চাকরিচাকরির খবর

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – পদ ৭৮ টি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ‘ফরেস্টার’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ করছে।

পদের নামঃ ফরেস্টার
পদ সংখ্যাঃ ৪০ (চল্লিশ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি । উচ্চতা ১৬৩ সে.মি; ও প্রার্থীদের বুকের মাপ ৭৬ সে.মি.।
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

আবেদনের বয়সসীমাঃ সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বৎসর এবং সর্বোচ্চ বয়স ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বৎসর।

আবেদনের নিয়মাবলীঃ চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforest.gov.bd) হতে ডাউনলোড করে পূরণ করতে হবে। চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ এর ঠিকানায় ৩০/০৫/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে।

পরীক্ষার ফিঃ প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে ২০০ (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি/সাবট্রেজারি, বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ২০০ (দুইশত) টাকার ট্রেজারি চালান (অফেরৎযোগ্য) (মূল কপি) আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে।প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত ১৫/- (পনেরো) টাকার ডাকটিকিটসহ ৪”x১০” সাইজের ১টি ফেরৎ খাম আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ফরেস্টার পদের চাকরির আবেদন ফরম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)