স্বাস্থ্য
FWA পদের কাজ কি
১.নিজ কর্ম এলাকার প্রতিটি সক্ষম বিবাহিত দম্পতি রেজিষ্ট্রেশন করা(প্রতি ৩ বছর
পর পর)।
২.কোন দম্পতি কি ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে তা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা।
৩.সপ্তাহে ২ দিন শিশুদের টিকাদান কার্যক্রমে অংশ নেয়া ।
৪.বাড়ি পরিদর্শনের সময় চাহিদা মত জন্ম বিরতিকরন পদ্ধতি বিতরন করা
৫. মহিলাদের কে স্থায়ী জন্মবিরত পদ্ধতি গ্রহনে মুটিভেশন করা ।
৬.ভিটামিন এ+ ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন কর ইত্যাদি।