সহকারী স্টেশন মাস্টার এর কাজ ও বেতন, সুযোগ- সুবিধা
গত ৯ জানুয়ারি রেলের সহকারী স্টেশন মাস্টার নিয়োগের ৪১৭ টি পদের সার্কুলার হয়েছে । অনার্স পাশ থাকলেই যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ।
সহকারী স্টেশন মাস্টারের কাজ:
স্টেশনের যাবতীয় বিষয় যেমন যাত্রীদের সুরক্ষা,রেলওয়ে প্ল্যাটফর্মের ট্রেন ক্রসিং, সিগন্যাল,বিভিন্ন পার্সেল গ্রহণসহ অন্যান্য বিষয় ।
কোটাঃ সহকারী স্টেশন মাস্টার পদে, যাদের কোটা রয়েছে তাদের কোটায় আবেদন করার সুযোগ রয়েছে।
ডিউটিঃ শিফট ডিউটি থাকে ।সরকারি চাকরির ৮ ঘন্টার ডিউটি হলেও এটি ইমার্জেন্সী বিভাগ হবার কারণে যেকোনো সময় ডিউটি করা লাগতে পারে ।
সুযোগ- সুবিধাঃ সহকারী স্টেশন মাস্টার পদে প্রমোশন,ট্রান্সফারের সুযোগ- সুবিধা,
নাইট অ্যালাউন্স,ট্রাভেলিং অ্যালাউন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
বেতনঃ গ্রেড-১৫ তম,বেতন স্কেল-৯,৭০০/২৩,৪৯০ ও সর্বসাকুল্যে বেতন- ১৬,০০০+
পরীক্ষা পদ্ধতিঃ সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের । সময় বরাদ্দ ৯০ মিনিট । লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে ।