra is shorter than Neela
খ. Bushra is not so tall as Neela
গ. Bushra is not taller than Neela
ঘ. Neela is not shorter than Bushra
উত্তর: খ।

১৭. The Passive form of the sentence ‘Who has written Hamlet?’ is
ক. Hamlet has written by whom?
খ. By whom Hamlet is being Written?
গ. Who has Hamlet been written by?
ঘ. By whom Hamlet is written?
উত্তর: গ

১৮. Official misconduct means
ক. Malefactor
খ. malfeasance
গ. maltreatment
ঘ. maladministration
উত্তর: খ

১৯. we reached the exam hall than the door closed.
ক. No sooner had
খ. As sooner as
St. As soon as
ঘ. No sooner
উত্তর: ক

২০. The plural of “Spectrum” is
ক. Spectra
খ. Spikes
গ. Spectrums
ঘ. species
উত্তর: ক।

২১. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
ক. ২৪ বছর
খ. ২৭ বছর।
গ. ৪৪ বছর
ঘ. ৪৫ বছর
উত্তর: গ

২২. ১ জন ছাত্র পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
ক. ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪০
উত্তর: ঘ।

২৩.১ টি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয় পণ্যটির ক্রয়মূল্য কত?
ক. ৩০০
খ. ৪০০
গ. ৫০০
ঘ. ৬০০
উত্তর: ঘ।

২৪. তিনটি সংখ্যার গড় ১৬। ১টি সংখ্যা ১৫ ও অপর সংখ্যা ৮ হলে তৃতীয় সংখ্যাটি কত? ক. ১৫
খ. ২৫
গ. ৩৫
ঘ. ৪০
উত্তর: খ

২৫. ১ টি বৃত্তের ব্যাস ২ সে.মি: হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
ক.
উত্তর: ক ।

২৬. x = 3+2 হলে x2+1/x2, এর মান কত?
ক. 10
খ. 12
গ. 8।
ঘ. 14
উত্তর: ক

২৭. ২টি সংখ্যার যােগফল ৫০, বিয়ােগফল ৬। বড় সংখ্যাটি কত?
ক. ১৮
খ. ২৮
গ. ৩৮
ঘ. ৪৮
উত্তর: খ

২৮.গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫: ৯ : ৪। ০৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলােমিটার হলে গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত?
ক. ৮২
খ. ৭২
গ. ৬৭
ঘ. ৮৪
উত্তর: ঘ |

২৯. টাকায় ৩টি লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক. ৫০%
খ. ৩০%।
গ. ৩৩%।
ঘ. ৩১%
উত্তর: ক ।

৩০. ৪৩ হতে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক. ৫
খ. ৩
গ. ৭.
ঘ. ৪
উত্তর: খ।

৩১. ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয়
ক. ভাইরাস ধ্বংসের জন্য
খ. খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
গ. ডিস্কের ফাইল গুলােকে পুনর্বিন্যস্ত করতে
ঘ. ডিস্ক ফরমেট করতে
উত্তর: গ |

৩২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য প্রদানের প্রযুক্তিকে বলা হয়।
ক. ইন্টারকম
খ. ইন্টানেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তর: খ

৩৩. Excel Workbook is a collection of
ক. Chart
খ. Worksheet
গ. Word Book
ঘ. None of these
উত্তর: ঘ |

৩৪. World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক. Server
খ. Web
গ. Browser
ঘ. E-mail
উত্তর: গ |

৩৫. The printed output from a computer is called
ক. Copy
খ. Soft copy
গ. Hard Copy
ঘ. Paper
উত্তর: গ

৩৬.নিচের কোনটি বাংলা টাইপ ও কম্পােজ সফটওয়্যার?
ক. হিরাে।
খ. বিজয়।
গ. রাখি
ঘ. আনন্দ
উত্তর: খ |

৩৭. NLP is a type of language Processing, Where ‘N’ stands for
ক. Natural
খ. Neutral
গ. Normal
ঘ. None
উত্তর: ক

৩৮. The step by steps instructions that solve a problem are called
ক. An algorithm
খ. A list
গ. A plan
ঘ. None of the above
উত্তর: ক |
৩৯. MICR stands for
ক. Magnetic Ink Cases Reader
খ. Magnetic Ink Character Reader
গ. Magnetic Ink
ঘ. None of these
উত্তর: খ |
৪০. Which is equivalent of > GB?
ক. 10°B
খ. 10°B
গ. 10° B
ঘ. 10 B
উত্তর: ঘ |

৪১. কম্পিউটারে ব্যবহৃত দুটি অংক
ক. ১ ও ২
খ. ১ ও ৩।
গ. ০ ও ১
ঘ. ০ ও ২
উত্তর: গ |

৪২. Windows media player is an example of – |
ক. Operating System
খ. Application Software
গ. System Software
ঘ. Browser
উত্তর: খ |

৪৩. সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. কানাডা
ঘ. জার্মানি
উত্তর: ক

৪৪. কম্পিউটারে ইন্টারনেট সংযােগের জন্য কীসের প্রয়ােজন?
ক. পেন ড্রাইভ
খ. ডিভিডি রম ড্রাইভ
গ. মডেম।
ঘ. কোনটিই নয় ।
উত্তর: গ

৪৫.পামটপ কী?
ক. ছােট কুকুর
খ. পর্বতারােহণ সামগ্রী
গ. বাদ্য যন্ত্র
ঘ. ছােট কম্পিউটার
উত্তর: ঘ |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)