চাকরির খবরস্বাস্থ্য
পরিবার কল্যাণ সহকারীর কাজ কি ও বেতন
পরিবার পরিকল্পনা কি?
একটি সক্ষম দম্পতি তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে মিল রেখে কখন কয়টি সন্তান গ্রহণ করবেন, দুটি সন্তানের মাঝে কতদিনের বিরতি দেবেন তা ঠিক করা এবং সে অনুযায়ী । যথাযথ পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা ।
পরিবার কল্যাণ সহকারীর কাজ :-
- বাড়ি বাড়ি গিয়ে সক্ষম দম্পতি রেজিষ্টেশন।
- ই -রেজিষ্ট্রেশন।
- দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা গ্রহনের জন্য মোটিভেশন ।
- আগ্রহী ক্লাইডদের নিয়ে সেবা কেন্দ্রে গমন ও তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদান,ও পরবর্তীতে তাদের পর্যবেক্ষন।
- গর্ভবতী রেজিষ্টেশন।
- গর্ভ কালীন সেবা দান।
- প্রসোবোত্তর সেবা ।
- নিরাপদ প্রসব সেবা ।
- প্রসব পরবর্তী সেবা,
- বন্ধ্যা দম্পতির তথ্য সংগ্রহ, পরামর্শ প্রদান, ও অন্যত্র রেফার।
- খাবার বড়ি,কনডম,ইনজেকটেবলের ডিও ডোজ প্রদান, মিসোপোষ্টল বিতরন।
- শিশু সেবা (০-৫)বছর,ও রেফার।
- পুষ্টি সেবা, গর্ভবতী ও(০-২৩) মাস বয়সী, সাথে শিশুর মাকে সেবা দান ।
- (০-৫৯) মাস বয়সী শিশুর পুষ্টি সেবা।
- কিশোর কিশোরী সেবা (১০-১৯) বছর বয়সি।
- জন্ম রেজিষ্টেশন।
- শিশুদের টিকা দান এর সময় সুচির কলাম পূরন।
- মৃত্যুর তালিকা প্রদান, ও রেজিষ্ট্রেশান।
- ই,পি, আই, কেন্দ্রে সেবা দান ৷
- কমিউনিটি কেন্দ্রে সেবা প্রদান ।
- কেভিড-১৯ টিকা প্ৰদান ।
- হাম রুবেলাতে টিকা প্রদান ।
- স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদান।
- কন্ট্রাসেপ্টিক আনয়ন ।
- টার্গেট পুরন।
- মাতৃ মৃত্যু রোধ।
- জনসংখ্যা গনন।
এই পদের আবেদন যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ।
বেতন ও পদমর্যাদা: ১৭৯০০-২১৮০০ /- ১৭ তম গ্রেড ।
কর্মস্থল: নিজ ওয়ার্ড
নিয়ন্ত্রণকারী কর্মকর্তা: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।