রেলওয়ে খালাসী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
বাংলাদেশ রেলওয়ের ৩য়/৪র্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা-২০২২। পদের নাম: খালাসী । সময়: ১ ঘণ্টা । পূর্ণমান: ৭০ । পরীক্ষার তারিখ: ২৫-১১-২০২২ ।
০১.মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে?
ক. ১০ই এপ্রিল ১৯৭১
খ. ১৪ই এপ্রিল ১৯৭১
গ. ১৭ই এপ্রিল ১৯৭১
ঘ. ১লা এপ্রিল ১৯৭১
উত্তর: গ
০২. 3×2 + x – 10 এর উৎপাদক বিশ্লেষণ?
ক. (x + 2)(3x – 5)
খ. (3x + 2)(x – 5)
গ. (x – 2) (3x + 5)
ঘ. (3x – 2) (x + 5)
উত্তর: ক
০৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) পল্লী সমাজ
খ) শেষ প্ৰশ্ন
গ) পদ্মরাগ
ঘ) পরিণীতা,
উত্তর: গ
০৪. Write the noun form of ‘Choose’-
a) Chooses
b) Choice
c) Choosing
d) Chosened
উত্তর: b
০৫. Translate into English. এই চাকরিটি আমার খুবই প্রয়োজন ৷
a) I need this job badly.
b) I need this job urgently.
c) I need this work very urgently.
d) I am in need of this job.
উত্তর: ক
০৬. ‘তামার বিষ’ বাগাধারাটির অর্থ কী ?
ক) ক্ষণস্থায়ী বন্ধু
খ) অর্থের কু প্রভাব
গ) তীব্র জ্বালা
ঘ) অসম্ভব বস্তু
উত্তর: খ
০৭. ১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
ক) ২.৪৫
খ) ৩.২৮
গ) ২.৫৪
ঘ) ৩৯.৩৭
উত্তর: গ
০৮. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২, ১৭৯, ১৪৬, ১৬০, ……
ক) ১৩
খ) ৪৩
গ) ৩৩
ঘ) ৮০
উত্তর: ঘ
১০. Fill in the blank Call ——a doctor immediately.
a) at
b) with
c) in
d) for
উত্তর: c
১০. অগ্নি নির্বাপক যন্ত্র কি গ্যাস ব্যবহৃত হয়?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) মিথেন
ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তর: ঘ
১১. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ক) ১২১১
খ) ১২০৪
গ) ১২১২
ঘ) ১২০০
উত্তর: খ
১২. সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি ?
ক) ৬:৪:৩
খ) ৬:৫:৩
গ) ১২:৮:৪
ঘ) ১০:১২:৫
উত্তর: ঘ
১৩. Fill in the blank .He is ignorant—-this law
a) to
b) about
c) of
d) with
উত্তর: গ
১৪. বঙ্গবন্ধু কবে ‘ছয় দফা’ ঘোষণা করেন?
ক) ৩ জানুয়ারি ১৯৬৬
খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
গ) ১ ফেব্রুয়ারি ১৯৬৬
ঘ) ১৫ জুন ১৯৬৬
উত্তর: খ
১৫. ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত
সময় লাগবে?
ক) ১ মিনিট
খ) ৫ মিনিট
গ) ১০ মিনিট
ঘ) ৫০ মিনিট
উত্তর: ক
১৬. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম কী?
ক) মধুমালা
খ) রুপাই
গ) সাজু
ঘ) দুলী
উত্তর: গ
১৭. বাংলা ভাষার ছন্দ কত প্রকার?
ক) দুই
খ) চার
গ) তিন
ঘ) পাঁচ
উত্তর: গ
১৮. এক কথায় প্রকাশ করুন- ‘হাতির ডাক’
ক) অজিন
খ) বৃংহতি
গ) হেষা
ঘ) কেকা
উত্তর: খ
১৯. The plural for of ox-
a) oxes
b) oxis
c) oxen
d) oxess
উত্তর: d
২০. খাঁটি বাংলা শব্দ কোনটি?
ক) হালুয়া
খ) চাঁদ
গ) ঈদ
ঘ) ঢোল
উত্তর: ঘ
২১. একটি বৃত্তের ব্যাস 20 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?
ক) 314 বর্গ সে.মি.
খ) 326 বর্গ সে.মি.
গ) 400 বর্গ সে.মি.
ঘ) 324 বর্গ সে.মি.
উত্তর: ক
২২. পাঁচটি সংখ্যার গড় ৪৬। সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যায় গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি
কত?
