বিভিন্ন পরীক্ষার সমাধান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পরীক্ষার সমাধান

পরীক্ষার নাম- উচ্চমান সহকারী | সময় : ১ঘণ্টা | পূর্ণমান : ৭০ | পরীক্ষার তারিখ:২২-১০-২০২১

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে?

ক. শঙ্খ।

খ. কর্ণফুলী

গ. হালদা

ঘ. বাকখালী

উত্তর: খ

২. কারাগারের রােজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?

ক. শেখ রেহানা

খ. অধ্যাপক আনিসুজ্জামান

গ. শেখ হাসিনা

ঘ. তােফায়েল আহমেদ

উত্তর: গ

৩.আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফ্রেব্রুয়ারি, গানের সুরকার কে?

ক. আব্দুল লতিফ

খ. আলতাফ মামুন

গ. সুধীন দাস

ঘ. আলতাফ মাহমুদ

উত্তর: ঘ

৪.SBN- এর সঠিক পূর্ণরূপ কোনটি?

ক. International Standard Bank Number

খ. International Standard Book Number

গ. Intermediate Standard Book Number

ঘ. Initial Standard Bandwidth Number

উত্তর: খ

৫.এশিয়া ও ইউরােপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি?

ক. কারাকোরাম

খ. পিরিনিজ

গ. অ্যাটলাস্

ঘ. ইউরাল

উত্তর: ঘ

৬.সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযােগ স্থাপন করা হয়েছে

ক. সন্দ্বীপ

খ. হাভিয়া

গ. ভাসানচর

ঘ. মনপুরা

উত্তর: ক

৭.অ্যান্টোনিও গুইতেরেস, জাতিসংঘের কততম মহাসচিব?

ক. ৮ম

খ. ১০ম

গ.১০

ঘ. ১১শ।

উত্তর: গ

৮. GUI- এর পূর্ণরূপ কী

ক. Graphical User Instrument

খ. Graphical Unified Interface

গ. Graphical User Interface

ঘ. Graphical United Instrument

উত্তর: গ

৯.২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ শিরােপা জিতেছে?

ক. পাকিস্তান

খ. বাংলাদেশ

গ. ভারত।

ঘ. শ্রীলংকা

উত্তর: খ

১০.নীচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়?

ক. কেমব্রিজ

খ. অক্সফোর্ড

গ. আল-আজহার ।

ঘ. নালন্দা

উত্তর: ঘ

১১. ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?

ক. ফার্সি

খ. উর্দু

গ. আরবি

ঘ. সংস্কৃতি

উত্তর: গ

১২. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

ক. আটলান্টিক ও ভারত মহাসাগর

খ. প্রশান্ত ও ভারত মহাসাগর

গ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

ঘ. প্রশান্ত ও উত্তর মহাসাগর

উত্তর: গ

১৩. হুন্ডুরাসের রাজধানীর নাম কী?

ক. লাপাজ

খ. তেগুচী গালপা

গ. লীমা

ঘ. কারাকাস

উত্তর: খ

১৪. পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি

ক. নীলনদ

খ. মিসিসিপি

গ. আমাজান।

ঘ. যমুনা

উত্তর: গ

১৫. ‘সাবাশ বাংলাদেশের ভাস্কর্যটির স্থপতি কে?

ক. হামিদুজ্জামান

খ. মৃণাল হক।

গ. শামিম শিকদার

ঘ. নিতুন কুন্ডু

উত্তর: ঘ।

১৬. You had better the offer.

ক. than

খ. welcomed

গ. accept

ঘ. Accepted

উত্তর: গ

১৭.“He is writing a letter” Make it passive.

ক. A letter is written by him

খ. A letter was written by him

গ. A letter was being written by him

ঘ. A letter is being written by him

উত্তর: ঘ

১৮.. We need to buy some new.

ক. furnishers

খ. furniture

গ. furnisher

furnitures

উত্তর: খ

১৯. We need as- people as possible.

ক. many

খ. Much

গ. Most

ঘ. enough

উত্তর: ক

২০. Juthy will discuss the issue with Mizan-phone.

ক. in

খ. over

গ. by

ঘ. on

উত্তর: গ

২১.Which sentence is appropriate?

ক. I felt his pulse

খ . I found his pulse

গ. I examined his pulse

ঘ. I saw his pulse

উত্তর: ক

২২.The phrase ‘De Jure’ means.

