নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
Nuclear Power Plant Company Bangladesh Limited (NPCBL)
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর স্বত্তাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ ২০৯ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
১.পদের নাম :মিনিবাস চালক
পদের সংখ্যা :০৪
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ. সরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং মাঝারী গাড়ী চালনার লাইসেন্স প্রাপ্তির পর মিনিবাস চালনায় ১ (এক) বছরের অভিজ্ঞতা।
বেতন :১৭,৭০৫-২৪,০০০/-গ্রেড : ১৫
২.পদের নাম :জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল)
পদের সংখ্যা : ৯৯
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) মেশিন টুলস্ অপারেশন এন্ড মেইনটেন্যান্স/ মেকানিক্যাল টেকনােলজি বা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের শিক্ষা।
বেতন :১৭,০৪৫-. ২১,৬০০/-গ্রেড : ১৬
৩.পদের নাম :জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (ফিজিক্স/কেমিস্ট্রি)
পদের সংখ্যা :১০
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমান ৰা ফিজিক্স/ কেমিস্ট্রি/ কেমিক্যাল টেকনােলজি বিষয়ে সমমানের শিক্ষা।
বেতন :১৭,০৪৫/- ২১,৬০০/-গ্রেড : ১৬
৪.পদের নাম :জুনিয়র টেকনিশিয়ান (পাল্প)
পদের সংখ্যা : ১৬
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) (প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং বা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) ৰা সমমানের শিক্ষা
বেতন :১৭,০৪৫/- ২১,৬০০/-গ্রেড : ১৬
৫.পদের নাম :টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
পদের সংখ্যা : ২৬
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (ভােকেশনাল/বিজ্ঞান) বা সমমানের শিক্ষা এবং যে-কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ (পাচ) বছরের অভিজ্ঞতা ।
বেতন :১৬,৫৫০- ২০,৪০০/-গ্রেড : ১৭
৬.পদের নাম :জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
পদের সংখ্যা : ৫০
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (ভােকেশনাল) বা মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের শিক্ষা
বেতন :১৬,২২০-১৮,৬০০/-গ্রেড : ১৮
৭.পদের নাম : হেলপার (মিনিবাস/বাস)
পদের সংখ্যা : ০৪
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃসরকার অনুমােদিত যে-কোনাে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং মিনিবাস/বাস চালনায় হেলপার হিসেবে ১ (এক) বছরের অভিজ্ঞতা
বেতন :১৫,৫৫০- ১৬,৮০০/-গ্রেড : ২০
বয়সঃ ২০.১০.২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা : ক্রমিক নং ১ এর ক্ষেত্রে ৩৫ (পঁয়ত্রিশ) বছর এবং অন্যান্য সকল পদের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) বছর (তবে মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান-সন্ততিদের জন্য ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীকে http://rpcbl.teletalk.com.bd ঠিকানায় “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযােগ্য ৫০০/- (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: ২৮.০৯-২০২২ তারিখ থেকে ২০.১০.২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন