প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩১ জানুয়ারির মধ্যে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের ১ম ধাপের লিখিত পরীক্ষা (MCQ) আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত ভাইভা নেওয়া হবে ।এরপর আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ১ম ধাপের প্রার্থীদের নিয়োগ দিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ১ম ধাপের লিখিত পরীক্ষা ২৪ নভেম্বর নেওয়া হবে এরপর দ্রুত ফলাফল প্রকাশ করা হবে। এর পরেই মৌখিক পরীক্ষাও শুরু হবে। ১ম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় ২য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২য় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর ৩য় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।
ঐ কর্মকর্তা আরো বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১ম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে । ২য় ও ৩য় ধাপের নিয়োগ প্রক্রিয়া আগামী মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে ।