বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি – পদ সংখ্যা ২০৫ টি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ২০৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ।
১. পদের নামঃ জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল)
পদসংখ্যা- ৬২(বাষট্টি) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত কোন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি / কম্পিউটার / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক টেকনোলজি / পাওয়ার / মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশন/ ডাটা টেলিকমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
বেতনঃ গ্রেড-৮ (২২, ৪০০৮-৫৬,৬০৪৮) এবং অন্যান্য সুবিধাদি
২. পদের নামঃ জুনিয়র সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ)
পদসংখ্যা- ১২ (বার) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংসহ এম.কম/ এম.বি.এ/ এম.বি.এস-এ ন্যূনতম স্নাতক পর্যায়ে সিজিপিএ ২.৫০ (৪ স্কেল) এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.০ (৫ স্কেল)।
বেতনঃ গ্রেড-৮ (২২, ৪০০৮-৫৬,৬০৪৮) এবং অন্যান্য সুবিধাদি
৩. পদের নামঃ হিসাবরক্ষক
পদসংখ্যা- ৩৪(চৌত্রিশ) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংসহ বাণিজ্য বিভাগে ৪ বছরের স্নাতক ডিগ্রি। ন্যূনতম সিজিপিএ ২.০ (৪ স্কেল), মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.০ (৫ স্কেল)
বেতনঃ গ্রেড-৯ (১৬,৫২০৮-৪১,৭৪৫৬) এবং অন্যান্য সুবিধাদি
৪. পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা- ৯৭(সাতানব্বই) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত ইন্সডিটউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপ-এ বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতনঃ গ্রেড-১০ (১৪,৫৬০৮- ৩৬,৭৯২৮) এবং অন্যান্য সুবিধাদি
আবেদনের বয়সসীমাঃ আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা উক্ত তারিখে ৩২(বত্রিশ) বছর। তবে, বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়মাবলীঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://btcl.teletalk.com.bd/btcl_new/ এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফিঃ পরীক্ষা ফি বাবদ ক্রমিক নং-০১ ও ক্রমিক নং-০২ এর প্রার্থীগণকে অফেরতযোগ্য ৯০০/- (নয় শত) টাকা এবং ক্রমিক নং-০৩ ক্রমিক নং-০৪ এর প্রার্থীগণকে অফেরতযোগ্য ৮০০/= (আট শত) টাকা প্রদান করতে হবে।
Online-এ আবেদনপত্র পূরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমাঃনিয়োগের আবেদন ০৫/১১/২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা হতে শুরু করে ১৯/১১/২০২৩ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা এর মধ্যে সম্পন্ন করতে হবে।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।