বিভিন্ন পরীক্ষার সমাধান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার / স্টোর কিপার পরীক্ষার সমাধান

পরীক্ষার তারিখ: ১০- ১২-২০২১

পদের নাম:মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার / স্টোর কিপার | সময় : ৬০ মিনিট | পূর্ণমান : ৭০ | পরীক্ষার তারিখ: ১০- ১২-২০২১।

১. Would you please find out Bangladesh…….. the map?
ক. to
খ. into
গ. Upon
ঘ. on
উ. ঘ
২. সঠিক ইংরেজি বানান কোনটি?
ক. Lieftanant
খ. Lieutenant
গ. Leftenant
ঘ. Leaftanant
উ. খ
৩.The meaning of the word ‘obese’ is
ক. Beautiful
খ. Very fat
গ. Stum
ঘ. Pretty
উ. খ
৪. What does people put on their face to protect from COVID-19
ক. Musk
খ. Maskh
গ. Mask
ঘ. Max
উ. গ
৫. Which one is the correct sentence?
ক. He deals in rice.
খ. He deals with rice.
গ. He deals by rice.
ঘ. He deals of rice.
উ. ক
৬. সে সাঁতার জানে না এর ইংরেজি কি?
ক. He does not swim.
খ. He does not swimming.
গ. He does not know how to swim.
ঘ. He do not know swim.
উ. গ
৭.Which one is correct?
ক. Entreprenure .
খ. Entrepreneur
গ. Enterpreneour
ঘ. Entrepreeore
উ. খ
৮. Change the voice of ‘I don’t know him?
ক. He is not known by me
খ. He is not known me
গ. He is not know me
ঘ. He is not known to me
উ. ঘ
৯ . Following his illness. He was kept under lose ….. for a week.
ক. Persual
খ. Perusal
গ. Investigation
ঘ. Monitoring
উ. ঘ
১০. The construction of Metrorail is going on——
ক. In full swing
খ. In out swing
গ. In reverse swing
ঘ. In late swing .
উ. ক
১১. Feminine gender of ‘Tiger’ is
ক. Tygris
খ. Tigresh
গ. Tigress
ঘ. Tygrees
উ. গ
১২.In no time means
ক. Instant
খ. In time
গ. Very quickly
ঘ. At best time
উ. গ
১৩. What is the antonym of ‘Best??
ক. Waste
খ. Worst
গ. Weak
ঘ. Boost
উ. খ
১৪. What is the synonym of ‘annoyed’?
ক. Angry
খ. Blissful
গ. Rough
ঘ. Jealous
উ. ক
১৫. Pledge’ means
ক. Happy
খ. Unhappy
গ. Make a promise
ঘ. Pleased
উ. গ
১৬.’খাজাঞ্চি’ শব্দের ইংরেজি ?
ক. Casheer
খ. Chashear
গ. Casheur
ঘ. Cashier
উ. ঘ
১৭. The National Mausoleum is
ক. At savar
খ. In savar
গ. Near savary.
ঘ. By savar
উ. ক
১৮. What is the right spelling?
ক, Chrsise
খ. Crisis
গ. Crisies
ঘ. Crisees
উ. খ
১৯. He died…… cancer?
ক. off
খ. by
গ. With
ঘ. of
উ. ঘ
২০. Another war that Bangabandhu had to wage. Here the meaning of the underline word is
ক. Pay
খ. Carry on
গ. salary
উ. গ
২১. মাধুর্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল|
ক, মধু + জ
খ, মধুর + য
গ. মাধু + র্য
ঘ. মাধু + য
উ. খ
২২. কোনটি সঠিক বানান?
ক, মুহুর্ত
খ. মুহুর্ত
গ, মুহূর্ত
ঘ. মুহর্তো।
উ. গ
২৩. চর্যাপদ কে সম্পাদনা করেন?
ক. দীনেশ চন্দ্র সেন
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. কালিদাস রায়
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উ, ঘ।
২৪. ‘অরণ্য’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক. অরন্যাণী
খ. অরণ্যানি
গ. অরণ্যানী
ঘ. কোনটি নয়
উ. গ
২৫. ‘অনুচিত’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ, কর্মধারয়
ঘ. দ্বিগু
উ. খ
২৬. ‘অক্ষৌহিণী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অক্ষ + উহিণী
খ, অক্ষ + উহিণী
গ, অক্ষ + উহিনি
ঘ. অক্ষ + উহীনী।
উ. খ
২৭. ‘মরণ পথের প্রতীক্ষা করছে যে’ এর এক কথায় প্রকাশ
ক. মূমূর্ষা
খ, মুমুর্ষা
গ. মূমুর্ষা
ঘ. মুমূর্ষ
উ. ঘ
২৮. “এক ঘুম ঘুমিয়েছি কিসের উদাহরণ?
ক, প্রযােজক কর্তা
খ. অসমাপিকা ক্রিয়া
গ. সমধাতুজ ক্রিয়া
ঘ. সমধাতুজ কর্ম
উ. ঘ
২৯, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উপহার দিয়েছেন?
ক. সঞ্চয়িতা
খ, সঞ্চিতা
গ. শেষের কবিতা
ঘ. গল্পগুচ্ছ
উ. খ
ব্যাখ্যা: প্রশ্নটি এভাবে হতাে- কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ/ উপহার দিয়েছেন?
৩০ . ‘উনুন’ শব্দটি কোথা থেকে এসেছে?
ক, তৎসম।
খ, সংস্কৃত
গ, অর্ধতৎসম
ঘ. তদ্ভব
ব্যাখ্যা উষ্ণ (সংস্কৃত) > উনূহ (প্রাকৃত) > উনহান > উনআন > উনান > উনুন(বাংলা)।
৩১. রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
ক, মুক্তিযুদ্ধ বিষয়ক
খ. ভ্রমণ মূলক
গ, সমালােচনা মূলক
ঘ, আত্মজীবনী মূলক
উ.ঘ
৩২. নাড়াবুনে’ বাগধারার সঠিক অর্থ কোনটি?
ক. বুনাে।
খ, শহুরে
গ, মূর্খ।
ঘ, অলস।
উ, গ
৩৩. ‘হ’ কোন ধ্বনির অন্তর্ভুক্ত?
ক. ঘােষ।
খ. অঘােষ
গ. অনুনাসিক
ঘ. কোনটি নয়।
উ. ক
৩৪. ‘কন্যা’ শব্দের অপিনিহিতি কোনটি?
ক. কৈন্যা
খ, কইন্যা
গ, কইণ্যা।
ঘ. কোইন্যা
উ. খ
৩৫. ‘উদ্যম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলাে
ক, উদ্ + দম
খ, উদ্য + যম।
গ, উৎ + যম।
ঘ, উৎ + ম।
উ. গ
৩৬, “সকলকে মরতে হবে’- বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি?
ক, কর্মে ২য়া।
খ. কর্তায় ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. কর্তায় ২য়া
উ. ঘ

