নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বেতন কবে?
যোগদানের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো অর্থ নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের । শুধু বেতন না এই সময়ে এই নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বৈশাখী ভাতা ও ঈদ ভাতাও পায়নি। জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসতে যাচ্ছে আগামী রোববার। ৯ এপ্রিলের এই বৈঠকে ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ঈদের আগে শিক্ষকদের বেতন প্রদানের সম্ভাবনা কম। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চেষ্টা করছে ঈদের আগেই এই ভাতা প্রদানের। তিনি বলেন, কবে ঈদের আগে বেতন ভাতা না পেলেও সমস্যা নেই। এই অর্থ ভবিষ্যতে তারা পেয়ে যাবেন।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (অর্থ বিভাগ) মিজানুুল হক বলেন, আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক আছে সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চেষ্টা করছি ঈদের আগেই বেতন-ভাতা প্রদানের।