বিভিন্ন পরীক্ষার সমাধান

জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পরীক্ষার নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) । পদের নাম : জুনিয়র অডিটর | সময় : ৬৫ মিনিট । পূর্ণমান : ১০০ | পরীক্ষার তারিখ: ০১.০৪.২০২২ ।

১.“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সৈয়দ শামসুল হক।
গ. জীবনানন্দ দাশ
ঘ. জসীমউদ্দীন
উত্তর: গ |

২. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’- চরণটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. সত্যেন্দ্রনাথ দত্ত।
ঘ. সুকান্ত ভট্টাচার্য।
উত্তর: ঘ।

৩.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. চিলেকোঠার সেপাই।
খ. আগুনের পরশমণি
গ. একাত্তরের চিঠি
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: খ

৪. “আমার ভায়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি” – গানটির রচয়িতা কে?
ক. আলতাফ মাহমুদ।
খ. গাজী মাযহারুল আনােয়ার
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. শওকত ওসমান
উত্তর: গ |

৫. ‘সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. প্রবন্ধ
উত্তর: খ ।

৬. ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র’ – কে সম্পাদনা করেছেন?
ক. ড. আনিসুজ্জামান
খ. হাসান হাফিজুর রহমান
গ. ড. মুনতাসির মামুন
ঘ. আলাউদ্দিন আল আজাদ।
উত্তর: খ

৭. নিচের কোন বানানটি সঠিক?
ক. পরিষ্কার
খ. পরিস্কার
গ. পরিশকার।
ঘ. পরি:কার
উত্তর: ক

৮. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ
খ. পদ
গ. অক্ষর
ঘ. ধ্বনি
উত্তর: ঘ

৯. বাংলা স্বরবর্ণ কয়টি?
ক. নয়টি
খ. দশটি
গ. এগারটি
ঘ. বারটি
উত্তর: গ

১০. ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে?
ক. দৃ + ব
খ. ক্ + দ
গ. দৃ + ত
ঘ. দ্+ধ।
উত্তর: ঘ।

১১. নিম্নের কোনটি শব্দের আগে বসে?
ক. অনুসর্গ
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তর: খ ।

১২. নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
ক. বহর
খ. মধুরতা
গ. সাহসী
ঘ. দর্শন।
উত্তর: খ

১৩. নিচের কোন শব্দটি তৎসম শব্দ?
ক. জীবন।
খ. গােয়ালা
গ. চামার
ঘ. পেট
উত্তর: ক

১৪. ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজ
খ. আরবি।
গ. জাপানিজ
ঘ. গুজরাটি
উত্তর: খ ।

১৫.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
ক. বিভক্তি
খ. কারক
গ. ধাতু
ঘ. প্রত্যয়
উত্তর: গ

১৬.‘ঘ্রাণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
ক. ঘ্রাণ + অ
খ. ঘ্রা + অন
গ. ঘৃ + আ + ন
ঘ. ঘৃ + অন
উত্তর: খ

১৭. ‘সমাস’ ভাষাকে
ক. সংকোচন করে
খ. সংক্ষেপ করে
গ. অর্থবােধক করে
ঘ. বিস্তৃত করে
উত্তর: খ

১৮. কোনটি উভয় লিঙ্গ?
ক. স্ত্রী
খ. সন্তান।
গ. দেবর
ঘ. পুত্র
উত্তর: খ

১৯, ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি?
ক. কবিতাগুচ্ছ।
খ. কবিতামালা
গ. কবিতারাজি
ঘ. কবিতাসমূহ
উত্তর: ক

২০. ছাদ থেকে পানি পড়ে’- কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. অধিকরণে ৫মী
ঘ. অপাদানে ৫মী
উত্তর: ঘ।

২১. ‘Out and Out’ means
ক. Not at all
খ. Thoroughly
গ. Brave
ঘ. Between
উত্তর: খ

২২. The antonym for ‘Recalcitrant’
ক. Careful
খ. Passive
গ. Compliant
ঘ. None of above
উত্তর: গ

২৩. ‘আমার ক্ষুধা নেই’ এর ইংরেজি
ক. I have no appetite
খ. I have hunger
গ. I am not hungry
ঘ. I have hunger
উত্তর: ক

২৪. Which one is the correct spelling?
ক. Quram
খ. Qouram
গ.. Quoram
ঘ. Quorum
উত্তর: ঘ।

২৫. I need some books,
ক. Don’t I
খ. Do I
গ. Needn’t I
ঘ. Need I
উত্তর: ক

২৬.Change into passive, “Whom do you want”?
ক. By whom you are wanted?
খ. By whom are you wanted?
গ. Whom is wanted by you?
ঘ. Who is wanted by you?
উত্তর: ঘ।

