বিভিন্ন পরীক্ষার সমাধান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরীক্ষার সমাধান

পদের নাম: ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) । সময়: ৯০ মিনিট । তারিখ: ১১.০২.২০২২। পূর্ণমান: ৭০ ।

১. অর্থসহ বাক্য রচনা করুন:
ক. ভিজে বিড়াল।
উ. ভিজে বিড়াল (কপটচারী): তােমার মতাে ভিজে বিড়াল
আমি দ্বিতীয়টি দেখিনি, সামান্য কটি টাকার জন্য ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলে।
খ. ননীর পুতুল
উ. ননীর পুতুল (শ্রমবিমুখ): এই সামান্য পরিশ্রম তােমার সহ্য হয় না, এমন ননীর পুতুল হলে চলবে কী করে?
গ, ভেক ধরা
উ. ভেক ধরা (ছদ্মবেশ ধারণ): চতুর আসামী ধরার জন্য। অনেক সময় পুলিশকে ভেক ধরতে হয়। ঘ. অংকুশ তাড়না
উ, অংকুশ তাড়না (অন্তর্গত আঘাত): শুধু শারীরিক আঘাতটাই দেখলে, অংকুশ তাড়নায় আমি ভীষণভাবে মর্মাহত তা। বুঝলে না।
ঙ. চক্ষুদান করা
উ. চক্ষুদান করা (চুরি করা); চক্ষুদান করার অপরাধে ছেলেটি দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত হলাে।
২. ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
ক. অজ্ঞান।
উ. ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান (নঞ বহুব্রীহি সমাস)।
খ. নীলপদ্ম
উ. নীল যে পদ্ম = নীলপদ্ম (কর্মধারয় সমাস)।
গ, টক-মিষ্টি।
উ. টক ও মিষ্টি = টক-মিষ্টি (দ্বন্দ্ব সমাস)। যা টক তাই মিষ্টি = টক-মিষ্টি (কর্মধারয় সমাস)।
ঘ. কবিগুরু
উ. কবিদের গুরু = কবিগুরু (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
ঙ. উপজেলা
উ. জেলার সদৃশ = উপজেলা (অব্যয়ীভাব সমাস)।
৩, এক কথায় প্রকাশ করুন:
ক, ঐতিহাসিক কালের পূর্ববর্তী
উ. প্রাগৈতিহাসিক
পৃ খ. সবার অজ্ঞাতে লুকানাে ধন
উ. গুপ্তধন।
গ. মনুষ্য জাতির কল্যাণ
উ. লােকহিত
ঘ. তীর নিক্ষেপে ওস্তাদ
উ. তীরন্দাজ
ঙ. কর দিতে হয় না যে জমির
উ. নিষ্কর
৪. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক, গাড়ি স্টেশন ছাড়ল
উ. অপাদানে শূন্য।
খ. হৃদয় আমার নাচেরে আজিকে |
উ. অধিকরণে ২য়া।
গ. তিনি ব্যাকরণে পণ্ডিত
উ. অধিকরণে ৭মী।
ঘ, মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন
উ. করণ কারকে ৩য়া বিভক্তি।
ঙ. জিজ্ঞাসিবে জনে জনে।
উ, কর্মকারকে ৭মী বিভক্তি।
৫. Translate into English
বাংলাদেশ এখন এক স্বাধীন দেশ। বিগত পঁচিশ বছর তাকে প্রচুর দুঃখ ভােগ করতে হয়েছে। এখন তার দুঃখের দিন শেষ হল এবং সে বিরাট অগ্রগতির এক নতুন যুগে পদার্পন করেছে। সােনার বাংলা আবার সুখ, সম্পদ ও
প্রাচুর্যে ভরে উঠবে।
Ans. Bangladesh is now an independent country,
She has suffered a lot in the last 25 years. Now the days of misery are over and she has entered a new era of progress. Golden Bengal will again be filled with happiness, wealth and affluence.
৬. Use of right form of verbs:
ক. Many a boy (to be) present in class.
উ. is
খ. I (finish) reading the book before he comes.
উ. will have finished
গ. (Child) like sweets.
উ. Children
ঘ. I (live) here since 1980.
উ. have been living
ঙ. The boy fell down while he (run).
উ. was running.
৭. Fill in the blanks with appropriate preposition:
ক. I write …… a pen.
উ. with
খ. The boy fell …… the tree.
উ, off
গ. He died ….. over eating.
উ, from
ঘ. Several rivers are tributary …… the Ganges.
উ. of
ঙ. I derived much pleasure … his company.
উ, from
৮. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
উ. = ৬০ মিটার
৯.উৎপাদকে বিশ্লেষণ করুন: a২-b২+ 4bc-4c২
= (a + b – 2c) (a – b + 2c) Ans.
১০. সরল করুন: 2x/a-b -x/b-a
উ.3x/a-b
১১. সংক্ষেপে উত্তর দিন:
ক. ‘বসেইতাে আছ, লেখ তােমার জীবন কাহিনী’- এ কথাটি বঙ্গবন্ধুকে কে বলেছিলেন?
উ.বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব।
খ. ১৯৪৮ সালের কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালিত হয়?
উ. ১১ মার্চ
গ. কারাগারের রােজনামচায় ‘আব্বার বাড়ি বলতে কী বুঝানাে হয়েছে?
উ. কারাগার।
ঘ. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে?
উ. ড. শিরীন শারমিন চৌধুরী।
ঙ. সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কি বলে?
উ. বেসরকারি বিল।
চ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
উ. কৃত্রিম বুদ্ধিমত্তা
ছ, google.com এর প্রতিষ্ঠাতা কে?
উ, ল্যারি পেইজ ও সের্গেই বিন।
জ, পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
উ. মাধ্যাকর্ষণ বলের জন্য।
ঝ, তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উ, লাউড স্পিকার।
ঞ. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ. সিসমােগ্রাফ।
ট, রাডারে যে তাড়িত চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
উ, মাইক্রোওয়েভ।
ঠ, NWD এর পূর্ণরূপ কী?
উ. Nation Wide Dialing.
ড. ক্লোরাে ফ্লোরাে কার্বনের সবচেয়ে ক্ষতিকারক দিক কী?
উ. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়।
ঢ.উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উ. সত্যজিত রায়।
ণ. White Gold কী?
উ. চিংড়ি মাছ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) পদের প্রশ্ন টি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)