বিভিন্ন পরীক্ষার সমাধান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ল্যাবরেটারি সহকারী পদের পরীক্ষার সমাধান

পদের নাম: ল্যাবরেটারি সহকারী | সময়: ১ ঘণ্টা | পূর্ণমান: ৭০ | পরীক্ষার তারিখ: ২২-১০-২০২১।

১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে?

ক.শংক

খ. কর্ণফুলী

গ. হালদা

ঘ. বাকখালী

উত্তর: খ

২.কারাগারের রােজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?

ক. শেখ রেহেনা।

খ. অধ্যাপক আনিসুজ্জামান

গ. শেখ হাসিনা।

ঘ. তােফায়েল আহমেদ।

উত্তর: গ

৩.সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত

ক. নয়াদিল্লি

খ. কাঠমুন্ডু

গ. কলম্বাে

ঘ. ঢাকা

উত্তর: ক

৪. বলকান রাষ্ট্র নয় কোনটি?

ক. রুমানিয়া

গ. আলবেনিয়া

ঘ. বুলগেরিয়া

উত্তর: খ

৫. ডং কোন দেশের মুদ্রাঃ

ক. দক্ষিণ কোরিয়া

খ. ভিয়েতনাম।

গ. লাওস

ঘ. ম্যাকাণ্ড

উত্তর: খ

৬. সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযােগ স্থাপন করা হয়েছে?

ক. সন্দ্বীপ

খ. হাতিয়া

গ. ভাসানচর

ঘ. মনপুরা

৭. মদিবা- কোন বিশ্বনেতার ডাক নাম?

ক. ফিদেল ক্যাস্ট্রো

খ. মহাথির মােহাম্মাদ

গ. বারাক ওবামা

ঘ. লেনসন ম্যান্ডেলা।

উত্তর: ঘ।

৮.GUI- এর পূর্ণরূপ কী

ক. Graphical User Instrument

খ. Graphical Unified Interface

গ. Graphical User Interface

ঘ. Graphical United Instrument

উত্তর: গ

৯.২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে শিরােপা জিতেছে?

ক. পাকিস্তান।

খ. বাংলাদেশ

গ. ভারত

ঘ. শ্রীলংকা

উত্তর: খ

১০. ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে।

ক. ৩১.৭.২০১৬

খ. ৩১.৭.২০১৪

গ. ৩১.৭.২০১৯

ঘ. ৩১.৭.২০১৫

উত্তর: ঘ

১১. অলিম্পিক-২০২১ এ দ্রুততম মানব কে হয়েছেন?

ক, মার্সেল জ্যাকব

খ. গ্যাটলিন

গ. উসাইন বােল্ট

ঘ. ফ্রেড কারলি

উত্তর: ক

১২. এ বছর অগ্রগতি SDGs পুরস্কার পেয়েছেন

ক. শেখ হাসিনা

খ. জেসিভা আর্ডেন

গ. জ্যাঞ্জেলা মার্কেল

ঘ. জাস্টিন ট্রুডাে

উত্তর: ক

১৩.. পৃথিবীর গভীরতম খালের নাম কী?

ক. গ্রান্ড খাল।

খ. পানামা খাল

গ. সুয়েজ খাল

ঘ.অকানেম খাল

উত্তর: গ।

১৪. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন?

ক. কামরুল হাসান।

খ. শিল্পী শাহাবুউদ্দিন

গ. এস এম সুলতান

ঘ. শিব নবায়ন দাস।

উত্তর: ঘ

১৫. কবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়

ক. তত্ত্ববােধনী পত্রিকা।

খ. ধুমকেতু

গ. কল্লোল

ঘ. কালি ও কলম

উত্তর: গ

১৬.You had better ……. the offer.

ক. than

খ. welcomed

গ. accept

ঘ. accepted

উত্তর: গ

১৭. He ran fast lest he …… miss the train.

ক. can

খ. should

গ. my

ঘ. might

উত্তর: খ

১৮.’I have a cat’ Make it passive.

ক. A cat is being had by me.

খ. A cat has been had by me.

গ. A cat have been had by me.

ঘ. A cat is had by me..

উত্তর: ঘ

১৯. Sayeed said, “I was busy’ ateslog indirect speech

ক. Sayeed said that I was busy.

খ. Sayeed said that he was busy.

গ. Sayeed that I had been busy.

ঘ. Sayeed said that he had been busy.

উত্তর: ঘ

২০. We need to buy some new

ক. Furnishers

খ. furniture

গ.furnisher

ঘ. furnitures

উত্তর: খ

২১.We need as_ people as possible.

ক . many

খ. much

গ. mos

ঘ. enough

উত্তর: ক

২২.Juthy will discuss the issue with Mizan__phone.

ক.in

খ. over

গ. by

ঘ. on

উত্তর: গ

২৩.Which of the following statements is correct? .

ক.If I am a bird

খ. If I was a bird

গ. If I a bird

ঘ. If I were a bird

উত্তর: ঘ

২৪. The phrase ‘End in smoke’ means

ক. Come to nothing

খ. Catch fire

গ. Destruct

ঘ. Stop smoking

উত্তর: ক

২৫.What is the meaning of the idiom ‘finger in the pie?’

ক. involving in something

খ. uninterested in something

গ. getting out of something

ঘ. showing disliking

উত্তর: ক

২৬. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক. It is raining from morning.

খ. It has been raining from morning.

গ. It has been drizzling since morning.

ঘ. It is drizzling since morning.

উত্তর: গ

২৭. Iron is useful metal

ক. an

খ. the

গ. A

ঘ. none

উত্তর: গ

২৮.Chose the correct sentence

ক. Rich is not always happy.

খ. The rich is not always happy.

গ. The rich is not happy always.

ঘ. The rich are not always happy.

উত্তর: ঘ

২৯.The word “precedence’ means

ক. example

খ. priority

গ. elderly

ঘ. case

উত্তর: খ

৩০. What is the synonym of the world ‘pauper’.

ক. destitution

খ. Fortune

গ. Affluence

ঘ. opulence

উত্তর: ক

৩১.Patience is a virtue. Here the word, “patience’

ক. adjective

খ. adverb

গ. noun

ঘ. pronoun

উত্তর: গ

৩২.I water the plants. The word ‘water’ is used as

ক. Noun

খ. Pronoun

গ. Verb

ঘ. Adverb

উত্তর: গ

৩৩.Chose the correct tag question, “Anjuman knows how to swim, ….?

ক. don’t she

খ. does she

গ. doesn’t she

ঘ. do she

উত্তর: গ

৩৪.Select the feminine gender

ক. Nun

খ. Bishop

গ. Clergy

ঘ. Hare

উত্তর: ক

৩৫. The greater the demand— the price

ক. high

খ. The higher

গ. The highest

ঘ. highest

উত্তর: খ

৩৬. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যােগ করলে যােগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?।

ক. ৮৯

খ. ৭০

গ. ১৭০ ঘ. ১৪২

উত্তর: খ

৩৭. a + b = 7 এবং a2 + b2 = 25 হলে ab এর মান কোনটি?

ক. 12

খ. 10

গ. 6

ঘ. 5.

উত্তর: ক

৩৮. 3x + 2x -21x – 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে?

ক. x + 2

খ. x – 2

গ. x +1

ঘ. x – 1

উত্তর: গ

৩৯. ১২+ ২ + ৩ + — — + ৫০ = কত?

ক. ৩৫৭২৫

খ. ৪২৯২৫

গ. ৪৫৫০০

ঘ. ৪৭২২৫

উত্তর: খ

৪০. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫

বছর। মাতার বয়স কত?

ক. ৩৮ সবছর

খ. ৪১ বছর

গ. ৪৫ বছর।

ঘ. ৪৮ বছর

উত্তর: খ

৪১. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ক. ৫০%

খ. ৩০%

গ. ৩৩%

ঘ. ৩১%

উত্তর: ক

৪২. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে

পারে, খ একা কাজটি করতে পারবে

ক. ২৫ দিনে।

খ. ৩৫ দিনে।

গ. ৪০ দিনে

ঘ. ৩০ দিনে

উত্তর: ঘ

৪৩. 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উচুতে ভেঙ্গেছিল।

ক. 14 মিটার

খ. 18 মিটার

গ. 16 মিটার।

ঘ. 20 মিটার

উত্তর: গ

৪৪. x + y = 7 এবং xy = 10 হলে (x – y) এর মান কত?

ক. 3

খ. 6.

গ. 9

ঘ. 12

উত্তর: গ

৪৫.। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?

ক. ১৮০°

খ. ২৭০°

গ. ৩৬০°

ঘ. ৫৪০°

উত্তর: ঘ

৪৬. বার্ষিক ৪ % সরল সুদে কত টাকা বিনিয়ােগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?

ক. ৪৫৮ টাকা

খ. ৬৫০ টাকা

গ. ৭০০ টাকা

ঘ. ৭২৫ টাকা

উত্তর: গ

৪৭. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ক. ১৫৬ বর্গফুট

খ. ১২৮ বর্গফুট

গ. ১৬৪ বর্গফুট

ঘ. ২১৮ বর্গফুট।

উত্তর: খ

৪৮. 1+2+3+ — — — +99 = কত?

