চাকরিচাকরির খবরপ্রাইমারি শিক্ষক
Trending
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আসতে যাচ্ছে প্রায় ৪০(৩২+৯) হাজারের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল (সোমবার, ১৫ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ দিতে হবে। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের নিয়ে আসতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।


