চাকরির খবরবাংলাদেশ নৌবাহিনী নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪ -এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচে যোগ দিন।

১। পদের নামঃ শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও মহিলা ।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

২। পদের নামঃ শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

৩। পদের নামঃ শিক্ষা শাখা (মেডিকেল) – পুরুষ।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) প্রাপ্ত হতে হবে। খ। চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

সকল শাখার জন্যঃ শারীরিক মান (ন্যুনতম)
পুরুষঃ
ক। উচ্চতা : ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
খ। ওজন : ৫০ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”)
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”)

মহিলাঃ
ক। ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
খ। ৪৭ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”)
:সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”)

(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে

আবেদনের বয়সসীমাঃ বয়সঃ ০১ জুলাই ২০২৪ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ http://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ  জন্য ৭০০/- টাকা (অফেরৎযােগ্য)  জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ  Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৪ অক্টোবর হতে ২০২৩ হতে ১০ জানুয়ারি ২০২৪ প্রযন্ত।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)