ক) ৪৮
খ) ৪৯
গ) ৫০
ঘ) কোনটি নয়
উত্তর: গ
২৩. 0.1×0.03×4.0 = ?
ক) ০.১২
খ) ০.০১২
গ) ১.২৩
ঘ) ০.১২৩
উত্তর: খ
২৪. Crocodile tears’ means-
a) Real love
b) Emotion
c) Pretend to cry
d) Foolish
উত্তর: d
২৫. Shallow এর বিপরীত অর্থবোধক
(antonym) শব্দ-
a) Deep
b) Small
c) Long
d) Heavy
উত্তর: A
২৬. বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
ক) মেঘনা
খ) যমুনা
গ) কপোতাক্ষ
ঘ) ব্ৰহ্মপুত্ৰ
উত্তর: ঘ
২৭. Walking is good for health. Here walking is-
a) Adjective
b) Adverb
c) Gerund
d) Participle
উত্তর: গ
২৮. a+b = 3 এবং ab = 2 হলে, a3+b3 = ?
a) 9
b) 27
c) 18
d) 12
উত্তর: ক
২৯. Write the correct spelling ?
a) fassinate
b) fascinate
c) faceinate
d) fesinate
উত্তর: b
৩০. Change into Indirect form – He said, “I am writing a
letter”.
a) He said that he was writing a letter.
b) He said that he is writing a letter.
c) He said that he has written a letter.
d) He said that he has been writing a letter.
উত্তর: ক
৩১. ‘Go there at once’ is an…..sentence.
a) Imperative
b) Optative
c) Exclamatory
d) Interrogative
উত্তর: ক
৩২. x – 2×2, x2 – 4 ও xy – 2y এর গ.সা.গু কত?
ক) (x+2)
খ) (x-2)
গ) (x+4)
ঘ) x(x-2)
উত্তর: খ
৩৩. ‘লাঠালাঠি’ কোন সমাস?
ক) প্রাদি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) ব্যতিহার বহুব্রীহি
উত্তর: ঘ
৩৪. Change the voice – He teaches us English.
a) We are taught English by him.
b) English is taught by him.
c) We taught English by him.
d) We teach English to him.
উত্তর: ক
৩৫. Translate into English- ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে।
a) The train leaves in right time.
b) The train has left at night time.
c) The train is leaving in just time.
d) The train has right time left.
উত্তর: খ
৩৬. কোনটি জংশন ষ্টেশন?
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) আধঘণ্টা
ঘ) খুলনা
উত্তর: গ
৩৭. চর্যাপদের সবচেয়ে বশি পদ রচনা করেন কে?
ক) লুইপা
খ) শারপা
গ) কাহৃপা
ঘ) ভুসুকপা
উত্তর: গ
৩৮. একটি কাজ ৩০ জন লোক ২০ দিনে সম্পন্ন করে। কাজ শুরু ১০ দিন পর ১০ জন
লোক চলে গেলে বাদ বাকী কাজ কত দিনে শেষ হবে?
ক) ২০ দিনে
খ) ১৮ দিনে
গ) ১৫ দিনে
ঘ) ২৪ দিনে
উত্তর: গ
৩৯. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) যথার্থ
খ) ক্ষুদ্রার্থে
গ) বৃহদার্থে
ঘ) বিপরীতার্থে
উত্তর: খ
৪০. নীচের কোনটি বড়?
ক) ১৫/১৫
খ) ৯/১৫
গ) ১.২৫
ঘ) ০.৯৫
উত্তর: গ
৪১. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রাঙ্গামাটি
ঘ) খুলনা
উত্তর: গ
৪২. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে.মি. ও ২০ সে.মি. হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?
ক) ৬০ সে.মি.
খ) ৩০ সে.মি.
গ) ৪০ সে.মি.
ঘ) ৫২ সে.মি.
উত্তর: গ
৪৩. ‘পদ্মাবতী’ কার রচনা?
ক) সৈয়দ সুলতান
খ) শাহ মুহাম্মদ সগীর
গ) আব্দুল হাকিম
ঘ) আলাওল
উত্তর: ঘ
88. Transform into future perfect tense- ‘I am going to school.”
a) I will go to school.
b) I will be going to school.
c) I will have going to school.
d) I will have gone to school.
উত্তর: ঘ
৪৫. কোন বানানটি শুদ্ধ?
