বিশেষ আয়োজনব্যাংক নিয়োগ

ব্যাংক নিয়ােগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন

বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রয়াত্ত ব্যাংকের নিয়ােগ প্রক্রিয়া সাধারণত তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ধাপগুলি হলাে – প্রিলিমিনারি (MCQ), লিখিত ও ভাইভা।

নম্বর বন্টন:

ক) প্রিলিমিনারি (MCQ) -১০০
খ) লিখিত – ২০০
গ) ভাইভা (মৌখিক) – ২৫

প্রিলিমিনারি পরীক্ষা (MCQ):

Related Articles

বিষয়ভিত্তিক সিলেবাস (প্রিলিমিনারি)

  • ব্যাকরণ: ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন, শব্দ, দ্বিরুক্ত শব্দ, সন্ধি, সমাস, প্রকৃতি-প্রত্যয়, কারক বিভক্তি, বচন, পদ ও পদ প্রকরণ, বাক্য প্রকরণ, ছন্দ ও অলঙ্কার, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বানান ও বাক্য শুদ্ধিকরণ।
  • সাহিত্য: বিসিএস ও ব্যাংকের প্রিভিয়াস প্রশ্নাবলী

English:

Grammar: Voice, Tense, Conditional Sentence, Right form of verb, Narration, Tag Question, Parts of speech, Clause, Connectors
Vocabulary Based: Synonym, Antonym, Analogy, One word substitutions, Spelling, Phrase and Idioms, Appropriate preposition, Sentence Completion (GRE Word Based) .
Literature: Previous question of BCS & Bank

Mathematics & Analytical Ability:

  • Number system, Problems on number
  • H.C.F & L.C.M
  • Decimal Fraction, Square Roots, Simplification
  • Average, Problems on Ages
  • Ratio and Proportion
  • Partnership
  • Profit-Loss
  • Percentage
  • Simple & compound Interest
  • Pipe Cistern
  • Time & Work
  • Time & Spirit
  • Problems on Train
  • Boat & Streams
  • Mixture
  • Unitary Method
  • Inequality
  • Permutation & Combination, Probability
  • Triangle, Quadrilateral, Circle
  • Volume & surface area
  • Trigonometry
  • Mensuration

সাধারণ জ্ঞান:

বাংলাদেশ বিষয়াবলি:
১৯৫২ ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মহান স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, সংবিধান, জাতীয় অর্জন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক ও বীমা, বাজেট, সমীক্ষা, শেয়ার বাজার, বিনিয়ােগ, আমদানি, রপ্তানি, অর্থ ও বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প ও খনিজ সম্পদ, সরকারের মেগা প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যক্তিত্ব, গ্রন্থ ও লেখক, পদক-পুরস্কার, খেলাধুলা এবং সাম্প্রতিক তথ্যবলী।

আন্তর্জাতিক বিষয়াবলি: সভ্যতা ও আবিষ্কার, আন্তর্জাতিক রাজনীতি, ভূ-রাজনীতি, দেশ পরিচিতি, জাতিসংঘ, SDGs, UNDP, UNFPA, FAO, UNICEF, WFP, WTO, UNHCR, UNCTAD, WHO, UNESCO, IMO, EU, IMF, World Bank, BRICS, AIIB, NDB, BIMSTEC, BCIM, G-7,G-20, OPEC, APEC, BENELUX, ADB, D-8, OIC, NAM, Commonwealth, Interpol, শেয়ার মার্কেট সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ভুগােল, পদক পুরস্কার, মুদ্রা, রাজধানী, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, ভৌগােলিক উপনাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, খেলাধুলা এবং সাম্প্রতিক বিষয়াবলি।

কম্পিউটার ও আইসিটি: Computer Generations, Classification of Computers, Hardware (Device, Memory, CPU, Processor, BUS), Software (Operating System, Programming Language), Data Communication, Network, Internet, E-mail, Ecommerce, Cloud Computing, Tech Giant Company, Social Network, Cyber Security, MS Word, MS Excel, MS Power Point, Computer Network, Operating System, Different tools used in online Banking sector.

নােট: এই সিলেবাসটি কোনাে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নয়। ব্যাংকিং ক্যারিয়ারে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তাদের পরামর্শের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)