বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ হয়েছে । বাংলাদেশ সেনাবাহিনীর ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, আবেদন করার পদ্ধতি, আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ।
১। পদের নামঃ ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স।
পদ সংখ্যাঃ অফিশিয়াল নোটিশে দেখুন।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
বেতনঃ নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, চিকিৎসার সুবিধা, ভর্তুকি মূল্যে রেশন প্রদান, ও অনান্য সুযোগ-সুবিধা।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
আবেদনের বয়সসীমাঃ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
প্রার্থীর শারীরিক মাপঃ (পুরুষ প্রার্থী)
উচ্চতাঃ ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ।
বুকের মাপঃ স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) ।
ওজনঃ ৫৪ কেজি (১২০ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/৬
প্রার্থীর শারীরিক মাপঃ (নারী প্রার্থী)
উচ্চতাঃ ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) ।
বুকের মাপঃ স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ।
ওজনঃ ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
দৃষ্টিশক্তিঃ ৬/৬
আবেদনের নিয়মাবলীঃ আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে।
পরীক্ষার ফিঃ আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA/ Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।