বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ হয়েছে । ২০২৩ সালে নির্ধারিত সেনানিবাসে ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, আবেদন করার পদ্ধতি, আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ।

১। পদের নামঃ ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স – পুরুষ ও মহিলা।
পদ সংখ্যাঃ অফিশিয়াল নোটিশে দেখুন।
শিক্ষাগত যোগ্যতাঃজাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
বেতনঃ বেতন/ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।

আবেদনের বয়সসীমাঃ ১ জুলাই ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

Related Articles

প্রার্থীর শারীরিক মাপঃ (পুরুষ প্রার্থী)

উচ্চতাঃ ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)  ।
বুকের মাপঃস্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) ।
ওজনঃ  ৫৪ কেজি (১২০ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/৬

প্রার্থীর শারীরিক মাপঃ (নারী প্রার্থী)

উচ্চতাঃ ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) ।
বুকের মাপঃ স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ।
ওজনঃ  ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/

আবেদনের নিয়মাবলীঃ আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে।।

পরীক্ষার ফিঃআবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/ Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমাঃ 

২৫ আগস্ট ২০২৩ হতে ২১ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)