চাকরির খবর
ওয়েম্যান পদ এর কাজ ও সুযোগ-সুবিধা
ওয়েম্যান এর কাজঃ ওয়েম্যান (Wayman) এর কাজ বলতে মূলত রেল লাইনকে সচল রাখা। একজন ওয়েম্যান রেল লাইন তৈরী এবং রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত থাকেন। রেল লাইন পাহারা দেয়ার কাজেও ওয়েম্যানগণ করে থাকে। রেললাইন পরিদর্শন এবং প্রতিটি নাটবল্টু, পাত, ফিশপ্লেট, ক্লিপ-হুক যথাযথ অবস্থানে ঠিক আছে কিনা সহ যাবতীয় চেকিং এর কাজ করে।
বাংলাদেশ রেলওয়ের ‘ওয়েম্যান’ পদের পরীক্ষা পদ্ধতিঃ
ওয়েম্যান পদের বেতনঃ (গ্রেড-১৯) টাকা ৮,৫০০- ২০,৫৭০/-।
সুযোগ-সুবিধাঃ এই পদের সুযোগ-সুবিধা বলতে তেমন কিছুই নেই।
পদোন্নতিঃ ওয়েম্যান হয়ে জয়েন করার পর প্রোমোশন হলে (কী-ম্যান) তার পর প্রোমোশন নিলে (মেট) হতে পারবেন।