৩৭. কোন শব্দটি ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. বিধু
খ. ইন্দু।
গ, অর্ক
ঘ. মৃগাঙ্ক
উ, গ
৩৮. তুমি কী খাবে? বাক্যে ‘কী’ ব্যবহৃত হয়েছে|
ক, প্রশ্নবােধক হিসেবে
খ. সর্বনাম হিসেবে
গ, বিশেষণ হিসেবে
ঘ. ক্রিয়া বিশেষণ হিসেবে
উ. ঘ
৩৯, বাংলা সাহিত্যে যুগ সন্ধির কবি বলা হয় কাকে?
ক. ঈশ্বরগুপ্ত
খ. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. ইশ্বরগুপ্ত
উ. গ
৪০. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কবে?
ক. ১১ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ
খ, ১২ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ
গ, ১১ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
ঘ, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
উ, ঘ।
৪১. নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকবে?
ক. ৪৮
খ.৫০
গ, ৫৮
ঘ, ৬০
উ. গ
৪২. ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ, ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উ, ঘ
৪৩. x4-x2+1=0 হলে x3 +1/x3 = ?
ক, 1
খ. 2
গ. 0.
ঘ. 3
উ. গ
৪৪. দুইটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
ক. ৪
খ.৬
গ. ৮
ঘ.৯
উঃক
৪৫. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর?
ক.6/11
খ.3/5
গ.5/8
ঘ.4/7
উঃক
৪৬. একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং ভূমি ১৮ মিটার হলে উচ্চতা কোনটি?
ক. ১২ মিটার
খ. ১৪ মিটার
গ. ১৬ মিটার
ঘ. ২৪ মিটার
উঃঘ
৪৭. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
ক. ৩০°
খ. ৪০°
গ, ৪৫°
ঘ. ৬০°
উ. ক
৪৮. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে? ক. ২০ দিনে।
. খ, ২৪ দিনে।
গ. ২৫ দিনে।
ঘ, ৩০ দিনে
উঃখ
৪৯. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ক. ২৪১
কখ, ২৩৩
গ. ২৫৩
ঘ. ২৬৩
উঃগ
৫০. ১৭ সে.মি. ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে
ক. সমবাহু
খ. সমকোণী
গ. সমদ্বিবাহু
ঘ. স্থূলকোণী
উঃ খ
৫১. একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ
কোণটি কত?
ক. ৬০°
খ. ৮০°
গ.৯০°
ঘ. ১০০°
উঃ খ
৫২. a2- c2 – 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
ক. (a + b + c) (a – b + c)
খ. (a + b – c) (a – b + c) |
গ. (a – b – c) (a + b – c)
ঘ. (a + b + c) (a – b – c)
উঃখ
৫৩. x-y = 2 এবং xy = 24 হলে, x এর মান কত?
ক. 3
খ. 4
গ.5
ঘ. 6
উঃঘ
৫৪. ০.০৪ x ০.০২ x ০.০৮ = কত?
ক. ০.৬৪
খ, ০.০৬৪
গ. ০.০০৬৪
ঘ, ০.০০০৬৪
উ. ঘ
৫৫. logs3(1/9) এর মান কত?গ
ক. 2
খ, -2
গ. 3
ঘ. -3
উঃখ
৫৬. ‘ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?
ক. জেরুজালেম
খ. পেরু
গ, রােম।
ঘ, মিশর
উঃখ
৫৭. জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
ক. দক্ষিণ কোরিয়া
খ. চীন
গ, জাপান
ঘ. মিশর।
উ. গ।
৫৮, এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি?
ক. ৪৭
খ. ১৭
গ. ১৬৯
ঘ. ১০
উঃখ
৫৯, ২০২১ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ বিজয়ী দেশ
কোনটি?
ক. নিউজিল্যান্ড
খ. অস্ট্রেলিয়া।
গ, ভারত |
ঘ, আফগানিস্তান
উ. খ।