ক. 4650

| খ. 4750

গ. 4850

ঘ. 4950

উত্তর: ঘ

৪৯.১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?

ক. ০.০১১১১

খ. ১.১১১১

গ. ১১.১১০১

ঘ. ১.১০১১

উত্তর: খ

৫০. x – 8x – ৪y +16+ y এর সাথে কত যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ হবে।

ক. – 2xy

খ.8xy

গ. 6xy

ঘ. 2xy

উত্তর: ঘ

৫১.মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি?

ক. উপন্যাস

খ. ছােটগল্প

গ. প্রবন্ধ

ঘ. অনুবাদ নাটক

উত্তর: ঘ

৫২. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?

ক. ১৮৬০

খ. ১৮৬৫

গ. ১৯৫৯

ঘ. ১৯৬১ ব্যাখ্যা: সঠিক উত্তর- ১৮৬১ সালে। সূত্র- বাংলা একাডেমি চরিতাভিধান, পৃষ্ঠা-৩৮২।

৫২. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

ক. Buddist Mystic Songs

খ. চর্যাগীতিকা

গ. চর্যাগীতিকোষ।

ঘ. হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা।

উত্তর: ক

৫৪. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

ক. জনশ্রুতি

খ. অনমনীয়

গ. খাসমহল

ঘ. তপােবন

উত্তর: ক,খ।

৫৫. ‘তুমি আসলে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল’- এটি কোন বাক্য?

ক. সরল

খ. মিশ্র

গ. যৌগিক

ঘ. জটিল

উত্তর: খ,ঘ

৫৬. কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন?

ক. গােবিন্দ দাস

খ. কায়কোবাদ

গ. কাহ্নপা

ঘ. ভুসুকুপা

উত্তর: ঘ

৫৭. রবীন্দ্রনাথের ‘সােনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত

খ. অক্ষরবৃত্ত

গ. মান্দাক্রান্তা

ঘ. মাত্রাবৃত্ত।

উত্তর: ঘ

৫৮. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

খ. যতী মােহন বাগচী

গ. ব্রাসি হেলহেড

ঘ. রাজা রামমােহন

উত্তর: ঘ

৫৯. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৫৫ খ্রিষ্টাব্দে

খ. ১৩৫৫ বঙ্গাব্দে

গ. ১৯৫২ খ্রিষ্টাব্দে।

ঘ. ১৯৫২ বঙ্গাব্দে

উত্তর: ক

৬০. ‘উপরােধ’ শব্দের অর্থ কী?

ক. প্রতিরােধ

খ. উপস্থাপন

গ. অনুরােধ

ঘ. উপযােগী

উত্তর: গ।

৬১. ‘মেছাে’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?

ক. মাছ + ও।

খ. মেষ + ও

গ. মাছি + উয়া > ও

ঘ. মাছ + উয়া > ও।

উত্তর: ঘ

৬২. টা, টি, খানা ইত্যাদি

ক. পদাশ্রিত নির্দেশক |

খ. প্রকৃতি।

গ. বিভক্তি

ঘ. উপসর্গ

উত্তর: ক

৬৩.. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন?

ক. শামসুর রাহমান

খ. হাসান হাফিজুর রহমান।

গ. সৈয়দ শামসুল হক

ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: খ

৬৪.‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কী হবে?

ক. জয়ন্তী

খ. বিজয় উৎসব

গ. বিজয় জয়ন্তী

ঘ. জয় জয়ন্তী

উত্তর: ক

৬৫. জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত

ক. সমাজ

খ. পানি।

গ. মিছিল

ঘ. নদী

উত্তর: ঘ

৬৬.‘বাবাকে বড্ড ভয় পাই’- এখানে ‘বাবাকে’ শব্দটি কোন কারক ও বিভক্তি

ক. কর্মে ২য়া

খ. অপাদানে ২য়া

গ. কর্মে ৪র্থী

ঘ. অপাদানে ৫মী

উত্তর: খ

৬৭. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

ক. বিশেষ্য

খ. বিশেষণ।

গ. সর্বনাম

ঘ. বিশেষণের বিশেষণ

উত্তর: ক

৬৮. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে?

ক. ফারসি ও ইংরেজি শব্দে

খ. ফরাসি ও ইংরেজি শব্দে

গ. ফারসি ও ফরাসি শব্দে

ঘ. সংস্কৃত ও ইংরেজি শব্দে।

উত্তর: ক |

৬৯, কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক. চতুরঙ্গ

খ. চুতষ্কোণ

গ. চতুর্দশী

ঘ. চতুস্পদী

উত্তর: ক

৭০.. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. ত্যক্ত

খ. গ্রাহ্য

গ. দৃঢ়

ঘ. গৃঢ়

উত্তর: ঘ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)