চাকরিচাকরির খবর

মেট্রোরেল (DMTCL) নিয়োগ বিজ্ঞপ্তি – পদ সংখ্যা ২০২ টি

শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mass Transit Company Limited (DMTCL) মেট্রোরেল  “টিকেট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট” পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১. পদের নামঃ টিকেট মেশিন অপারেটর
পদ সংখ্যাঃ ১৩৯ টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতনঃ (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/-

২. পদের নামঃ কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট
পদ সংখ্যাঃ ৬৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতনঃ (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/-

আবেদনের বয়সসীমাঃ প্রার্থীদের ০১ আগস্ট ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

আবেদনের নিয়মাবলীঃ প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা Dhaka Mass Transit Company Limited (DMTCL) – এর website: www.dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে।

আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে:

(ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।
(খ) জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি।
(গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি।
(ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসিট এর ছায়ালিপি। এবং
(ঙ) প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি।
(চ)প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯” x ৪” আকারের খামের উপরে লিখে বা টাইপ করে এতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।

পরীক্ষার ফিঃ পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে প্রার্থীদের ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ আবেদনপত্র আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা- ১০০০-এর বরাবরে পৌঁছাতে হবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন ফরম (ওয়ার্ড) 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)