সরকারি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ৯২২
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ৯২২টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
১। পদের নামঃ সিনিয়র অফিসার (জেনারেল)- (২০২১ সাল ভিত্তিক)
পদ সংখ্যাঃ ৯২২ টি (সোনালী ব্যাংক লিঃ ৩৯৩টি, জনতা ব্যাংক লিঃ ৯৪টি, অগ্রণী ব্যাংক লিঃ ১৫০টি, রূপালী ব্যাংক লিঃ ২৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ২৬ টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮৫ টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৭ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১১টি, কর্মসংস্থান ব্যাংক ১৫টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ০৬ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।
বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০- ২৪২৬০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ।
আবেদনের বয়সসীমাঃ বয়স (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে) : মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে।।
পরীক্ষার ফিঃ পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য টাকা ২০০/-(টাকা দুইশত মাত্র) । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
(ক) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শেষ তারিখ ও সময় ২৩/০১/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা।
(খ) Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়ঃ ০৫/০২/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
One Comment