৬০. কপ-২৬ সম্মেলন ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়?
ক, আয়ারল্যান্ড
খ. নিইজল্যান্ড
গ. ফিনল্যান্ড
ঘ. স্কটল্যান্ড
উঃঘ
৬১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
ক. ১২০ তম
খ. ১২৫ তম।
গ, ১৪০ তম।
ঘ. ১৩৬ তম
উঃঘ
৬২. ‘সিটি অব লাভ এন্ড লাইটস’ কোথায় অবস্থিত?
ক, বার্লিন
খ, প্যারিস
গ. হেগ।
ঘ. লাস ভেপুচিস
উঃখ
৬৩, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধিক্ষেত্র
কোথায়?
ক. সাজেক
খ, বরকল
গ. নানিয়ারচর
ঘ, লংগদু
উ. গ
৬৪. বাংলার নৌকা বাইচ উৎসবের সূচনা করেছিলেন কে?
ক. ইসলাম খান।
খ, মীর মুরাদ।
গ. শাহবাজ খান
ঘ. শায়েস্তা খান।
উ. ক

৬৫. ১ জিবি = কত?
ক. ৫১২ কেবি
খ. ১০২৪ এমবি
গ. ১০২৪ কেবি
ঘ. ৫১২ এমবি
উ. খ।
৬৬. বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী বছর কোনটি?
ক. ২০২১
খ, ২০২০
গ, ২০২২
ঘ, ২০২৩
উঃক
৬৭. কোভিড-১৯ এ কোয়ারেন্টাইন সময়কাল কত দিন?
ক. ১৬
খ. ১৫
গ.১৪
ঘ, ১৭
উঃ১৪
৬৮. বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত রােগী প্রথম কোন তারিখে সনাক্ত হয়?
ক. ৭ মার্চ, ২০২০
খ. ৮ এপ্রিল, ২০২০
গ. ৭ এপ্রিল, ২০২০
ঘ. ৮ মার্চ, ২০২০
উ. ঘ।
৬৯. পদ্মা সেতুর স্প্যান কতটি?
ক, ৪১
খ. ৪২
গ. ৪৩
ঘ. ৪৭।
উ. ক
৭০. পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়?
ক. শরিয়তপুর
খ. চাঁদপুর।
গ, ভৈরব
ঘ, মুন্সিগঞ্জ
উ. গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)