বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজস্ব খাতভূক্ত “সহকারী প্রকৌশলী ” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
১. পদের নামঃ সহকারী প্রকৌশলী তড়িৎ (ইইই)/যান্ত্রিক/সিভিল/ কেমিক্যাল/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।
পদসংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণীসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং তড়িৎ (ইইই)/যান্ত্রিক/সিভিল/কেমিক্যাল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)।
বেতনঃ টাঃ ২২,০০০-৫৩,০৬০/- (জাঃ বেঃ স্কেল/১৫, ৯ম গ্রেড)
আবেদনের বয়সসীমাঃ বর্ণিত পদের জন্য বয়সসীমা ১০-১২-২০২৩ খ্রিঃ তারিখে ১৮-৩০ বৎসর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে উর্ধ্ব বয়স ৩২ (বত্রিশ) বৎসর। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে উর্ধ্ব বয়স ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলীঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://bpdb.teletalk.com.bdএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফিঃ পরীক্ষা ফি বাবদ বাবদ ৯ম গ্রেডের জন্য যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ৬০০/- (ছয়শত) টাকা প্রদান করতে হবে।
আবেদনের শুরু তারিখঃ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১০-১২-২০২৩ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৯-০১-২০২৪খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।