২৭. ‘We shall be blamed’ এর Active Voice কোনটি?
ক. Everyone shall blame us
খ. Everyone blame us
গ. Everyone will blame us
ঘ. Everyone is blaming us
উত্তর: গ

২৮. This is the man who went there, It is a/an_clause.
ক. Noun
খ. Adjective
খ. Adverbial
গ. Co-ordinate
উত্তর: খ

২৯. He ran the field.
ক. in
খ. with
গ. up
ঘ. across
উত্তর: ঘ

৩০. He has abhorrence _ war.
ক. of
খ. to
গ. for
ঘ. in
উত্তর: ক

৩১. Neither Mily nor Lily_ _qualified for the job.
ক. are
খ. is
গ. were
ঘ. have
উত্তর: খ

৩২. Parcel – means.
ক. Quarrel
খ. piece of land
গ. postage
ঘ. bubble
উত্তর: খ

৩৩. “Knowledge comes but wisdom lingers”?
ক. Alfred Lord Tennyson
খ. Robert Browing
গ. Thomas Hardy
ঘ. Charles Dickens
উত্তর: ক

৩৪. ‘War and peace’-?
ক. George Eliot
খ. Leo Tolstoy
গ. Karl Marx |
ঘ. Oscar Wilde
উত্তর: খ

৩৫.অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক. Unfinished Biography
খ. Imcomplete Biography
গ. The unfinished Memoirs
.ঘ. None of above
উত্তর: গ

৩৬. If he runs fist, he win the prize.
ক. would
খ. Will.
গ. can
ঘ. could
উত্তর: খ

৩৭. ‘Come here’- এর indirect speech কোনটি?
ক. He told me come here
খ. He told that I should come here
গ. He ordered me that go here
ঘ. He told me to go there
উত্তর: ঘ।

৩৮. Truly এর সঠিক adjective form হবে
ক. Truly
খ. True
গ. Truism
ঘ. None of them
উত্তর: খ ।

৩৯. ‘See’ শব্দটির noun কোনটি?
ক. Seen
খ. Seene
গ. Sought
ঘ. Sight
উত্তর: ঘ।

৪০. The verb of the word “Economy” is
ক. Economic
খ. Economical
গ. Economize
ঘ. Economical
উত্তর: ঘ।

৪১. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যােগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২৪
উত্তর: খ ।
৪২. ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ১১টি
খ. ৮টি
গ .১০টি
উত্তর: গ ।

৪৩. ০.০০০১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
উত্তর: খ

৪৪. কোন সংখ্যাটি বৃহত্তম?
ক. ০.৩
খ.০১
গ. ০.৩
উত্তর: গ।

৪৫. দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?
ক. ১২
খ.১৩
গ. ১৬
ঘ. ১৮
উত্তর: গ

৪৬. এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ২৫%
খ. ৫০%।
গ. ৭৫%
ঘ. ১০০%
উত্তর: খ

৪৭. ০.৫ : ০.০৫ = ?
ক. ১.৫
খ. ০.১
গ. ১০.০।
ঘ. ০.০৫
উত্তর: গ |

৪৮. a + b + c=15 এবং a + b + c = 83 হলে, ab + bc + ca এর মান কত?
ক. ৭১
খ. ৬৮
গ. ৫১ |
ঘ. ৪৫
উত্তর: ক

৪৯. ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হল যেন এক অংশ অন্য অংশের ২ হয়। ছােট অংশটির দৈর্ঘ্য কত ফুট হলাে?
ক. ৪
খ. ৫
গ. ৬
উত্তর: খ

৫০. x+y=1 হলে x+ এর মান কত?
ক. 1
খ. ৮
খ. 2
গ. 3
ঘ, 4
উত্তর: –
ব্যাখ্যা: প্রশ্নে x+1=2 হলে সঠিক উত্তর হত ২।

৫১. সালেহ ও আনুর বয়সের অনুপাত ৫: ৪। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ১১ : ৯। আনুর বর্তমান বয়স কত?
ক. ২৪
খ. ২৭
গ. ৪০
ঘ. ৫০
উত্তর: ক

৫২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ৫%।
খ. ১০%
গ. ২০%।
ঘ. ২৫%
উত্তর: ক

