হিসাব সহকারী পদের কাজ কি ও বেতন
হিসাব সহকারীর মূল কাজ অফিসের হিসাব শাখায় হিসাবরক্ষকের সাথে কাজ করা। হিসাব শাখার কাজ হচ্ছে ঠিকাদারের বিল প্রদান, চেক লিখা, ক্যাশ বুক, অডিট ফেস করা, লেজার ও স্টক সহ বিভিন্ন রেজিস্ট্রার, বেতন-ভাতা, বরাদ্দ ও বাজেট, দরপত্র ও বিজ্ঞাপন এর নথি সংরক্ষণ, আনুষঙ্গিক বিল-ভাউচার তৈরি, ভ্যাট-আইটি কর্তন, ব্যাংক ও ব্যাংক লেনদেন, অফিসের ব্যয়ের হিসাব রাখা, গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ এবং অফিস তদারকি ইত্যাদি। হিসাবরক্ষক থাকলে কাজের প্রেসার কম, না থাকলে সব কাজ হিসাব সহকারী কে সামলাতে হবে৷ বুঝতেই পারছেন এই পদে প্রেশার বেশি। তবে অফিসে যতেষ্ট মূল্যায়ণ পাবেন।
পদোন্নতিঃবানিজ্যে স্নাতক ডিগ্রী থাকলে অবশ্যই পদোন্নতি হবে। ৭ বছরেই হিসাবরক্ষক (গ্রেড ১১) হয়ে যাবেন। পদোন্নতি না পেলেও অল্প সময়েই ১৩ গ্রেড পাবেন।
এই পদের আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন ও পদমর্যাদা: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) ।