ক. Successful

খ. By law

গ. Illegal

ঘ. Compromising

উত্তর: খ

২৩. The phrase ‘End in smoke’ means.

ক. Come to nothing

খ. Catch fire

গ. Destruct

ঘ. Stop smoking

উত্তর: ক

২৪.What is the meaning of the idiom- ‘finger is the pie?’

ক. involving in something

খ. uninterested in something

গ. getting out of something

ঘ. showing disliking

উত্তর: ক

২৫. কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে, সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?

ক. The miser spends time to collect money

খ. The miser spends time collecting money

গ. The miser spend time in hoarding money

ঘ. The misers spend their time in hoarding money

উত্তর: ঘ

২৬. Iron is – useful metal

ক. an

খ. the

গ. a

ঘ. none

উত্তর: গ

২৭.amazing song haunted me for a long time

ক. These

খ. Those

গ. Thus

ঘ. That

উত্তর: ঘ

২৮. Chose the correct sentence

ক. Rich is not always happy.

খ. The rich is not always happy.

গ. The rich is not happy always.

ঘ. The rich are not always happy.

উত্তর: ঘ

২৯. The word precedence’ means.

ক. example

খ. priority

গ. elderly

ঘ. case

উত্তর: খ

৩০. Patience is a virtue. Here the word ‘water, ‘patience

ক. adjective

খ. adverb

গ. noun

ঘ. pronoun

উত্তর: গ

৩১. I water the plants. The word ‘water’ is used as

ক. Noun

খ. Pronoun

গ. Verb

ঘ. Adverb

উত্তর: গ

৩২.Chose the correct tag question, ‘Anjuman knows how to swim,….?

ক. don’t she

খ. does she

গ. doesn’t she

ঘ. do she

উত্তর: গ

৩৩. Which of the following sentence is a simple sentence?

ক. He is weak but is a hard worker.

খ. He is weak and hard worker.

গ. In spite of being weak, he works hard.

ঘ. Though he is weak, he works hard.

উত্তর: গ

৩৪. ‘May Almighty help you’. It is an

ক. Optative sentence

খ. exclamatory sentence

গ. assertive sentence

ঘ. none of the above

উত্তর: ক

৩৫.Which one of the following words is masculine?

ক. mare

খ. Lad

গ. pillow

ঘ. pony

উত্তর: খ

৩৬.. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

ক. ০.৩

খ. ১/৩

গ. ২

উত্তর: ক

৩৭.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?

ক. 30 মিটার

খ. 40 মিটার

গ. 50 মিটার

ঘ. 60 মিটার

উত্তর: গ

৩৮. কোন ত্রিভুজের বাহুগুলাের অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব?

ক. 6:5: 4

খ. 3: 4:5

গ. 12: 8:4

ঘ. 6 : 4:3

উত্তর: খ

৩৯. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যােগফল হবে

ক. ৯

খ. ১২

গ. ১৪

ঘ. ১৫

উত্তর: ঘ

৪০. ১+২+ ৩ + — + ৫০= কত?

ক. ৩৫৭২৫

খ. ৪২৯২৫

গ. ৪৫৫০০

ঘ. ৪৭২২৫

উত্তর: খ

৪১. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. ৪

খ. ১৬

গ. ১২

ঘ. ৯

উত্তর: ঘ

৪২.৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে

ক. ৮

খ. ১২

গ. ১৮

ঘ. ২২

উত্তর: গ

৪৩. ৭২ সংখ্যাটির মােট ভাজক আছে

ক. ৯টি

খ. ১০টি

গ. ১১টি

ঘ. ১২টি

উত্তর: ঘ –

৪৪.একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক।ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

ক. ২৪

খ. ৩৬

গ. ৪২

ঘ. ৪৮

উত্তর: ঘ।

৪৫. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

ক. ৭০

খ. ৮০

গ. ৯০

ঘ. ১০০

উত্তরঃ ঘ

৪৬. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?

ক. ১৮০°

খ. ২৭০°

গ. ৩৬০°

ঘ. ৫৪০

উত্তর: ঘ

৪৭. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?

ক. ২ গুণ

খ. ৩ গুণ

গ. ৪ গুণ

ঘ. ৫ গুণ

উত্তর: গ

৪৮. দুইটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২: ৩ হয়। সংখ্যা

দুইটি কত?

ক. ৭ ও ১১

খ. ১২ ও ১৮

গ. ১০ ও ১৪

ঘ. ১০ ও ১৬

উত্তর: ঘ

৪৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

ক. ৭০ মিটার

খ. ৭৫ মিটার

গ. ৮০ মিটার

ঘ. ৯০ মিটার

উত্তর: গ

৫০. ১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?

