বিভিন্ন পরীক্ষার সমাধান

মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পরীক্ষার সমাধান

সময় : ৬০ মিনিট | পূর্ণমান : ৪০ | পরীক্ষার তারিখ: ২৪-১২-২০২১

পরীক্ষার নাম: মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা – ২০২১।পদের নাম : অফিস সহায়ক ।

১.“কারাগারের রােজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
ক. শেখ হাসিনা
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম।
উত্তর: খ |
২. ভাষার উপাদান কয়টি?
ক. ৩
খ. ৪।
গ. ৫
ঘ. ৬
উত্তর: খ
৩.চলিত ভাষার সৃষ্টি হয়েছে?
ক. ১৮১৪ খ্রি.
খ. ১৫৫৪ খ্রি.
গ. ১৯১৪ খ্রি.
ঘ. ১৯৫৪ খ্রি.
উত্তর: গ
৪. ‘সােনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. অমিত্রাক্ষর
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত।
ঘ. স্বরবৃত্ত
উত্তর: খ |
৫. শুদ্ধ বানান কোনটি?
ক. পিপিলিকা
খ. পিপীলিকা
গ. পীপীলিকা
ঘ. পিপিলীকা
উত্তর: খ।
৬.‘আবার অসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. ধূসর পান্ডুলিপি।
খ. রূপসী বাংলা
গ. ঝরাপালক
ঘ. বনলতা সেন
উত্তর: খ |
৭.দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক. গ
খ. ফ
গ. জ
ঘ. স
উত্তর: ঘ।
৮. ‘পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ
ক. পরি + ইক্ষা
খ. পরি + ঈক্ষা
গ. পরিঃ + ইক্ষা
ঘ. পরী + ঈক্ষা
উত্তর: খ |
৯. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
ক. ১০
খ. ১১
গ. ৮
ঘ. ৯
উত্তর: ক
১০. মক্ষিকা’ – এর সমার্থক শব্দ কোনটি?
ক. মৌমাছি
খ. মাছি।
গ. বােলতা
ঘ. ফড়িং
উত্তর: খ
১১.বাংলা ভাষার পুরুষ কত প্রকার?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তর: গ |
১২. বাংলা ভাষার বচন কত প্রকার?
ক. এক।
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তর: খ |
১৩.কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়?
ক. পিক।
খ. পরভৃত
গ. পরভূৎ
ঘ. বসন্তদূত
উত্তর: গ |
১৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. নদ
খ. শিক্ষক
গ. কবিরাজ
ঘ. ননদ
উত্তর: গ |
১৫. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯
উত্তর: ঘ।
১৬. Poor শব্দটির Noun কোনটি?
ক. Poorest
খ. Pour
গ. Poverty
ঘ. Proven
উত্তর: গ
১৭. Mouse এর Plural form কোনটি?
ক. Mice
খ. Mouses
গ. Mousies
ঘ. Meece
উত্তর: ক
১৮. সে কি ভাত খায়’ – এর ইংরেজি কোনটি?
ক. What does he eat rice?
খ. Does he eat rice?
গ. Is he eat rice?
ঘ. Do he eat rice?
উত্তর: খ
১৯.. কোনটি শুদ্ধ বানান?
ক. Achievement
খ. Telivision
গ. Excamination
ঘ. Comittee
উত্তর: ক
২০. ‘……. room is very neatly made’ fill in the blank.
ক. A
খ. An
গ. The
ঘ. ক ও খ।
উত্তর: গ
২১. ‘I count ….. your help’ fill in the blank.
ক. on
খ. for
গ. in
ঘ. with
উত্তর: ক
২২. Which is possessive adjective?
ক. Mine
খ. Our
গ. Ours
ঘ. Yours
উত্তর: খ
২৩. Which one is Gerund?
ক. Accommodate
খ. Examine
গ. Succeed
ঘ. Speaking
উত্তর: ঘ
২৪. ‘All at once’ means
ক. Slowly
খ. Gradually
গ. Suddenly
ঘ. Rarely
উত্তর: গ
২৫. Which is the antonym of Village?
ক. Rural
খ. Urban
গ. Community
ঘ. Commune
উত্তর: খ
২৬. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যােগফল কত?
ক.৪৮৫০
খ. ৪৯৫০
গ. ৪৮১০
ঘ. ৪৮৭০
উত্তর: খ
২৭. এক কুড়ি কৈ মাছের দাম ৫০.০০ টাকা হলে একটি কৈ মাছের দাম কত?
ক. ২.০০ টাকা
খ. ৩.০০ টাকা
গ. ২.৫০ টাকা
ঘ. ৪.০০ টাকা
উত্তর: গ
২৮.০.১ x ০.০১ x ০.০০১ = কত?
ক. ০.০০০০০০১
খ. ০.০০০০০১
গ. ০.০০০০০০০১
ঘ. ১.১১
উত্তর: খ
২৯. নিচের ভগ্নাংশগুলাের মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ১/৪
খ. ১/১২
গ. ১/১৬
ঘ. ১/২০
উত্তর: ক
৩০.৩, ৪ ও ৫ -এর ল.সা.গু. কোনটি?
ক. ১২
খ. ২০
গ. ১৫
ঘ. ৬০
উত্তর: ঘ
৩১. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ২৭
খ. ৩৩
গ. ২৯
ঘ. ৪৯
উত্তর: গ।
৩২. ৩, ৪ ও ৫ -এর গ.সা.গু. কোনটি?
ক. ১
খ. ৩।
গ. ৪
ঘ. ৫
উত্তর: ক
৩৩.রেখার বৈশিষ্ট্য কোনটি?
ক. কেবল দৈর্ঘ্য আছে।
খ. দৈর্ঘ্য ও প্রস্থ আছে।
গ. দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে
ঘ. ক ও গ উভয়ই।
উত্তর: ক
৩৪. ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?
ক. ১/২ (ভূমি x উচ্চতা)।
খ. ভূমি x উচ্চতা
গ. ২ (ভূমি x উচ্চতা)
ঘ. ক ও গ উভয়ই
উত্তর: ক
৩৫. জনসংখ্যার ঘনত্ব =
ক. জনসংখ্যা x ক্ষেত্রফল
খ. জনসংখ্যা / ক্ষেত্রফল ।
গ. জনসংখ্যা x আয়তন
ঘ. জনসংখ্যা / আয়তন
উত্তর: খ
৩৬.কোনটি অধিবর্ষ?
ক. ২০২০
খ. ২০১৮
গ. ২০১৪
ঘ. ২০১০
উত্তর: ক
৩৭. ১ থেকে ১০ পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টি?
ক. ২
খ. ১
গ. ৩
ঘ. ৪
উত্তর: খ
৩৮. গুণক = ?
ক. গুণফল x গুণ্য।
খ. গুণফল x ভাগশেষ
গ. গুণফল : গুণ্য
ঘ. গুণফল + ভাগশেষ
উত্তর: গ ‘
৩৯.১ এয়র’ = ?
ক. ১০০ মি.
খ. ১০০ ব.মি.
গ. ১০০০ মি.
ঘ. ১০০০ ব.মি.
উত্তর: খ
৪০. একটি সুষম ষড়ভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে
ক. ৬০°
খ. ১২০°
গ. ৯০°
ঘ. ৩৬০°
উত্তর: খ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)