ক) সংসপ্তক
খ) সংশপ্তক
গ) শংসপ্তক
ঘ) শংশপ্তক
উত্তর: খ
৪৬. ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
ক) নৌ + ইক
খ) নাবৌ+ইক
গ) নাবো + ইক
ঘ) না + বিক
উত্তর: ক
৪৭. কোনটি সমার্থক শব্দ নয়?
ক) সন্দেশ
খ) সংবাদ
গ) বার্তা
ঘ) গুজব
উত্তর: ঘ
৪৮. জাপানের পার্লামে নাম কি?
ক) ডায়েট
খ) ফোকেটিং
গ) রিক্সভ্যাগ
ঘ) রাইখস্ট্যাগ
উত্তর: ক
৪৯. The write of ‘Daffodil’ poem –
a) Shakespeare
b) P.B. Shelly
c) Wordsworth
d) John Keats
উত্তর: c
৫০. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
ক) চাতুরতা
খ) চাতুরালি
গ) চতুর
ঘ) চৈতন্য
উত্তর: গ
৫১. ৪৫° এর সম্পূরক কোণের মান কত?
ক) ১৩৫°
খ) ১৪৫°
গ) ৩৫°
ঘ) ৪৫°
উত্তর: ক
৫২. Passion এর সমার্থক (synonym) শব্দ?
a) Despite
b) Love
c) Zeal
d) Fanatic
উত্তর: গ
৫৩. ৭২০ এর ৬.৫% কত?
ক) ৩৭
খ) ৪৬.৮
গ) ৫৬.৪
ঘ) ৪৯
উত্তর: খ
৫৪. The meaning of ‘Crying need’ is-
a) useful
b) very favourite
c) urgent need
d) valuable
উত্তর: c
৫৫. Write feminine form of ‘Host’
a) Hosten
b) Hosts
c) Hostess
d) Hostes
উত্তর: c
৫৬. ‘অমৃত’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) গরল
খ) বিষাক্ত
গ) তিক্ত
ঘ) বিরল
উত্তর: ক
৫৭. Fill in the blank …. Do not get…. the running train
a) tob
b) at
c) into
d) om
উত্তর: c
৫৮. a2 – a – 56 = 0 হলে, a = ?
ক) 8, -7
খ) 8 ,7
গ) -8, 7
ঘ) -8, 7
উত্তর: ক
৫৯. 9a2+16b2 এর সাথে
যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে?
ক) 12ab
খ) 16ab
গ) 20ab
ঘ) 24ab
উত্তর: ঘ
৬০. ‘দশে মিলে করি কাজ’- এখানে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ৭মী
গ) কর্তৃকারকে ২য়া
খ) সম্প্রদান কারকে ৭মী
ঘ) কর্তৃকারকে ৪র্থী
উত্তর: ক
৬১. এক কথায় প্রকাশ করুন- ‘অক্ষির সমীপে’
ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্ৰত্যক্ষ
ঘ) নিরপেক্ষ
উত্তর: ক
৬২. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক) গৌড়ীয় ব্যাকরণ
খ) ভাষা ও ব্যাকরণ
গ) বর্ণ পরিচয়
ঘ) সরল বাংরা ব্যাকরণ
উত্তর: ক
৬৩. পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৩:১ হলে
পুত্রের বর্তমান বয়স কত?
ক) ৮ বছর
খ) ৫ বছর
গ) ১২ বছর
ঘ) ৭ বছর
উত্তর: খ
৬৪. একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত ?
ক) ৪০০ টাকা
খ) ৪৬০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ৬০০ টাকা
উত্তর: গ
৬৫. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০ টি ছাগলের পরিবর্তে কয়টি গরু
পাওয়া যাবে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ১০টি
উত্তর: ক
৬৬. Put the correct article, He is …. university student.
a) an
b) a
c) the
d) that
উত্তর: b
৬৭. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
ক) গ্রাম
খ) মহল
গ) ক্ষেত্ৰ
ঘ) দাম
উত্তর: গ
৬৮. কোনটি দন্ত্য বৰ্ণ-
ক) ঙ
খ) প
গ) ছ
ঘ) দ
উত্তর: ঘ
৬৯. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
ক) লোহিত সাগর ও ভুমধ্য সাগর
খ) লোহিত সাগর ও আরব সাগর
গ) উত্তর সাগর ও দক্ষিণ সাগর
ঘ) ভারত মহাসাগর ও আরব সাগর
উত্তর: ক
৭০. পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
ক) যুক্তরাষ্ট্র
খ) ইউক্রেন
গ) রাশিয়া
ঘ) বাংলাদেশ
উত্তর: খ