৫৩.. বর্গমূল নির্ণয় করুন V.০০২৫
ক. ০.৫
খ. ০.০৫
গ. ০.০০৫
ঘ. ০.০০০৫
উত্তর: খ

৫৪. ১২৫০ কে সর্বনিন্ম কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ক. ২
খ. ৫
গ. ৭
ঘ. ১১
উত্তর: ক ।
৫৫. তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তার যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘন্টা পর পর একত্রে বাজতে থাকবে। ১ দিনে তারা কত বার একত্রে বাজবে?
ক. ১২ বার
খ. ৬ বার
গ. ৪ বার
ঘ. ৩ বার
উত্তর: ঘ।
৫৬.(a – 5) (a +x) = a – 25 হলে x এর মান কত?
ক. 5.
খ.6
গ. 7
ঘ. 8
উত্তর: ক
৫৭.একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
ক.১/২
খ.২/৩
গ.৩/৪
উত্তর: গ
৫৮. কোন সংখ্যাটি ব্যতিক্রম?
ক. ১২৫
খ. ৩৪৩
গ. ৫১২
ঘ. ৭৪৩
উত্তর: খ
৫৯.দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?
ক. ২৬০
খ. ৭৮০
গ. ১৩০
ঘ. ৪৯০
উত্তর: ক |
৬০. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যােগ করলে যােগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ৭০
গ. ১৭০
ঘ, ১৪২
উত্তর: খ
৬১. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে
ক. দারিদ্র বিমােচন
খ. মৌলিক অধিকার রক্ষা
গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তর: গ |
৬২. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. বিল অব রাইটস
খ. ম্যাগনাকার্টা
গ. পিটিশন অব রাইটস।
ঘ. মুখ্য আইন
উত্তর: খ ।
৬৩.১৯৭১ সালে The concert for Bangladesh’কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. ওয়াশিংটন
ঘ. বার্লিন।
উত্তর: খ
৬৪. বাংলাদেশের লােকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. ঢাকা
গ. পাহাড়পুর
ঘ. সােনারগাঁ
উত্তর: ঘ

৬৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনােগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৩টি
ঘ. ৬টি
উত্তর: ক
৬৬. সােশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ২০০৯।
উত্তর: ক
৬৭. বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি?
ক. সিলেট
খ. হবিগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. পঞ্চগড়
উত্তর: গ
৬৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
ক. অ্যাডেন হার্টজ
খ. পি.জে. হার্টজ
গ. ল্যথান হার্টগ
ঘ. পি.জে থমসন
উত্তর: খ
৬৯. কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
ক. ১৯৯৬
খ. ১৯৯৭
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তর: গ |
৭০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে
সমতার কথা বলা হয়েছে?
ক. ধারা ২৪
খ. ধারা ২৫
গ. ধারা ২৬
ঘ. ধারা ২৭
উত্তর: ঘ।
৭১. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. হামিদুর রহমান
খ. নিতুন কুন্ডু
গ. মাইনুল হােসনে
ঘ. শামিম সিকদার
উত্তর: গ
৭২. কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে?
ক. ইংরেজি
খ. ফরাসী
গ. হিন্দী
ঘ. ম্যান্ডারিন
উত্তর: ক
৭৩. সবচেয়ে কম বয়সে নবেল পুরস্কার পেয়েছেন কে?
ক. মালালা ইউসুফজাঈ।
খ. কৈলাশ সত্যার্থী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তর: ক
৭৪. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক. মিশর
খ. ইরাক
গ. ইরান
ঘ. থাইল্যান্ড
উত্তর: ঘ

৭৫. কোন দেশটি NATO এর সদস্য?
ক. তুরস্ক
খ. রাশিয়া
গ. ইউক্রেন।
ঘ. বেলারুশ
উত্তর: ক।
৭৬. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মােট সদস্য রাষ্ট্র?
ক. ৪৮
খ. ৪৯
গ. ৫০
ঘ. ৫১
উত্তর: ঘ
৭৭.. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
ক. নীলনদ
খ. ইয়াংসিকিয়াং
গ. হােয়াংহাে
ঘ. টেমস্
উত্তর: ক।
৭৮. বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী?
ক. জর্ডান
খ. মরােক্কো।
গ. তিউনিসিয়া
ঘ. মিশর
উত্তর: ঘ।
৭৯. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
ক, বরিশাল।
খ. পটুয়াখালী
গ. পিরােজপুর।
ঘ. ভােলা
উত্তর: ক |
৮০, বাতাসে নাইট্রোজেনের পরিমান কত?
ক. ৭৫.০২%।
খ. ৭৬.০২%
গ. ৭৮.০২%।
ঘ. ৭৯.০২%
উত্তর: গ |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)