ক. ০.০১১১১

খ. ১.১১১১

গ. ১১.১১০১

ঘ. ১.১০১১

উত্তর: খ

৫১. নিচের কোন বানান গুচ্ছের সবগুলাে বানানই অশুদ্ধ?

ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

খ. অনূর্বর, ঊর্ধ্বগামী ও শুদ্ধ্যশুদ্ধি

গ. ভূরিভূরি, ভুড়িওয়ালা, মাতৃসম

ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য

উত্তর: ক

৫২.‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

ক. যৌগিক স্বরধ্বনি

খ. তালব্য স্বরধ্বনি।

গ. মিলিত স্বরধ্বনি

ঘ. কোনােটি নয়।

উত্তর: ক

৫৩.। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

ক. জনশ্রুতি

খ. অনমনীয়

গ. খাসমহল

ঘ. তপােবন

উত্তর:ক,খ।

৫৪. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’- এটি কোন বাক্য?

ক. সরল

খ. মিশ্র।

গ. যৌগিক

ঘ. জটিল।

উত্তর: খ,ঘ

৫৫.রবীন্দ্রনাথের ‘সােনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

ক.স্বরবৃত্ত

খ. অক্ষরবৃত্ত।

গ. মান্দাক্রান্তা

ঘ. মাত্রাবৃত্ত

উত্তর: ঘ

৫৬. বাংলা ভাষার প্রথম ব্যকরণ রচনা করেন কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. যতী মােহন বাগচী

গ.ব্রাসি হেলহেড

ঘ. রাজা রামমােহন।

উত্তর: ঘ

৫৭. ‘উপরােধ’ শব্দের অর্থ কী?

ক. প্রতিরােধ

খ. উপস্থাপন

গ. অনুরােধ

ঘ. উপযােগী

উত্তর: গ

৫৮. ‘মেছাে’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?

ক. মাছ + ও

খ. মেষ + ও।

গ. মাছি + উয়া > ও

ঘ. মাছ + উয়া > ও

উত্তর: ঘ

৫৯. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

খ. রাম রাম বসু

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. রাজিব লােচন মুখােপাধ্যায়

উত্তর: ক।

৬০. টা, টি, খানা ইত্যাদি

ক. পদাশ্রিত নির্দেশক

খ. প্রকৃতি

গ. বিভক্তি

ঘ. উপসর্গ

উত্তর: ক

৬১.‘মা যে জননী কন্দে’ কোন ধরনের রচনা?

ক. কাব্য

খ. নাটক

গ. উপন্যাস

ঘ. প্রবন্ধ

উত্তর: ক

৬২. ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কী হবে?

ক. জয়ন্তী

খ. বিজয় উৎসব

গ. বিজয় জয়ন্তী

ঘ. জয় জয়ন্তী

উত্তর: ক

৬৩. জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত

ক. সমাজ

খ. পানি

গ. মিছিল

ঘ. নদী

উত্তর: ঘ

৬৪. ‘বাবাকে বড় ভয় পাই’- এখানে ‘বাবাকে’ শব্দটি কোন কারক ও বিভক্তি

ক. কর্মে ২য়া

খ. অপাদানে ২য়া

গ. কর্মে ৪র্থ

ঘ. অপাদানে ৫মী

উত্তর: খ

৬৫. ‘গণক’ শব্দটি স্ত্রী লিঙ্গ কেনটি?

ক. গণিকা

খ. গণকী

গ. গনকিনী

ঘ. গনকা

উত্তর: খ

৬৬. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

ক. বিশেষ্য

খ. বিশেষণ

গ. সর্বনাম

ঘ. বিশেষণের বিশেষণ

উত্তর: ক

৬৭. কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

ক. বিদ্রোহী

খ. আনন্দময়ীর আগমনে

গ. কান্ডারী হুঁশিয়ার

ঘ. অগ্রপথিক।

উত্তর: খ

৬৮. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক. চতুরঙ্গ

খ. চতুষ্কোণ

গ. চতুর্দশী

ঘ. চতুস্পদী

উত্তর: ক

৬৯, সন্ধির প্রধান সুবিধা কী?

ক. পড়ার সুবিধা।

খ. উচ্চারণের সুবিধা

গ. বাক্য গঠনের সুবিধা

ঘ. লেখার সুবিধা

উত্তর: খ

৭০. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. ত্যক্ত

খ. গ্রাহ্য

গ. দৃঢ়

ঘ. গৃঢ়

উত্তর: ঘ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)