বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরীক্ষার বাংলা অংশের সমাধান
তারিখ: ০৮.১০.২০২১ পদের নাম: উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান |
১ | বাংলা ব্যাকরণের মূল আলােচ্য বিষয় কয়টি?
ক. ৩টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: গ
২.ফারসি শব্দের উদাহরণ কোনগুলাে?
ক. নামাজ, রােজা।
খ. হজ্ব, যাকাত
গ. নামাজ, আলেম
ঘ. জান্নাত, দোয়াত।
উত্তর: ক
৩.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৮
খ. ৯
গ. ৭
ঘ. ১১
উত্তর: ক
৪. ‘স্বেচ্ছা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
ক. সু + ইচ্ছা
খ. সে + ইচ্ছা
গ. স্বে + ইচ্ছা।
ঘ. স্ব + ইচ্ছা
উত্তর: ঘ
৫.অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ |
৬.‘মেধাবী’ এর প্রকৃতি কোনটি?
ক. মেধা + আবী
খ. মেধা + ইন
গ. মেধা + ঈণ।
ঘ. মেধা + বিন্
উত্তর: ঘ
৭.‘কাজল-কালাে’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কালাে যে কাজল
খ. কাজল রূপ কালাে।
গ. কাজল ও কালাে।
ঘ. কাজলের ন্যায় কালাে
উত্তর: ঘ।
৮. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ – এখানে ‘টাপুর টুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. ক্রিয়া।
গ. অব্যয়।
ঘ. সর্বনাম
উত্তর: গ
৯.‘চোখের বালি’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. অসুখ
খ. চোখের কাজল
গ. শত্রু।
ঘ. বন্ধু
উত্তর: গ
১০.‘স্রষ্টার ভজন কর’ এখানে ‘ভজন কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. আরাধনা
খ. আহার
গ. শ্রদ্ধা
ঘ. ভক্তি
উত্তর: ক
১১. ‘মুখর’ শব্দের বিপরীতার্থক শব্দ
ক. মিষ্টি
খ. মৌন
গ. ভারী |
ঘ. কোলাহােল
উত্তর: খ
১২. দায়িত্ব গ্রহণ নীচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মাথা দেওয়া।
খ. মাথা ব্যথা।
গ. মাথা ঘামানাে
ঘ. মাথা ধরা
উত্তর: ক ।
১৩. ‘এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার’- বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
ক. সংযােজক
খ. বিয়ােজক
গ. সংকোচক
ঘ. অনুগামী সমুচ্চয়ী
উত্তর: ঘ
১৪.‘নগর’ শব্দের বিশেষণ
ক. নাগর দোলা
খ. নগরী
গ. নাগরিক
ঘ. নগরসমেত
উত্তর: গ |
১৫.। কোনটি গণনাবাচক সংখ্যা?
ক. একুশে
খ. একবিংশ।
গ. একুশ
ঘ. ২১
উত্তর: গ।
১৬. ‘কুসুম’ শব্দের সঙ্গে কোন বহুবাচক শব্দটি ব্যবহার করা হয়?
ক. নিকর
খ. মালা
গ. রাজি
ঘ. সকল ।
ব্যাখ্যা: সঠিক উত্তর – নিচয়।।
১৭. ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যটি রচনা করেন?
ক. অভয় মঙ্গল
খ. শিব মঙ্গল।
গ. অন্নদামঙ্গল
ঘ. শীতল মঙ্গল
উত্তর: গ
১৮. মৈমনসিংহ গীতিকা নয়
ক. মহুয়া
খ. চন্দ্রাবতী
গ. মলুয়া
ঘ. ভেলুয়া
উত্তর: ঘ
১৯. ‘বাংলার মিল্টন’ কোন কবির উপাধি?
ক. জসীমউদ্দীন
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর |
ঘ. সুকান্ত ভট্টাচার্য।
উত্তর: খ।
২০. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম
ক. পাতালপুরী
খ. গােরা
গ. ধ্রুব
ঘ. গ্রহের ফের
উত্তর: গ